সাম্প্রতিক প্রশ্নোত্তর ALL Daily আপডেট GK
প্রশ্ন: 'আশুরা' শব্দের অর্থ কী?
উত্তর: দশম।
প্রশ্ন: নারী বিশ্বকাপ কত সালে হবে?
উত্তর: ২০২৭
প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর নাম কী?
উত্তর: স্কট বেসেন্ট।
প্রশ্ন: তাজিয়া মিছিল কোন সম্প্রদায়ের সাথে সম্পর্কিত?
উত্তর: শিয়া সম্প্রদায়।
প্রশ্ন: ইলন মাস্কের রাজনৈতিক দলের নাম কী?
উত্তর: আমেরিকা পার্টি।
প্রশ্ন: আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে কোন দেশ?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: 'দ্য টেলিগ্রাফ' কোন দেশীয় সংবাদ মাধ্যম?
উত্তর: যুক্তরাজ্য।
প্রশ্ন: আমার দেশ পত্রিকার সম্পাদক কে?
উত্তর: মাহমুদুর রহমান মান্না।
প্রশ্ন: নীল নদের উপর ইথিওপিয়ার নির্মিত বাঁধের নাম কী?
উত্তর: ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম।
প্রশ্ন: আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয় কবে?
উত্তর: প্রতি বছর জুলাইয়ের ১ম শনিবার।
প্রশ্ন: 'জুলাই ৩৬ গেট' উদ্বোধন করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে?
উত্তর: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কোন শিল্প বিপ্লবের অংশ? উত্তর: চতুর্থ।
প্রশ্ন: ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপর নির্মিত? উত্তর: পদ্মা নদী।
প্রশ্ন: বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি?
উত্তর: জার্মানি।
প্রশ্ন: ২০২৬ সালে ৫২তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর: ফ্রান্স।
প্রশ্ন: গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: অষ্টম।
প্রশ্ন: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তর: বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত 'ড্রাইডক লিমিটেড'।
প্রশ্ন: বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাংক?
উত্তর: ইস্টার্ন ব্যাংক।
প্রশ্ন: 'মহররম' শব্দের অর্থ কী?
উত্তর: সম্মানিত।
প্রশ্ন: নারী এশিয়ান কাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলে বাংলাদেশের স্কোর কত?
উত্তর: ৯ পয়েন্ট।
প্রশ্ন: শুল্ক ও কর সরাসরি জমা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (NBR) -এর চালু করা সিস্টেমের নাম কী?
উত্তর: এ-চালান।
প্রশ্ন: রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস কবে?
উত্তর: ৬ জুলাই (প্রতিষ্ঠা: ১৯৫৩ সাল)।
প্রশ্ন: 'বিগ বিউটিফুল বিল' আইনে পরিণত হয় কত তারিখে?
উত্তর: ৪ জুলাই ২০২৫।
প্রশ্ন: সম্প্রতি কোন জনবহুল দেশ সন্তান জন্ম দিলে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে?
উত্তর: চীন।
প্রশ্ন: 'লাতাকিয়া' অঞ্চলটি কোথায়?
উত্তর: সিরিয়া।
Q: What does the word Ashura mean?
A: Tenth.
Q: In which year will the Women's World Cup be held?
A: 2027.
Q: Who is the current U.S. Secretary of the Treasury?
A: Scott Besant.
Q: The Tazia procession is associated with which religious group?
A: Shia community.
Q: What is the name of Elon Musk's political party?
A: America Party.
Q: Which country has recognized the Taliban government in Afghanistan?
A: Russia.
Q: Which country is the newspaper The Telegraph based in?
A: United Kingdom.
Q: Who is the editor of Amar Desh newspaper?
A: Mahmudur Rahman Manna.
Q: What is the name of the dam built by Ethiopia on the Nile River?
A: Ethiopian Renaissance Dam.
Q: When is International Co-operative Day observed?
A: The first Saturday of July every year.
Q: July 36 Gate was inaugurated at which university ?
A: Sylhet Agricultural University.
Q: Artificial Intelligence (AI) is part of which industrial revolution?
A: Fourth.
Q: The historic Hardinge Bridge is built over which river?
A: Padma River.
Q: Which is currently the world's largest lending country?
A: Germany.
Q: Where will the 52nd G7 Summit be held in 2026?
A: France.
Q: What is Bangladesh's rank in global wheat import?
A: Eighth.
Q: Which organization is now responsible for operating Chattogram Port's New Mooring Terminal?
A: Dockyard Limited operated by the Bangladesh Navy.
Q: Which bank launched the world's first biometric metal credit card?
A: Eastern Bank.
Q: What does the word Muharram mean?
A: Honored.
Q: What is Bangladesh's score in the Women's Asian Cup Qualifiers?
A: 9 points.
Q: What is the name of the NBR system for paying taxes and duties directly?
A: A-Chalan.
Q: When is Rajshahi University Day observed?
A: 6 July (Founded in 1953).
Q: On which date did the "Big Beautiful Bill" become law?
A: 4 July 2025.
Q: Which populous country recently announced financial support for childbirth?
A: China.
Q: Where is the Latakia region located?
A: Syria.
0 Comments