Recents in Beach

Today In History | সাম্প্রতিক প্রশ্নোত্তর ALL Daily আপডেট GK 16-07-2025

Today In History | সাম্প্রতিক প্রশ্নোত্তর ALL Daily আপডেট GK



ঘটনাবলী

• ৬২২ – জুলিয়ান বর্ষপঞ্জি অনুসারে ইসলামি বর্ষপঞ্জি হিজরি সনের প্রথম দিন ছিল শুক্রবার।

• ১৬৬১ – স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।

• ১৯০৫ – খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়।

• ১৯১৮ – বলশেভিকদের হাতে রাশিয়ার শেষ সম্রাট জার নিকোলাই দ্বিতীয় ও তার পরিবার নিহত হন; রাশিয়ায় রাজতন্ত্রের পতন ঘটে।

• ১৯৩২ – ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি গবেষণা প্রতিষ্ঠান 'ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট' প্রতিষ্ঠিত হয়।

• ১৯৪৫ -

• মিত্রশক্তির নেতৃবৃন্দ চার্চিল, ট্রম্যান ও স্ট্যালিন জার্মানির পোস্টডামে সাক্ষাৎ করেন।

• নিউ মেক্সিকোর আলামগার্দোতে মার্কিন পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ।

• ১৯৪৬ – মার্কিন যুক্তরাষ্ট্র বিকিনি দ্বীপে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।

• ১৯৬৫ - ফ্রান্স ও ইতালির মধ্যে মন্টব্ল্যাক সড়ক সুড়ঙ্গ উদ্বোধন।

• ১৯৬৮ - মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র 'ডেইলি ওয়ার্ল্ড' আত্মপ্রকাশ করে।

• ১৯৬৯ – মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদের উদ্দেশে যাত্রা করে।

• ১৯৭৩ -

• আফগানিস্তানে জেনারেল দাউদ খান অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন।

• বাংলাদেশকে স্বীকৃতি দেয় আলজেরিয়া, তিউনিসিয়া ও মৌরিতানিয়া।

• ১৯৭৯ – সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হন।

• ১৯৮১ – মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


জন্ম


• ১৮৬০ – অটো ইয়েসপার্সেন, ডেনীয় ভাষাবিজ্ঞানী।

• ১৮৭২ - রুয়াল আমুনসেন, নরওয়েজীয় অভিযাত্রী।

• ১৮৭৮ – রাধাগোবিন্দ চন্দ্র, ভারতীয় জ্যোতির্বিদ।

• ১৮৮৮ - ফ্রিৎস জের্নিকে, ওলন্দাজ পদার্থবিজ্ঞানী।

• ১৮৯৬ - ট্রিগভে হাভডেন লি, জাতিসংঘের প্রথম মহাসচিব।

• ১৯০৭ - বারবারা স্ট্যানউইক, মার্কিন অভিনেত্রী।

• ১৯০৯ – অরুণা আসফ আলী, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।

• ১৯১১ – জিঞ্জার রজার্স, মার্কিন অভিনেত্রী।

• ১৯১৭ – জগদীশচন্দ্র মাথুর, ভারতীয় নাট্যকার।

• ১৯২৬ - আরউইন রোজ, মার্কিন জীববিজ্ঞানী।

• ১৯৪২ - মার্গারেট কোর্ট, অস্ট্রেলীয় টেনিস খেলোয়াড়।

• ১৯৪৭ – আবদুল্লাহ-আল-মাহমুদ, মুক্তিযোদ্ধা।

• ১৯৫২ - এঞ্জেলা গোমেজ, সমাজসেবক।

• ১৯৬৭ – উইল ফেরেল, মার্কিন কৌতুকাভিনেতা।

• ১৯৭৩ – শন পোলক, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

• ১৯৮১ – মেহের জেইন, সুইডিশ গায়ক ও গীতিকার।

• ১৯৮৯ – শায়লা শারমিন, বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেটার।


মৃত্যু


• ১৭৪৭ – জুসেপ্পি ক্রিপসি, ইতালীয় চিত্রশিল্পী।

• ১৮৬৮ - দমিত্তি পিসারিয়েভ, রুশ দার্শনিক।

• ১৯৫৯ – সুহৃদ কুমার রায়, বাঙালি ভূবিজ্ঞানী।

• ১৯৮৫ – হেনরিক বোল, জার্মান নোবেলজয়ী ঔপন্যাসিক।

• ১৯৯৪ - জুলিয়ান শুইঙার, মার্কিন নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী।

• ১৯৯৮ – জোছন দস্তিদার, ভারতীয় নাট্যকার।

• ২০০০ - সাংবাদিক শামছুর রহমান।

• ২০১৩ - কাজী মুতাসিম বিল্লাহ, ইসলামি পণ্ডিত।

• ২০২১ – সাইমন ড্রিং, ব্রিটিশ সংবাদদাতা।

• ২০২৪ – আবু সাঈদ, কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ।


Events

• 622 - According to the Julian calendar, the first day of the Islamic Hijri calendar was a

Friday.

• 1661 - Europe's first banknotes were issued by the Stockholm Bank.

• 1905 The first boycott of British goods began in Bagerhat, Khulna, in British India.

• 1918 Russia's last Tsar Nicholas II, along with his wife and five children, was executed by the Bolsheviks, ending the Russian monarchy.

• 1932 The India Research Institute, focusing on Indian history, tradition, and culture, was established.

• 1945-

Allied leaders Winston Churchill, Harry Truman, and Joseph Stalin met in Potsdam, Germany.

• The first test of a U.S. atomic bomb was conducted in Alamogordo, New Mexico.

• 1946 - The United States conducted a nuclear test at Bikini Atoll.

• 1965 The Mont Blanc Road Tunnel between France and Italy was inaugurated.

• 1968 – The Daily World", the official paper of the American Communist Party, was launched.

• 1969 - NASA's Apollo 11 mission was launched toward the Moon.

• 1973-

• Afghan General Daoud Khan, with Soviet support, overthrew King Mohammad Zahir Shah and established a republic.

• Algeria, Tunisia, and Mauritania officially recognized Bangladesh as an independent nation.

• 1979 - Saddam Hussein became the President of Iraq following the resignation of Hasan al-

Bakr.

• 1981 - Mahathir Mohamad assumed office as the Prime Minister of Malaysia.

• 1990-

• A powerful earthquake in the Philippines killed over 1,600 people.

• Ukraine declared its sovereignty.

• 1997 - Slobodan Milošević was elected President of Yugoslavia.

• 2007 Amid political unrest under the caretaker government, former Prime Minister Sheikh

Hasina was arrested in Bangladesh.


Births


• 1860 - Otto Jespersen, Danish linguist and expert in English grammar.

• 1872 - Roald Amundsen, Norwegian polar explorer and discoverer.

• 1878 - Radhagobinda Chandra, pioneering Indian astronomer.

. 1888 - Frits Zernike, Dutch physicist and Nobel laureate.

• 1896 - Trygve Halvdan Lie first Secretary-General of the United Nations.

• 1907 - Barbara Stanwyck, American actress, model, and dancer.

• 1909 - Aruna Asaf Ali, Indian independence activist and recipient of the Bharat Ratna.

• 1911 - Ginger Rogers, American actress, dancer, and singer.

• 1917 - Jagadish Chandra Mathur, noted Indian playwright and author.

• 1926 - Irwin Rose, American biologist and Nobel laureate.

• 1942 Margaret Court, Australian tennis player.

• 1947 - Abdullah-Al-Mahmud, Bangladeshi freedom fighter and Bir Protik awardee.

• 1952 - Angela Gomes, Bangladeshi social worker.

• 1967- Will Ferrell, American actor, comedian, producer, and writer.

• 1973 - Shaun Pollock, South African international cricketer.

• 1981 - Maher Zain, Swedish singer-songwriter of Lebanese descent.

• 1989 - Shayla Sharmin, Bangladeshi female international cricketer.


Deaths


• 1747 - Giuseppe Crespi, Italian painter.

• 1868- Dmitry Pisarev, Russian materialist philosopher and literary critic.

• 1959 Suhrid Kumar Roy, Bengali geologist and stratigraphy expert.

• 1985 - Heinrich Böll, German novelist and Nobel laureate (1972).

• 1994 - Julian Schwinger, American theoretical physicist and Nobel laureate (b. 1918).

• 1998 - Jochan Dastidar, Indian Bengali playwright, stage actor, and social activist.

• 2000 Shamsur Rahman, Bangladeshi journalist.

• 2013 - Qazi Muttasim Billah, Bangladeshi Deobandi Islamic scholar ( b. 1933 ).

• 2021 - Simon Dring, British award winning journalist and TV presenter.

• 2024 - Abu Saeed, the first martyr of the 2024 Quota Reform Movement in Bangladesh.


Post a Comment

0 Comments