Recents in Beach

Today In History | সাম্প্রতিক প্রশ্নোত্তর ALL Daily আপডেট GK

Today In History | সাম্প্রতিক প্রশ্নোত্তর ALL Daily আপডেট GK


 

ঘটনাবলী

• ৬৬১ – ইমাম হাসান (রা.) ও মুয়াবিয়া (রা.)-র মধ্যে সন্ধি স্থাপন হয়।

• ১৬৮৭ – স্যার আইজাক নিউটনের বিখ্যাত গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হয়।

• ১৮১১ – দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ

করে।

• ১৮৪১ – টমাস কুক বিশ্বের প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।

• ১৯২৪ - ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান ঘটে।

• ১৯৩২ – অলিভিয়েরা সালাজার পর্তুগালের ক্ষমতা গ্রহণ করেন।

• ১৯৪৭ – ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।

• ১৯৪৮ - ব্রিটেনে জাতীয় স্বাস্থ্যসেবা আইন (NHS) চালু হয়।

• ১৯৫৪ – বিবিসি প্রথম টেলিভিশন সংবাদ বুলেটিন সম্প্রচার করে। সংবাদ পাঠক ছিলেন রিচার্ড

বেকার।

• ১৯৬২ - আলজেরিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

• ১৯৭৫ – কেপভার্দে (কাবো ভার্দে) স্বাধীনতা অর্জন করে।

• ১৯৭৭ – পাকিস্তানে সামরিক অভ্যুত্থানে জুলফিকার আলী ভুট্টো অপসারিত হন; জিয়াউল হক

ক্ষমতা গ্রহণ করেন।

• ১৯৯৪ - ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়।

• ১৯৯৬ - ব্রিটিশ বিজ্ঞানী ড. উইলমুট ক্লোনিং পদ্ধতিতে সফলভাবে ভেড়ার শাবক "ডলি" জন্ম দেন৷

• ২০০২ – মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রাতসবিকা স্ত্রী-কন্যাসহ দেশ ত্যাগ করেন।

• ১৮৫৭ - ক্লারা জেটকিন, জার্মান কমিউনিস্ট নেত্রী ও নারী অধিকার আন্দোলনের পথিকৃত। (মৃ. ১৯৩৩)

• ১৮৮৬ – জগদীশচন্দ্র গুপ্ত, বাঙালি কথাসাহিত্যিক। (মৃ. ১৯৫৭)

• ১৮৮৯ – জঁ ককতো, ফরাসি সাহিত্যিক, শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা। (মৃ. ১৯৬৩)

• ১৮৯১ – জন হাওয়ার্ড নরথ্রপ, নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ। (মৃ. ১৯৮৭)

• ১৯০১ – বীরেন্দ্রনাথ সরকার, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা। (মৃ. ১৯৮০)

• ১৯২৬ – জ্ঞানেশ মুখোপাধ্যায়, ভারতীয় অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব। (মৃ. ২০০৮)

• ১৯২৯ - ক্যাথরিন হেলমন্ড, মার্কিন অভিনেত্রী। (মৃ. ২০১৯)

• ১৯৩৬ -শার্লি নাইট, মার্কিন অভিনেত্রী। (মৃ. ২০২০ )

• জেমস মিরলিস, স্কটিশ নোবেলজয়ী অর্থনীতিবিদ। (মৃ. ২০১৮)

• ১৯৩৮ – মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশি রাজনীতিবিদ। (মৃ. ১৯৮৭)

• ১৯৪১ – শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক।

• ১৯৪৪ - দীপঙ্কর দে, ভারতীয় বাঙালি অভিনেতা।

• ১৯৫০ - মাহমুদুল হাসান, আধ্যাত্মিক ব্যক্তিত্ব।

• ১৯৬২ – যুবায়ের আহমদ আনসারী, ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিক।

• ১৯৮২ - আলবের্তো জিলার্দিনো, ইতালীয় ফুটবলার।

• ১৯৯৫ - পি ভি সিন্ধু, ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়।


মৃত্যু

• ১৮২৬-

-ঝজেফ লুই প্রুস্ত, ফরাসি রসায়নবিদ।

-স্যার টমাস স্ট্যামফোর্ড র‍্যাফেলস, সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা। (জ. ১৭৮১)

• ১৯৫৭ – প্রতুলচন্দ্র গঙ্গোপাধ্যায়, ব্রিটিশবিরোধী বিপ্লবী। (জ. ১৮৯৪)

• ১৯৬৫ – বনবিহারী মুখোপাধ্যায়, চিকিৎসক ও সাহিত্যিক। (জ. ১৮৮৫)

• ১৯৬৬ – গেয়র্গ ডে হেভেসি, হাঙ্গেরীয় নোবেলজয়ী রসায়নবিদ।

• ১৯৬৯ 

-লিও ম্যাককারি, মার্কিন চলচ্চিত্র নির্মাতা।

-ভালটার গ্রোপিউস, জার্মান স্থপতি।

• ১৯৭৯ – এলিজাবেথ রায়ান, বিখ্যাত টেনিস খেলোয়াড়।

• ১৯৮০ - বিমলাকান্ত রায়চৌধুরী, সেতার ও সংগীতজ্ঞ। (জ. ১৯০৯)

• ১৯৯৩ – কালী বন্দ্যোপাধ্যায়, অভিনেতা। (জ. ২০/১১/১৯২০)

• ২০০৭ – শুভেন্দু চট্টোপাধ্যায়, বাঙালি অভিনেতা। (জ. ২৯/১১/১৯৩৬)


Historical Events

• 661 - Peace treaty established between Imam Hasan (RA) and Muawiyah (RA).

• 1687 - Philosophice Naturalis Principia Mathematica, the landmark work by Sir Isaac Newton, is published.

• 1811- Venezuela becomes the first South American country to gain independence from Spain.

• 1841 Thomas Cook launches the world's first travel agency.

• 1924 - Military coup takes place in São Paulo, Brazil.

• 1932 Oliveira Salazar comes to power in Portugal.

• 1947 The Indian Independence Bill is approved in the British Parliament.

• 1948 - National Health Service (NHS) is established in Britain.

• 1954 - BBC broadcasts its first television news bulletin. The first newsreader was Richard Baker.

• 1962 - Algeria gains independence from France.

⚫ 1975 - Cape Verde gains independence.

⚫ 1977 - General Zia-ul-Haq overthrows Zulfikar Ali Bhutto in a military coup in Pakistan.

• 1994 - Beginning of Palestinian self-governance.

• 1996 "Dolly" the sheep, the first successful mammal cloned using adult cells, is born by Dr. Wilmut's team in the UK.

• 2002 - Former Madagascar President Didier Ratsiraka flees the country with his wife, daughter, and top aides after 23 years of rule.


Births

⚫ 1857 - Clara Zetkin, German communist leader and women's rights activist. (d. 1933)

• 1886 - Jagadish Chandra Gupta, Bengali short story writer and novelist. (d. 1957)

• 1889 - Jean Cocteau, French novelist, playwright, artist, and filmmaker. (d. 1963)

• 1891 - John Howard Northrop, American chemist, Nobel Prize winner. (d. 1987 )

• 1901 - Birendranath Sircar Indian film producer and founder of New Theatres in Kolkata. (d. 1980)

• 1926 - Gyanesh Mukhopadhyay, Indian Bengali actor and dramatist. (d. 2008)

• 1929 - Katherine Helmond, American actress and director. (d. 2019)

• 1936-

-Shirley Knight, American actress. (d. 2020 )

-James Mirrlees, Scottish economist and Nobel laureate. (d. 2018)

• 1938 - Mohammad Farhad, Bangladeshi politician. (d. 1987)

• 1941 Martyred journalist Syed Nazmul Haque.

• 1944 Dipankar Dey, Indian Bengali film and TV actor.

• 1950 - Mahmudul Hasan, spiritual leader.

• 1962 - Zubair Ahmad Ansari, Islamic scholar and politician.

• 1982 - Alberto Gilardino Italian footballer.

• 1995-P. V. Sindhu, Indian badminton player.


Deaths

• 1826-

-Joseph Louis Proust, French chemist.

-Sir Thomas Stamford Raffles, founder of Singapore. (b. 1781)

• 1957 - Pratul Chandra Ganguli, Indian revolutionary in the anti-British movement. (b. 1894)

• 1965 - Banbihari Mukhopadhyay, physician and satirical writer. (b. 1885)

• 1966- Georg von Hevesy, Hungarian Nobel-winning chemist.

• 1969-

-Leo McCarey, American film director.

-Walter Gropius, German architect.

• 1979 Elizabeth Ryan, tennis star.

1980- Bimalkanta Raychowdhury, sitarist and musician. (b. 1909)

• 1993 Kali Banerjee, renowned Bengali film and theater actor. ( b. 1920 )

⚫ 2007 - Shuvendu Chattopadhyay, Bengali film and television actor. (b. 1936)


Post a Comment

0 Comments