Recents in Beach

প্রাইমারি নিয়োগ

প্রাইমারি নিয়োগ:
-
◉বিশ্বের কোন মহাদেশে শিশু মৃত্যুহার
বেশি.?
-আফ্রিকা।
◉বাংলাদেশের জাতীয় জনসংখ্যা
কাউন্সিলের প্রধান.?
-প্রধানমন্ত্রী।
◉মুসলিম দেশ গুলোতে জন্মনিয়ন্ত্রণ
পদ্ধতি গ্রহণকারী প্রথম দেশ.?
-বাংলাদেশ।
◉জাতীয় শুশুনীতি গৃহীত হয়.?
-১৯৯৪ সালে।
◉শিশুদের ৯ মাস পূর্ণ হওয়ার পর কোন
টিকা দিতে হয়.?
-হাম।
◉বাংলাদেশে প্রথম টিকাদান
কর্মসূচী চালু হয়.?
-১৯৭৯ সালে।
◉কয় ডোজে টিটি টিকা দিতে হয়.?
-৫ ডোজে।
◉হাম এর টিকা হচ্ছে.?
-এমএম'আর ভ্যাকসিন।
◉মুক্তা কোন পর্বভুক্ত প্রাণী.?
-Mollusca
◉'আমা' শব্দের অর্থ কি.?
-সাগরকন্যা।
◉মুক্তা শিল্পের স্থপতি বলা হয়.?
-ককিচি মিকিমটো।
◉Prawn Culture -বলা হয়.?
-চিংড়ি চাষকে।
◉নীল তিমি কোন পর্বের প্রাণী.?
-Chordata
◉ঝিনুক সংগ্রহের আদর্শ সময় হচ্ছে.?
-গ্রীষ্মকাল।
◉চিংড়ি চাষের জন্য প্রয়োজন.?
-উষ্ণ আবহাওয়া।
◉চিংড়ির মোট উপাঙ্গের সংখ্যা
কত.?
-ঊনিশ জোড়া।
◉উদ্ভিদের পরাগমন ঘটাতে সাহায্য
করে.?
-কর্মী মৌমাছি।
◉কোনটি মাছ নয়.?
-চিংড়ি।

Post a Comment

0 Comments