Recents in Beach

Motivation




ক্লাস এইটে ম্যাথে ফেল করা ছেলেটিকে
তার স্যার বলেছিলো আর যাই হোক তোমার
মাথায়
ম্যাথ ডুকানো সম্ভব না!!
-সেই ছেলেটি এখন বুয়েট এ পড়ছে!!
কোচিং গুলা তাকে দিয়ে ম্যাথ পড়ানোর
জন্য রীতিমত লাইন দিয়ে রাখে!!
.
বায়োলজি ভালো পারতনা বলে যে
মেয়েটিকে টিচারা সাইন্স নিয়ে পড়তেই
মানা করেছিলো,
সেই মেয়েটি আজ ঢাকা মেডিকেল এ পড়ছে!!
.
ভাল খেলতে পারেন না বলে তাঁর হাই-
স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দেয়া
হয়েছিলো,
নিজের রুমের দরজা লাগিয়ে
কেঁদেছিলেন তিনি।
আর আজ আমরা বাস্কেটবল বলতে
তাকে চিনি,
তার নাম--মাইকেল জর্ডান..!
.
টিচার বলেছিলেন তিনি ক্লাসের
সবচেয়ে খারাপ ছাত্র,
তাঁর পক্ষে কিছু বোঝা সম্ভব না অথচ আজ
আমরা আলোর মুখ দেখেছি তাঁর জন্যেই,তিনি
হলেন বৈদ্যুতিক বাতির আবিষ্কারক--টমাস
আলভা এডিসন..!
.
নিউজ পেপারের চাকরি থেকে তাকে বাদ
দেয়া হয়েছিলো,
কারন তাঁর মাথায় নতুন কিছুর প্ল্যান
আসতো না,তাঁর চিন্তাশক্তি তাঁর পোষ্টের
জন্য উপযুক্ত ছিল না...
তিনি হলেন ডিজনি ল্যান্ড ও
হলিউডের সব ডিজনি
চরিত্রের উদ্ভাবক--- ওয়াল্ট ডিজনি..!
.
তাঁর বাগদত্তা মারা গিয়েছিলো,তাঁর
ব্যবসা দুইবার ডুবেছিলো, একবার হার্ট
এ্যাটাক হয়েছিলো এবং সে আট বার
নির্বাচনে হেরেছিলো---আব্রাহাম
লিঙ্কন...!
.
ডেকো মিউজিক কোম্পানী তাদের
এলবাম বের করতে মানা করে
দিয়েছিলো,বলেছিলো তাদের গান সময়ের
সাথে যায় না,
তাদের মিউজিক কোয়ালিটি ভাল
না----
তারা হলেন বিখ্যাত মিউজিক ব্যান্ড
বিটলস...!
.
মনে রেখ তুমি এমন একটা প্রজাতি যে ইচ্ছা
করলে
যে কোন কিছু করে দেখাতে পারো!!
তোমার কাছে
অসম্ভব বলে আসলে কিছু নেই!!তোমার আছে
প্রায়
তিন পাউন্ড ওজনের প্রায় ৫০০ থেকে ১,০০০
টেরাবাইট
তথ্য ধারন ক্ষমতার একটি মগজ!!যার
সেকেন্ডে ১০১৫ টি
হিসাব করার ক্ষমতা আছে। যা
পৃথিবীর সবচে বড় সুপার কম্পিউটারেরও
নেই…!!!
.
তাই নিজেকে চিনো!নিজের
ক্ষমতাকে কাজে লাগাও।
............

Post a Comment

0 Comments