অন্যের মতো হবার চেষ্টা করবেন না।
নিজেকে নিজে প্রমান করুন,
অন্যের সুরভে সুরভিত হয়ে নিজের গন্ধকে উজাড় করার ভেতর কোনও বীরত্ব থাকতে পারে না ।আপনি নিজেই যে কিছু পারেন তা প্রমান করে দিন। হয়তো মনে হতে পারে, আপনার দ্বারা সম্ভব নয়; কিন্তু মনে রাখবেন- যারাই আজ পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আসনে বসে রয়েছে- তারা এমন কোন অমৃত সুধা পান করেনি যার ফল হিসেবে তারা হয়েছেন সফল ব্যাক্তিত্ব !
নিজেকে নিজে প্রমান করুন,
অন্যের সুরভে সুরভিত হয়ে নিজের গন্ধকে উজাড় করার ভেতর কোনও বীরত্ব থাকতে পারে না ।আপনি নিজেই যে কিছু পারেন তা প্রমান করে দিন। হয়তো মনে হতে পারে, আপনার দ্বারা সম্ভব নয়; কিন্তু মনে রাখবেন- যারাই আজ পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আসনে বসে রয়েছে- তারা এমন কোন অমৃত সুধা পান করেনি যার ফল হিসেবে তারা হয়েছেন সফল ব্যাক্তিত্ব !
"ডেল কার্নেগী"কে নিশ্চয় চিনে থাকবেন- যিনি কিনা উদ্দীপনামূলক লেখনীর জন্য চীর উজ্জ্বল চেনা পরিচিত। এই ডেল কার্নেগীর জীবনী যদি পড়ে থাকেন তাহলে দেখবেন তিনি বলে গেছেন, "আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে; এর জন্য আমি অনেক পরিস্রমও করেছি কিন্তু আমি কোনভাবেই সফল হইনি,অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম- অন্যের মতো নয়- বরং আমি হবো "ডেল কার্নেগী" "।
পরবর্তীতে তিনি যে ডেল কার্নেগীয় হতে পেরেছিলেন তার প্রমাণ আমরা এখন পাই!!!
মূকাভিনেতা চার্লি চ্যাপলিন- তিনি যখন প্রথম অভিনয় জগতে নাম লেখান তখন তাকে বলা হয়েছিল বিখ্যাত সবার অনুকরণ করে স্ক্রিপ্ট দেখে দেখে অভিনয় করতে। চার্লি চ্যাপলিন বেশ কবার অভিনয় করার চেষ্টা করলেন কিন্তু কোনভাবেই সফল হতে পারলেন না,অবশেষে তাকে যখন অভিনয় করা থেকে ইস্তফা দিতে চাওয়া হল তখন তিনি বলেছিলেন, "আমাকে শুধু একটি বার আমার মতো করে অভিনয় করার সুযোগ দিন"। কর্মকর্তারা তার এই অনুরোধটুকু রক্ষা করলেন এবং চার্লি চ্যাপলিনের নিজের মতো করে করা অভিনয় থেকেই সারাবিশ্ব চিনে নিল- "চার্লি চ্যাপলিন আসলে কে"।
পরবর্তীতে তিনি যে ডেল কার্নেগীয় হতে পেরেছিলেন তার প্রমাণ আমরা এখন পাই!!!
মূকাভিনেতা চার্লি চ্যাপলিন- তিনি যখন প্রথম অভিনয় জগতে নাম লেখান তখন তাকে বলা হয়েছিল বিখ্যাত সবার অনুকরণ করে স্ক্রিপ্ট দেখে দেখে অভিনয় করতে। চার্লি চ্যাপলিন বেশ কবার অভিনয় করার চেষ্টা করলেন কিন্তু কোনভাবেই সফল হতে পারলেন না,অবশেষে তাকে যখন অভিনয় করা থেকে ইস্তফা দিতে চাওয়া হল তখন তিনি বলেছিলেন, "আমাকে শুধু একটি বার আমার মতো করে অভিনয় করার সুযোগ দিন"। কর্মকর্তারা তার এই অনুরোধটুকু রক্ষা করলেন এবং চার্লি চ্যাপলিনের নিজের মতো করে করা অভিনয় থেকেই সারাবিশ্ব চিনে নিল- "চার্লি চ্যাপলিন আসলে কে"।
এটাই বাস্তবতা। আপনি অনুকরণ করতে যাবেন কেন? বরং আপনি হবেন অনুকরণীয় যেন আপনাকে দেখে আরও দশ জনে বলতে পারে -"আমি অমুকের মতো হতে চাই"।
নিজেকে চিনুন- দেখুন-ভাবুন-চিন্তা করুন- কেন পারবেন না?
নিজেকে চিনুন- দেখুন-ভাবুন-চিন্তা করুন- কেন পারবেন না?
0 Comments