Recents in Beach

Genarel Knowleged

✿ ইউরি গ্যাগরিন মহাশূন্যে যান — ১৯৬১
সালে।
✿ বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা — জি
ল্যামেটার।
✿ মহাজাগতিক রশ্মি অাবিষ্কার করে
নোবেল পুরস্কার লাভ করেন —
বিজ্ঞানী হেস।
✿ ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও
অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ
স্থলকে বলে — ছায়াবৃত্ত।
✿ বিগ ব্যাং তত্ত্বের অাধুনিক তত্ত্ব –
ব্যাখ্যা উপস্থাপন করেন — স্টিফেন
হকিং।
✿ হ্যালির ধুমকেতু দেখা যায় — ৭৬ বছর
পর পর।
✿ পৃথিবীর প্রথম বাণিজ্যিক
যোগাযোগ কৃত্রিম উপগ্রহ — অালিবার্ড
হল।
✿ সূর্যপৃষ্ঠে উত্তাপ — ৬০০০ ডিগ্রি
সেন্টিগ্রেড।
✿ ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র
করে ঘুরে অাসতে যে সময় লাগে
তাকে বলে — কসমিক ইয়ার।
✿ টলেমি ছিলেন — জ্যোতির্বিদ।
✿ সূর্য থেকে পৃথিবীতে অালো
অাসতে সময় লাগে — ৮.৩২ মিনিট।
✿ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল
ধুমকেতু — হেলবপ ধুমকেতু।
✿ গ্যালিলিও — পৃথিবী থেকে পাঠানো
বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
✿ অাকাশে উজ্জলতম নক্ষত্র —
লুব্ধক।
✿ ধুমকেতু শুমেকার লেভী-৯ এর
প্রথম ভাঙা টুকরাটি বৃহস্পতি গ্রহে অাঘ্ত
হানে — ১৬ জুলাই ১৯৯৪।
✿ বাংলাদেশ ভূ-উপগ্রহ কেন্দ্রের
সংখ্যা — চারটি।
✿ মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান —
ভাইকিং।
✿ চাঁদে পানির সন্ধান পাওয়া ভারতীয়
মহাকাশযান — চন্দ্রযান-১।
✿ সৌরজগতের বৃহত্তম গ্রহ — বৃহস্পতি।
✿ সূর্যের নিকটতম গ্রহ — বুধ।
✿ সূর্যের নিজ অক্ষের উপর একবার
অাবর্তন করতে সময় লাগে — ২৫ দিন।
✿ প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে
— রাশিয়া।

Post a Comment

0 Comments