Recents in Beach

Success person Life

সফল ব্যক্তিদের নিজের জীবন সম্পর্কে চিন্তা করার ধরন কিছুটা আলাদা। আর দশটা মানুষ জীবনের নানা বিষয় কে যেভাবে দেখে থাকে সফল ব্যক্তিরা সেভাবে দেখেন না। জীবন সম্পর্কে তাঁরা কিছু জিনিস বিশ্বাস করেন:
১) সফল ব্যক্তিরা নিজের সুযোগ নিজেই তৈরী করে নিতে জানেন। অন্যের করে দেয়া সুযোগের অপেক্ষায় তাঁরা থাকেন না কখনই।
২) তাঁরা প্রথম হওয়ার চাইতে সেরা হওয়াটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন।
৩) সফল মানুষরা সব সময়েই নিজের চাইতে অন্যকে সাহায্য করতে বেশি ভালোবাসেন। অন্যকে সাহায্য করতে গিয়েই তাঁরা জীবনে অনেক কিছু শিখে ফেলেন যা পরবর্তিতে তাদের কাজে আসে।
৪) সফল ব্যক্তিরা পরিমানের চাইতে মান কে বেশি গুরুত্ব দিয়ে থাকে। অনেক বেশি পরিমাণে কাজ করার চাইতে অল্প পরিমাণে ভালো কাজ করায় বিশ্বাসী তাঁরা।
৫) তাঁরা নিজস্বতায় বিশ্বাসী। তাদের ধ্যান ধারণা, বুদ্ধি কখনই অন্যের দ্বারা প্রভাবিত হয় না।
৬) তাঁরা বিশ্বাস করে যে সম্মানটা অর্জন করে নিতে হয় নিজেকেই। নিজের সম্মান নিজের কাজের মাধ্যমে অর্জন করতে না পারলে কখনই সম্মানিত হওয়া যায়না।
৭) সফল ব্যক্তিরা ইতিহাসের পাতায় নিজের নাম লেখার স্বপ্ন দেখে।
৮) সফল ব্যক্তিরা কখনই হার মানেন না। একটি কাজ প্রয়োজনে হাজার বার করতে রাজি আছেন, কিন্তু পরাজিত হতে তাঁরা রাজি নন।
৯) সফল ব্যক্তিরা টাকার পেছনে ছোটেন না, তাঁরা ছোটেন সফলতার পেছনে। তাদের কাছে টাকার চাইতে সফলতার গুরুত্ব অনেক বেশি।
১০) যে সব ব্যক্তি জীবনে সফল হয়েছেন তাঁরা নিজের উপর নিজের সবচাইতে বেশি বিশ্বাস করেন। অর্থাৎ তাঁরা যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাসী।
১১) সফল ব্যক্তিরা ভয় পান না। সমাজের কে কি বললো, কে কিভাবে গ্রহণ করলো সেটা নিয়ে তাঁরা মাথা ঘামান না।
১২) সফল ব্যক্তিরা নিজের কাজে নেশাগ্রস্ত। নিজের কাজে কখনই তাঁরা ফাকি দিতে পারেন না।

Post a Comment

0 Comments