Recents in Beach

ভুজিসিক নিক



ভুজিসিক নিকের জীবনী পড়লাম।

ভাইজানের সবই আছে, খালি তিনটি হাত আর দুইটি পা দুইটা নাই। তৃতীয় হাত বুঝেছেন তো? সবচেয়ে বড় হাত, অজুহাত।

উনি শামুকের মত শরীর বাকিয়ে চলাফেরা করেন। আই মিন, মাথা প্রথমে ফ্লোরে ঠেকান। তারপর শরীরকে ভাজ করে সামনে এগোন।

পা না থাকলেও আল্লাহ পাক তার শরীরের এক চিপা দিয়ে দুইটি আঙ্গুল বের করে দিয়েছেন। উনি দুই আঙ্গুল দিয়ে মিনিটে ৪৭টি ওয়ার্ড টাইপ করতে পারেন।

উনি এই দুই আঙ্গুল নিয়ে দুইবার গ্রাজুয়েশান করেছেন। ফাইনান্সিয়াল প্লানিং ও অ্যাকাউন্টিং। আমরা অনেকে অবশ্য দুইবার জন্ম নিয়েও দুইবার গ্রাজুয়েশানের কথা ভাবতেই পারি না।

উনি একজন মটিভেশনাল স্পিকার। ৫৩ বার রিজেক্ট হওয়ার পর উনি প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ পান। বক্তৃতার মঞ্চে নুলা লোককে উঠতে দেখে ১০০০ জন শ্রোতার মধ্য থেকে ৯৯০ জন উঠে চলে যান।

ঐদিন কেবল মাত্র ১০ জন শ্রোতা অবশিষ্ট ছিলেন। কিন্তু উনি টিল নাউ, মাত্র ৩০ লক্ষ লোককে অনুপ্রাণিত করেছেন।

উনি লাভ ম্যারেজ করেছেন। উনার স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিলো, "আপনার ছেলে পেলে হলে তাদেরও যদি হাত পা না থাকে, তাহলে কি হবে।" উনি উত্তরে বলেছিলেন, "আমি তাকে আরেকটি ভুজিসিক নিক বানাবো।"

উনার নাম গ্রিনিচ বুক অফ ওয়ার্ডে উঠেছে কারন উনি এক ঘন্টার ১৮০০ লোককে বুকে জড়িয়েছেন এই জন্যে।

আমরা কত অসহায়। ভয়, আলসেমি, অজুহাতই আমাদের শেষ করে দিলো। জন্ম একবার হয়েছে, ইন্তেকালও একবার করুন। দুর্বলদের মত বার বার ইন্তেকাল করার মধ্যে বাড়তি নেকির ব্যবস্থা নাই।

Post a Comment

0 Comments