ওয়ারেন বাফেট।
একজন মার্কিন ব্যবসায়ী, ইনভেস্টর এবং জনহিতৈষী ব্যক্তি। তাকে বিংশ শতকের সবচেয়ে সফল ইনভেস্টর হিসেবে বিবেচনা করা হয়। বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানির প্রধান নির্বাহী। বর্তমানে ওয়ার্ল্ডের ৪র্থ তম ধনী ব্যক্তি তিনি। তার বর্তমান সম্পদের পরিমান ৭৩ বিলিয়ন ডলারের উপর। ২০১২ সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ঘোষণা করে। বিপুল ধনসম্পদের মালিক হওয়া সত্ত্বেও ওয়ারেন বাফেট অত্যন্ত মিতব্যয়ী। বাফেট একজন প্রখ্যাত জনহিতৈষী ব্যক্তি। তিনি তার সম্পদের ৯৯ ভাগ জনকল্যাণমূলক কাজের জন্য দান করবেন বলে অঙ্গীকার করেছেন।
জীবনে সফলতা পেতে মেনে চলতে পারেন ওয়ারেন বাফেট এর অসাধারন কিছু পরামর্শঃ
- সততা খুবই দামী একটি উপহার। তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না!
- কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না।
- আপনার পা পানিতে ডুবিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না।
-আপনার যা প্রয়োজন নেই তা যদি ক্রয় করেন তাহলে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে।
- কখনোই আয়ের একমাত্র উৎসের উপর নির্ভর করবেন না। বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরী করুন।"
- খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন"
0 Comments