আন্তর্জাতিক বিষয়াবলি :
-------------------------------------
১. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম কোন দেশ সফর করেন ?
- সৌদিআরব ।
২. SAARC এর বর্তমান মহাসচিব কে ?
- আমজাদ হোসেন সিয়াল । ১৩ তম মহাসচিব ।
৩. বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে কোন ব্যাংক গঠিত হয়েছে ?
- Asian Infrastructure Investment
Bank ( AIIB ) ।
৪. বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে কোন বৈশ্বিক অর্থনৈতিক সংস্হা ?
- OPEC । OPEC ভুক্ত দেশ - ১৪ টি ।
৫. জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্হা ( UNEP ) ও জলবায়ু বিষয়ক সংস্হা ( WMO ) এর মিলিত উদ্যোগে কোন সংস্হা প্রতিষ্ঠা
লাভ করে ?
- IPCC ।
০৬. গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তথ্য মতে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি ?
- কাতার । গরীব দেশ --- মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র । বিশ্বের ১৮৯ টি ধনী দেশের মধ্যে বাংলাদেশের অবস্হান ১৪৩ তম ।
০৭. বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট " ব্র্যাক অন্বেষা " উৎক্ষেপণ করা হয় কয় তারিখে ?
- ০৪ জুন ২০১৭ সালে । ভোর রাতে । যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় ।
০৮. কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নকারী দেশ কয়টি ?
- ০৭ টি । দেশসমূহ হল -- সৌদি আরব ,
বাহরাইন , মিসর , সংযুক্ত আরব আমিরাত ,
ইয়েমেন , লিবিয়া ও মালদ্বীপ ।
০৯. সম্প্রতি কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি ২০১৫ থেকে সরে দাঁড়ায় ?
- যুক্তরাষ্ট্র । ০১ জুন , ২০১৭ সালে ।
১০. সম্প্রতি যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কয়জন ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন ?
- ০৩ জন নারী । টিউলিপ রেজওয়ানা সিদ্দিক , রুশনারা আলী ও রূপা হক । ০৩ জনই লেবার পার্টির সদস্য ।
১১. ভারতের দীর্ঘতম সেতুর নাম কী ? - ঢোলা - সাদিয়া সেতু / ভূপেন হাজারিকা সেতু । সেতুটি ব্রহ্মপুত্র নদের শাখা নদী লোহিত নদীর উপর প্রবাহমান ।
এটি আসাম এবং অরুণাচল প্রদেশকে যুক্ত
করেছে ।
১২. ২৮ তম NATO শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ?
- ব্রাসেলস , বেলজিয়াম । NATO 'র ২৯ তম
সদস্য বলকান রাষ্ট্র মন্টেনিগ্রো ।
১৩.- Ransomware কী ?
- Ransomware হচ্ছে একটি বিশেষ ম্যালওয়ার বা ক্ষতিকর সফটওয়ার , যা ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহারকারীর নিকট নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করে ।
১৪. সম্প্রতি ইতালির তাওরমিনাতে জি - ৭ এর কত তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ?
- ৪৩ তম । ২৬ - ২৭ মে ২০১৭ সালে দু'দিন
ব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।
১৫. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রথম যে নির্বাহী আদেশে
স্বাক্ষর করেন তার নাম কি ?
- ওবামা কেয়ার বাতিল ।
১৬. বর্তমানে ICC এর পূর্ণাঙ্গ সদস্য কয়টি ?
- ১২ টি । সর্বশেষ সদস্য - আফগানিস্তান ও
আয়ারল্যান্ড ।
১৭. সম্প্রতি ICC চ্যাম্পিয়নস ট্রফি - ২০১৭ এ ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে কে ?
- হাসান আলী ( পাকিস্তান ) । চ্যাম্পিয়ন - পাকিস্তান ।
১৮. বিখ্যাত আল হাদবার মিনার ও আল নূরি মসজিদ কোথায় অবস্হিত ?
- মসুল , ইরাক ।
১৯. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট কে ?
- ইমানুয়েল ম্যাক্রোঁ । ২৫ তম প্রেসিডেন্ট ।
প্রধানমন্ত্রী - এডওয়ার্ড ফিলিপ ।
২০. বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি ?
- ঢাকা , বাংলাদেশ
- Home
- BANGLA
- _বাংলাসাহিত্য
- _বাংলা ব্যাকরণের
- MATH
- BCS
- GENERAL KNOWLEDGE
- _General knowledge
- _বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের
- _সাধারণ বিজ্ঞান
- English All
- _Vocabulary
- _IDIOMS AND PHRASES
- _EDITOR DS
- _PROTHOM ALO
- _Translation
- _Short Word
- __Part 1
- __Part 2
- __Part 3
- বিলিভ ইট অর নট
- Year Question
- _Bangladesh Bank
- _মন্ত্রণালয়
- __ডাক অধিদপ্তর
- __স্বাস্থ্য সেবা বিভাগের (hsd) ২০২৪
- __মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC প্রশ্নব্যাংক PDF
- __যুব উন্নয়ন অধিদপ্তর (DYD )
- _প্রাথমিক সহকারী শিক্ষক
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২২
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৪
- _BPSC NON Cadre
- _মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
- _১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA)
- Global Photo
0 Comments