Recents in Beach

Motivation

“আমি চাইলেও তো এইটা করতে পারতাম! এইটাতো কোন বেপারই ছিল না।” যখন কেউ কোন একটা কাজে সফল হয় তখন আমরা সবাই এই বাণীটা দিয়ে থাকি।
.
“পারতাম” শব্দটার বাস্তবে কোন মুল্যই নেই। পারতাম শব্দটার মানে আমি পারি নি। যদি পারতাম তাহলে তো করেই দেখাতাম।
“পারতাম” কথাটি বলার কারন গুলো হলঃ
আমি ভেবেছি শুরু করব, কিন্তু বাস্তবে তা হয়নি !
আমি বলেছি- "আজ থেকে", কিন্তু বাস্তবে অনেক দিন পেরিয়েছে ।
আমি মনে করেছি-"দেখিয়ে দেব", কিন্তু তা মিথ্যা।
আমার মন বলছে- "আমি পারবো", কিন্তু আমার শরীর বলছে- "আরাম করো"।
আমি কিছুটা এগিয়েছি, তবে এখন মন বলছে- "এটা সম্ভব নয়"।
আমি ভেবেছি "এখনও সময় আছে", তবে এভাবেই কিন্তু একটি দুটি করে বছর পেরিয়েছে।
কল্পনা করেছি- "আমার স্বপ্ন সব সত্য হয়েছে", তবে বাস্তবতা শুধু আমি নিজেই ভালো জানি!
হয়তো এই কথা গুলো অনেকের সাথেই মিলে যাবে।বাস্তবতা হল নিজের রাস্তা নিজেকেই সবসময় বানিয়ে নিতে হয়। আলাদিনের দৈত্য এসে আমাকে বা আপনাকে রাস্তা বানিয়ে দিবে না।
.
ইন্টারনেটের এই যুগে আমরা চাইলেই তো অনেক কিছুই করতে পারি। আমাদের সমস্যা হল আমরা কি করব তা নিজেই জানি না।
.
সাফল্য মামার বাড়িরে পিঠা না, যে মামী পাঠালো আর আমি খেয়ে ফেললাম। এইটার জন্য পরিশ্রম করতে হয়, স্বপ্নটাকে নিজের মাঝে লালন করতে হয়। ঘুমের মাঝেও যদি আমি আমার স্বপ্নটাকে না দেখতে পাই তাহলে আমার স্বপ্নটা নিয়ে আগ্রহের ঘাটতি রয়েছে।
যাষ্ট এই কথা গুলো সব সময় মনে রাখবেনঃ হবে না, যদি না করেন। পাবেন না, যদি না ধরেন।
চলে যাবে, যদি ছেড়ে দেন। ভেঙে যাবে, যদি ফেলে দেন। ছুটে যাবে, যদি বল না থাকে। হেরে যাবেন, যদি থেমে যেয়ে থাকেন।
করছি- করবো না, হবে- হবে না, পারছি- পারব না, ভাবার সময় নেই মোটেও!
বরং শুরু করুন আজ, এখন, এই মুহূর্ত থেকে ! আপনি পারবেন।
“পারতাম” শব্দটাকে কেটে দিয়ে যদি বলেন “আমি পারবো” হয়তো তাহলেই আপনি একদিন সফল হবেন।

Post a Comment

0 Comments