Recents in Beach

Motivations

▬ এক অত্যাচারী রাজার গল্প:

এক রাজার ১০টি বন্য কুকুর ছিল। রাজার যেসব ভৃত্য, কাজের ভুল করত তাদের কে শাস্তি দিতে তিনি কুকুর গুলো ব্যবহার করতেন। এমনকি কোন কোন ভৃত্যকে কুকুরগুলো খেয়েও ফেলতো। এমনই এক ভৃত্যএকটি ভুল কথা বলায় রাজা তাকে ক্ষুধার্ত কুকুর গুলোর কাছে ছুড়ে দেওয়ার আদেশ দিলেন। ভৃত্যটি বলল, “আমি দশ বছর আপনার সেবা করেছি, আর আপনি আমার সাথে এরূপ ব্যবহার করলেন!? ঐ কুকুর গুলোর কাছে ছেড়ে দেয়ার আগে দয়া করে আমাকে দশদিন সময় দিন।” রাজা সম্মত হলেন। ভৃত্যটি কুকুরের তত্ত্বাবধায়ক প্রহরীদের কাছে গেল এবং দশদিন কুকুরগুলোর সেবা যত্ন করার ইচ্ছা প্রকাশ করল। প্রহরীরা অবাক হলো,তবে তাকে সুযোগ দিতে রাজী হলো। সে কয়দিন, ভৃত্যটি কুকুর গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, গোসল করিয়ে দিত, খাইয়ে দিত এবং তাদের সব ধরনের আরামের ব্যবস্থা করত। দশদিন শেষ হয়ে গেলে রাজা আবার আদেশ দিলেন শাস্তি কার্যকর করতে। যখন ভৃত্যটিকে কুকুরের খাচায় ঠেলে দেওয়া হলো, সবাই বিস্ময়ের সাথে দেখল, কুকুরগুলো ভৃত্যটির পা চাটতে শুরু করেছে। স্তম্ভিত রাজা চিৎকার দিয়ে উঠলেন, “আমার কুকুর গুলোর আজকে হলো কী?” ভৃত্যটি উত্তর দিল, “আমি মাত্র দশদিন কুকুরগুলো সেবা যত্ন করেছি, তাই তারা আমার উপকার ভুলতে পারেনি। আর আমি পুরো ১০ বছর আপনার সেবা করেছি, অথচ আমার একটি মাত্র ভুলের কারনে সব ভুলে গেলেন!” রাজা তার ভুল বুঝতে পারলেন এবং ভৃত্যটিকে মুক্তির আদেশ দিলেন। এই লেখাটি হলো সেসব লোকের জন্য যারা কোন ব্যক্তির উপকার গুলো ভুলে যায় তার কোন একটি ভুল পেলেই। নিজের কাছে কোন বিষয় অপছন্দনীয় হলে কল্যানমূলক কাজের ইতিহাস ভুলে যাওয়া উচিত নয়। আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি। কাহিনীটি আমাদের চিন্তার খোরাকও বটে !

Post a Comment

0 Comments