Recents in Beach

Motivations

এক লোকের দুই বউ ছিলো। দুই বউয়েরই একটি করে ছেলে ছিলো। ছেলে দুইটি পিঠাপিঠি। হঠাৎ বড় বউ অসুস্থ, ছোট বউয়ের উপর দায়িত্ব পড়লো দুই বাচ্চার দেখাশুনা করার। ছোট বউ ছিলো খুব হিংসুটে। সে নিজের বাচ্চাটি কোলে নিতো না।

কিন্তু বড় বউয়ের বাচ্চাটি কোলে নিয়ে ঘুরে বেড়াতো। লোকে ভাবলো, ছোট বউ বুঝি ভালো হয়ে গিয়েছে। সকলে ছোট বউকে জিজ্ঞেস করলেন, “তুমি নিজের বাচ্চা কোলে না নিয়ে সতীনের ছেলে কোলে নিয়ে ঘুরছো কেন?” ছোট বউ উত্তরে জানালেন, “যাতে করে আমার ছেলে আগে হাটা শিখে ও বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর বড় বউয়ের বাচ্চাকে কোলে রাখছি, যাতে সে দুর্বল থাকে ও দেরিতে হাটা শিখে।"

শিক্ষাঃ শয়তান খুব দূরে নেই, আস পাশেই আছে। অন্যের অনেক আদর যত্নে ভাববেন না যে সে আপনাকে খুব ভালো জানে। আদরের উদ্দেশ্য বুঝুন। অন্যের কোলে চড়ার চেয়ে নিজের পায়ে চলতে শিখাই শ্রেয়। তাতেই প্রকৃত স্বাধীনতা।

Post a Comment

0 Comments