আকিজ গ্রুপ অফ ইন্ডাজট্রির মালিক বাবার মৃত্যুর পর মাত্র ষোল টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন।আজ এই আকিজ কোম্পানির আর্থিক মূল্য ষোল হাজার কোটি টাকার ও বেশি।
পিইএচপি গ্রুপ অফ ইন্ডাজট্রি,যে কোম্পানি এখন স্বপ্ন দেখে কোম্পানিতে কর্মরত উচু থেকে নিচু সকল স্তরের সকল স্টাফের বাড়ি ও গাড়ি থাকবে এবং সেই লক্ষ্যে তারা কাজ ও শুরু করে দিয়েছে,
সেই কোম্পানির মালিক মাত্র একশ টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন ।আজ উনি বিলিয়ন ডলারের মালিক।
প্রান ও আর এফ এল কোম্পানির মালিক আমজাদ আলী চৌধুরি চাকরি শেষে নিজের পেনশন এবং বউয়ের গহনা বিক্রির টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন।এই কোম্পানির বার্ষিক প্রোফিট এখন বারশত কোটি টাকা।
আপনার এখন নিশ্চয় মনে হচ্ছে উপরের সফল ব্যক্তিগন ব্যবসা শুরু করেছে,আর হুঠ হাঠ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে?
যদি তাই ভেবে থাকেন তাহলে আপনার ধারনা ভুল।জনাব আকিজ সাহেব কে দিয়েই উদাহরন দেয়।
1)প্রথম ষোল টাকা দিয়ে কমলা লেবুর ব্যবসা শুরু করেছিলেন।পুজি যা হয়েছিল তা একদিন চুরি হয়ে গেল।
2) এরপর দিনুমজুরি খেটে এবং কিছু টাকা ধার করে একটা দোকান দিয়েছিলেন।সেইটা ও আগুনে পুড়ে গেল।
কিন্তু হতাশ হননি ,লেগেছিলেন।
উপরের ব্যক্তিগন সবাই ছিল ফিনিক্স পাখি,যারা কিনা ছায়ভষ্ম থেকে আবার উড়তে জানে। এবং আকাশটা ও নিজেদের করে নিয়েছে।
আর প্রাচ্যের অক্সফোর্ড থেকে অনার্স এবং মাষ্টার্স শেষে চাকরি না পেয়ে আপনারা খুব সহজে দড়ি দিয়ে ফ্যানের গোড়ায় ঝুলে পড়েন। যুদ্ধ করার চেয়ে মনে হয় ঝুলে পড়াটা আসলেই সহজ।
- Home
- BANGLA
- _বাংলাসাহিত্য
- _বাংলা ব্যাকরণের
- MATH
- BCS
- GENERAL KNOWLEDGE
- _General knowledge
- _বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের
- _সাধারণ বিজ্ঞান
- English All
- _Vocabulary
- _IDIOMS AND PHRASES
- _EDITOR DS
- _PROTHOM ALO
- _Translation
- _Short Word
- __Part 1
- __Part 2
- __Part 3
- বিলিভ ইট অর নট
- Year Question
- _Bangladesh Bank
- _মন্ত্রণালয়
- __ডাক অধিদপ্তর
- __স্বাস্থ্য সেবা বিভাগের (hsd) ২০২৪
- __মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC প্রশ্নব্যাংক PDF
- __যুব উন্নয়ন অধিদপ্তর (DYD )
- _প্রাথমিক সহকারী শিক্ষক
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২২
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৪
- _BPSC NON Cadre
- _মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
- _১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA)
- Global Photo
0 Comments