Recents in Beach

Successful Person Story

আকিজ গ্রুপ অফ ইন্ডাজট্রির মালিক বাবার মৃত্যুর পর মাত্র ষোল টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন।আজ এই আকিজ কোম্পানির আর্থিক মূল্য ষোল হাজার কোটি টাকার ও বেশি।
পিইএচপি গ্রুপ অফ ইন্ডাজট্রি,যে কোম্পানি এখন স্বপ্ন দেখে কোম্পানিতে কর্মরত উচু থেকে নিচু সকল স্তরের সকল স্টাফের বাড়ি ও গাড়ি থাকবে এবং সেই লক্ষ্যে তারা কাজ ও শুরু করে দিয়েছে,
সেই কোম্পানির মালিক মাত্র একশ টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন ।আজ উনি বিলিয়ন ডলারের মালিক।
প্রান ও আর এফ এল কোম্পানির মালিক আমজাদ আলী চৌধুরি চাকরি শেষে নিজের পেনশন এবং বউয়ের গহনা বিক্রির টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন।এই কোম্পানির বার্ষিক প্রোফিট এখন বারশত কোটি টাকা।
আপনার এখন নিশ্চয় মনে হচ্ছে উপরের সফল ব্যক্তিগন ব্যবসা শুরু করেছে,আর হুঠ হাঠ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে?
যদি তাই ভেবে থাকেন তাহলে আপনার ধারনা ভুল।জনাব আকিজ সাহেব কে দিয়েই উদাহরন দেয়।
1)প্রথম ষোল টাকা দিয়ে কমলা লেবুর ব্যবসা শুরু করেছিলেন।পুজি যা হয়েছিল তা একদিন চুরি হয়ে গেল।
2) এরপর দিনুমজুরি খেটে এবং কিছু টাকা ধার করে একটা দোকান দিয়েছিলেন।সেইটা ও আগুনে পুড়ে গেল।
কিন্তু হতাশ হননি ,লেগেছিলেন।
উপরের ব্যক্তিগন সবাই ছিল ফিনিক্স পাখি,যারা কিনা ছায়ভষ্ম থেকে আবার উড়তে জানে। এবং আকাশটা ও নিজেদের করে নিয়েছে।
আর প্রাচ্যের অক্সফোর্ড থেকে অনার্স এবং মাষ্টার্স শেষে চাকরি না পেয়ে আপনারা খুব সহজে দড়ি দিয়ে ফ্যানের গোড়ায় ঝুলে পড়েন। যুদ্ধ করার চেয়ে মনে হয় ঝুলে পড়াটা আসলেই সহজ।

Post a Comment

0 Comments