Recents in Beach

বিসিএস মডেল টেস্ট

বিসিএস মডেল টেস্ট:
১। নিচের কোন তথ্য ভুল ?
ক) নেপাল সচেতনতা সৃষ্টির জন্য হিমালয়ের পর্বতমালাতে মিটিং করেন ।
খ) গ্রিন পিস ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
গ) এসিড বৃষ্টির জন্য কার্বন ডাই অক্সাইড দায়ী √
ঘ) IUCN এর সদর দপ্তর গ্লান্ড সুইজারল্যান্ডে অবস্থিত
২। বাংলাদেশ কোন ক্যাটাগরিতে সব থেকে বেশি ঝুঁকিতে আছে ?
ক) মরুকরণ
খ) ঝড়
গ) বন্যা √
ঘ) কৃষিতে অনিশ্চয়তা
৩। সমুদ্র পৃষ্টের উচ্চতা ১ মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের কত % মানুষ অভিবাসিত হবে ?
ক) ১৭.৫%
খ) ৩০%
গ) ৩৫%
ঘ)১১% √
৪। নিচের কোন তথ্য সঠিক বলে ধরে নেওয়া যাবে না ?
ক) উষ্ণতম স্থান নাটরের লালপুরে এবং শীতলতম স্থান শ্রীমঙ্গল
খ) বার্ষিক গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার
গ) ৫ ভাগের ৪ ভাগ বৃষ্টিপাত বর্ষাকালে হয় ।
ঘ) সর্বোচ্চ বৃষ্টিপাত লালপুরে এবং সর্বনিম্ন বৃষ্টিপাত লালখালে √
৫। বাংলাদেশের মোট ভূমিরূপের কত পারসেন্ট উচ্চঝুঁকি , মধ্যম, নিম্ন ঝুঁকিতে আছে ?
ক) ৪৩% , ৪১% , ১৬%√
খ) ৪০% , ৪৫% , ১৫%
গ) ৭৪% , ২০% , ৬%
ঘ) কোনটিই নয়
৬। এজেন্ডা ২১ কবে গৃহীত হয় ?
ক) ১৯৯২√
খ) ১৯৯৩
গ) ২০০১
ঘ) ২০১৫
৭। গ্রিন ক্লাইমেন্ট ফান্ড গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় কোন সম্মেলনে ?
ক) বালি সম্মেলনে
খ) কানকুন সম্মীলনে √
গ) কোপেনহেগেন সম্মেলনে
ঘ) ডারবান সম্মেলনে
৮। ক্যান্সার গ্রাম কোন দেশে আছে ?
ক) অস্ট্রেলিয়া
খ) চীনে √
গ) ভারতে
ঘ) বাংলাদেশে
৯। প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
ক) জাপানের নাগাসাকিতে
খ) অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
গ) রাশিয়াতে √
ঘ) কানাডার ভেংকুভারে
১০। বাংলাদেশে পলিথিন ব্যাগ কবে নিষিদ্ধ করা হয় ?
ক) ১ আগস্ট , ২০০২
খ) ১ সেপ্টম্বর ,২০০২ .
গ) ১ জানুয়ারি , ২০০২ √
ঘ) ১ জানুয়ারি ,২০০২
১১। MIGA কখন গঠিত হয়?
A. 1980
B. 1982
C. 1986
D. 1988√
১২। IDB এর সদর দপ্তর?
A. জেদ্দা √
B. রিয়াদ
C. কায়রো
D. তেহরান
১৩। IMF কার্যক্রম শুরু করে কোন সাল হতে ?
A. 1944
B. 1945
C. 1946
D. 1947√
১৪। যে দেশটি G-8 এর সদস্য নয়?
A. Japan
B. England
C. USA
D. Sweden√
১৫। ADB লেনদেন শুরু করে কোন সাল হতে ?
A. 1965
B. 1966√
C. 1975
D. 1976
১৬। ADB এর সদর দপ্তর?
A. জেদ্দা
B. সাংহাই
C. ব্যাংকক
D. ম্যানিলা√
১৭। SAPTA স্বাক্ষরিত হয়?
A. 1991
B. 1992
C. 1993√
D. 1994 সালে
১৮। IMF এর সদর দপ্তর?
A. New York
B. Washington DC√
C. Geneva
D. Brussels
১৯। WB এর সদর দপ্তর?
A. New York
B. Washington DC√
C. Geneva
D. Brussels
২০। WB এর বর্তমান প্রেসিডেন্ট?
A. কিম জং উন
B. জিম ইয়ং কিম√
C. কিং জং উন
D. জিম ইয়ং কিং
২১। BIMSTEC এর সদস্য নয়?
A. Bangladesh
B. India
C. Pakistan√
D. Sri Lanka
২২। IDB কার্যক্রম শুরু করে কোন সাল হতে ?
A. 1965
B. 1966
C. 1975√
D. 1976
২৩। OPEC ভুক্ত দেশ কয়টি?
A. 12
B. 13
C. 14√
D. 15
২৪। ASEAN এর সদর দপ্তর?
A. জাকার্তা√
B. ব্যাংকক
C. ম্যানিলা
D. নাইপিদো
২৫। BIMSTEC এর বর্তমান সদস্য?
A. 5
B. 6
C. 7√
D. 8
২৬। NDB গঠিত হয়?
A. 2013
B. 2014√
C. 2015
D. 2008 সালে
২৭। BRICS গঠিত হয়?
A. 2013
B. 2014
C. 2015
D. 2009 √
২৮। NDB এর সদর দপ্তর?
A. সাংহাই√
B. হংকং
C. বেয়জিং
D. মস্কো
E. সদর দপ্তর নেই
২৯। BRICS এর সদর দপ্তর?
A. সাংহাই
B. হংকং
C. বেয়জিং
D. মস্কো
E. সদর দপ্তর নেই√
৩০। AIIB এর সদর দপ্তর?
A. সাংহাই
B. হংকং
C. বেয়জিং√
D. মস্কো
E. সদর দপ্তর নেই
31. Bluetooth যার নামানুসারে নামকরণ করা হয়?
A. ডেনমার্কের রাজা √
B. সুইজারল্যান্ডের রাজা
C. আইসল্যান্ডের রাজা
D. রাজা ব্লু এর নামানুসারে
32. LAN এর ক্ষেত্রে Wi-Max এর বিস্তৃতি হলো -
A. 10 m
B. 20 m
C. 30 m √
D. 40 m
33. সকল নেটওয়ার্কের জননী?
A. Computer
B. Internet√
C. Optic Fibre
D. All
34. Internet এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে বলে -----
A. Insourcing
B. Outsourcing √
C. Incoming
D. Outcoming
35. বাংলাদেশের একমাত্র অপটিক্যাল ফাইবার ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোথায়?
A. Dhaka
B. Chittagong
C. Khulna√
D. Gazipur
36. E-commerce কে কয় ভাগে করা যায়?
A. 2
B. 3
C. 4√
D. 5
37. Cryosurgery পদ্ধতিতে ব্যবহৃত হয় ---
A. তরল নাইট্রোজেন
B. CO2
C. আর্গন
D. ওপরের সবগুলো√
38. বুলেটিন বোর্ড এর প্রকৃষ্ট উদাহরণ হলো ----
A. www√
B. Google
C. yahoo
D. none
39. M-Commerce কোথায় প্রথম চালু হয় ----
A. South Korea
B. China
C. Thailand
D. Finland√
40. MAN means ----
A. Metropolitan Acccess Network
B. Metropolitan Area Network@
C. Medium Area Network
D. Medium Access Network
৪১। প্রশাসন যন্ত্রের ধারেও বাহক কে ?
ক.রাজনীতিবিদ
খ. আমলা
গ. সরকার √
ঘ. জনগণ
৪২। কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকেন না ______
ক. সংসদ সদস্য
খ. আমলা √
গ.মন্ত্রী
ঘ . প্রধানমন্ত্রী
৪৩। সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে _____
ক. জাতীয় সংসদ
খ. রাজনৈতিক নেতা
গ. আমলা
ঘ. মিডিয়া √
৪৪। সুশাসনের মুল লক্ষ্য -----
ক. নৈতিকতা সৃষ্টি
খ, জবাবদিহিতা √
গ. দারিদ্র্য বিমোচন
ঘ. ক্ষমতার সম বন্টন
৪৫। জনমত গঠনে আধুনিক শক্তিশালী মাধ্যম
ক. রেডিও
খ. সামাজিক যোগাযোগ মাধ্যম
গ. মোবাইল ফোন
ঘ. ই- শাসনব্যবস্থা √
৪৬।' ভিক্ষুককে ভিক্ষা দেয়া 'কোন ধরনের আইন ?
ক. সামাজিক
খ. রাষ্ট্রীয়
গ. নৈতিক √
ঘ. ধর্মীয়
৪৭। সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে কোন দেশকে রোল মডেল হিসেবে ধরা হয় ?
ক. ভারত
খ. গ্রীস
গ. যুক্তরাষ্ট্র
ঘ. বৃটেন √
৪৮। দার্শনিক কৌটিল্য তাঁর 'অর্থশাস্ত্র' গ্রন্থে সুশাসনের কতটি উপাদানের বলেছেন ?
ক. ২
খ. ৪ √
গ. ৬
ঘ.৯
৪৯। সরকারি চাকরিতে সততার মাপকাটি কোনটি?
ক. চরম আনুগত্য
খ. তোষামোদী
গ. রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন
ঘ. নির্মোহ ও নিরপেক্ষ অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা√
৫০। বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি যে ধরণের মূল্যবোধ ?
ক. সামাজিক √
খ. রাষ্ট্রীয়
গ. নৈতিক
ঘ. ধর্মীয়
৫১। খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক কি?
ক.কিলোজুল
খ.ক্যালরি √
গ.জুল
ঘ.ক্যালরি/কি গ্রা.
৫২। কোনটি দেহে তাপ ও শক্তি উৎপাদন করে?
ক.পানি
খ.ভিটামিন
গ.স্নেহ পদার্থ √
ঘ.খনিজ লবণ
৫৩। কোনটি বিশুদ্ধ খাদ্য?
ক.গ্লুকোজ √
খ.ডিম
গ.পেয়ারা
ঘ.দুধ
৫৪। ভাতের মাড়ের সাথে আয়োডিন মেশালে নীল রং ধারণ করে। এতে কোন উপাদানের উপস্হিতি নিশ্চিত হয়?
ক.শ্বেতসার √
খ.আমিষ
গ. স্নেহ
ঘ.ক্যালসিয়াম
৫৫। খাবারে আমিষের উপস্হিতি পরীক্ষার জন্য কোনটি মেশানো হয়?
ক.KOH
খ.NaOH √
গ.Zn(OH)2
ঘ.Ca(OH)2
৫৬। আমাদের দেহের ভিতর কোন উপাদান টির কোনো পরিবর্তন ঘটে না?
ক.আমিষ
খ.রাফেজ √
গ.স্নেহ
ঘ.খনিজ লবণ
৫৭।স্নেহ জাতীয় পদার্থের দ্রবনীয় ভিটামনি কোনটি?
ক.বি
খ.সি
গ.কে √
ঘ.সবগুলো
৫৮। BMI এর অপর নাম কি?
ক.QLI √
খ.SME
গ.BAM
ঘ.BKM
৫৯। ভিটামিনের প্রকৃতি কিরূপ?
ক.জৈব প্রকৃতির মৌলিক
খ.জৈব প্রকৃতির যৌগিক √
গ.অজৈব প্রকৃতির মৌলিক
ঘ.অজৈব প্রকৃতির যৌগিক
৬০। ফ্যাটে ক্যালরির পরিমান কত কিলোক্যালরি/গ্রাম??
ক.৯.৩ √
খ.৪.১
গ.৫.৬
ঘ.৪.৯
৬১। ধানের পরাগায়ন কিভাবে হয়?
ক.বাতাসের সাহায্য √
খ.বৃষ্টির সাহায্য
গ.মৌমাছির সাহায্য
ঘ.কীটপতঙ্গের সাহায্য
৬২। উদ্ভিদ কোন মৌলিক উপাদান টি মাটি থেকে বেশি পরিমাণে গ্রহন করে?
ক.ম্যাগনেসিয়াম
খ.পটাসিয়াম
গ.ফস৬ফরাস
ঘ.নাইট্রোজেন √
৬৩। ক্লোরোফিল এর মধ্যে কোন ধাতব আয়ন আছে?
ক.পটাসিয়াম
খ.কপার
গ.ম্যাঙ্গানিজ
ঘ.ম্যাগনেসিয়াম √
৬৪।কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
ক.কলেরা √
খ.পোলিও
গ.জন্ডিস
ঘ.চোখ উঠা
৬৫। রাইজোবিয়াম কি?
ক.ব্যাক্টেরিয়া √
খ.ভাইরাস
গ.ছত্রাক
ঘ.পরগাছা
৬৬। প্রাণিদেহে জীবানুজাত বিষ নিয়ন্ত্রণকারী রাসায়নিক পদার্থ এর নাম?
ক.অ্যান্টিজেন
খ.অ্যান্টিবডি √
গ.অ্যান্টিটক্সিন
ঘ.অ্যান্টিসিড
৬৭। কোনটি সংক্রামক রোগ?
ক.এইডস
খ.কলেরা
গ.কুষ্ঠ √
ঘ.নিউমোনিয়া
৬৮। উদ্ভিদ এর মুখ্য পুষ্টি উপাদান কয়টি?
ক.৩টি
খ.১০ টি √
গ.৬টি
ঘ.১৬ টি
৬৯। সুষম খাদ্যে শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত?
ক.৬:৪:১
খ.৪:১:১ √
গ.৯:৪:১
ঘ.৩:৩:১
৭০। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সন্চিত সুগার হলো--
ক.গ্লাইকোজেন √
খ.গ্লুকোজ
গ.সেলুলোজ
ঘ.সবগুলো
৭১। দুর্নীতির ধারণা সূচক-২০১৬ অনুসারে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ?
ক) অস্ট্রেলিয়া
খ) অামেরিকা
গ) ডেনমার্ক√
ঘ) নরওয়ে
৭২। ইন্টারনেট ব্যবহার সূচকে বাংলাদেশের অবস্থান কত তম?
ক) ৪৫ তম
খ) ৪৬ তম√
গ) ৪৪ তম
ঘ) ৪৩ তম
৭৩। জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস কবে?
ক) ২২ অক্টোবর √
খ) ৪ অগাস্ট
গ) ৫ ফেব্রুআরি
ঘ) ১ লা জানুয়ারি
৭৪। ২০১৮ সাল থেকে অান্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হবে কত তারিখে?
ক) ৬ ডিসেম্বর
খ) ৭ ডিসেম্বর
গ) ৮ ডিসেম্বর
ঘ) ৯ ডিসেম্বর √
৭৫। বিশ্ব বাঘ দিবস কবে?
ক) ২৮ জুলাই
খ) ২৯ জুলাই √
গ) ৪ জানুয়ারী
ঘ) ১৬ অাগস্ট
৭৬। শিশু অধিকার সূচক-২০১৭ শীর্ষ দিবস কবে?
ক) নরওয়ে
খ) পর্তুগাল√
গ) সুইডেন
ঘ) সুইজারল্যান্ড
৭৭। প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হবে কবে?
ক) ২০১৭ সালে
খ) ২০১৮ সালে√
গ) ২০২০ সালে
ঘ) ২০২১ সালে
৭৮। চীনের দ্বৈতনীতির মেয়াদ শেষ হবে কবে?
ক) ২০২০ সালে
খ) ২০৪৭ সালে√
গ) ২০২৫ সালে
ঘ) ২০৩০ সালে
৭৯। Egmount Group এর কত তম দেশ সদস্যপদ লাভ করে বাংলাদেশ?
ক) ১২২ তম
খ) ১২৩ তম
গ) ১৩২ তম√
ঘ) ১৩৬ তম
৮০। a2i কার্যক্রমে সহায়তা করবে কোন দুটো সংস্থা?
ক) UNDP & USAID √
খ) OIC & BIMSTEC
গ) ASEAN & NAM
ঘ) ITU & UNESCO.
৮১। জাতীয় তথ্য বাতায়ন কোন প্রকল্পের সাথে যুক্ত?
ক) A2I √
খ) Right to Information
গ) 7th Five year planning
ঘ) ভিশন - 2021
৮২। ব্রেক্সিট কবে হয়?
ক) ২০ জুন, ২০১৬ সালে
খ) ২২ জুন, ২০১৬ সালে
গ) ২৩ জুন, ২০১৬ সালে√
ঘ) কোনটিই না
৮৩। সর্বশেষ প্রশাসনিক বিভাগ কোনটি?
ক) রংপুর
খ) ময়মনসিংহ √
গ) কুমিল্লা
ঘ) ফরিদপুর
৮৪। ঢাকা সিটি কর্পোরেশন বিভক্ত হয় কত সালে?
ক) ২০১১ সালে √
খ) ২০১২ সালে
গ) ২০১৩ সালে
ঘ) ২০১৪ সালে
৮৫। প্রাথমিক সমাপনী পরীক্ষা কত সালে চালু হয়?
ক) ২০১০ সালে
খ) ২০০৯ সালে√
গ) ২০১১ সালে
ঘ) ২০১৪ সালে
86. তানিয়া প্রথমে ১২ কি.মি. যায় উত্তরে। পরে ১২ কি.মি. যায় পশ্চিমে। সেখান থেকে ৬ কি.মি. যায় দক্ষিণে। যাত্রা স্থান হতে ঐ স্থানের দূরত্ব কত?
ক. ৯ কি.মি.
খ. ১৩.৪২ কি.মি.√
গ. ১১ কি.মি.
ঘ. ৬ কি.মি
87.একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্র্রাটিকে ও দু’প্রাশের দুটি মুদ্রাকে স্পর্শ করে?
ক. ৪
খ. ৬√
গ. ৮
ঘ. ১০
88. একটি চিড়িয়াখানায় মোট ৬০টি কবুতর ও হরিণ আছে। যদি কবুতর ও হরিণের পায়ের সংখ্যা মোট ১৫০ টি হয়ে থাকে তাহলে সেখানে মোট কতটি কবুতর আছে?
ক.১৫টি
খ.৪৫টি √
গ.৩৫টি
ঘ.কোনটিই নয়
89. আটটি টেলিফোন খুঁটি পরস্পর ১৫ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত ফুট?
ক. ৬০
খ. ৮৫
গ. ১০৫√
ঘ. ১২০
90. ৫ বছর পূর্বে আরুশী অর্পা অপেক্ষা ১২ বছরের ছোট ছিল। ১৪ বছর পরে তাদের বয়সের পার্থক্য কত হবে?
ক. ১৩
খ. ১৪
গ. ১২ √
ঘ. ১৫
91. I come once in a year, twice in week. First in earth but never in month- who is I?
a. a
b. e √
c. r
d. k
92. P is heavier than B. R is thinner than A. P is thinner than R. Who is the heaviest?
a. B
b. P
c. A √
d. R
93.একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী তাদের দুই পুত্র ও তাদের এবং প্রত্যেক পুত্রের ৪ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?
ক. ১০
খ. ১২
গ. ১৪ √
ঘ. ১৬
94. নিচের কোন সংখ্যাটি অন্য রকম?
ক. ৪৩
খ. ২৩
গ. ১৯
ঘ. ১৬ √
95. পরের সংখ্যাটি কত হবে? ১০, ২২, ৪৬, ৯৪, ?
ক. ১৮০
খ. ১৮৪
গ. ১৯০ √
ঘ. ২০০
96. রহিম একটি ছবি দেখে বলল, “এটি আমার কোন ভাই-বোনের ছবি নয়। এটি আমার দাদার একমাত্র নাতির ছবি।” ছবিটি কার?
ক. রহিমের বোনের
খ. রহিমের নিজের √
গ. রহিমের মার
ঘ. রহিমের বাবার
97. Man did not know to make a fire until it was---
a. Invented √
b. Discovered
c. Taught
d. Necessitated
98. ------------ ব্যতীত গণতন্ত্র অচল।
ক.অস্ত্র
খ.সহনশীলতা
গ.ভোটাধিকার √
ঘ.সংঘাত
99. Paper : File :: Hair :?
a. Comb
b. Oil
c. Dye
d. Clip √
100. মানুষের জন্মগত ইচ্ছা হলো অজানাকে ---------- করা।
ক.আবিস্কার
খ.উদঘাটন √
গ.উদ্ধার
ঘ.সমাধান

Post a Comment

0 Comments