#স্বপ্ন_সম্পর্কিত_কিছু_মজার_তথ্য!!
✿ সাইকলজিষ্টদের মতে রাতে অনিদ্রা হওয়ার
অর্থ আপনি হয়ত অন্য কারো স্বপ্নে জীবিত।
✿ আপনি কখনই একসাথে নাক ডাকতে এবং স্বপ্ন
দেখতে পারবেন না।
✿ গড়ে একজন মানুষ বছরে ১৪৬০টি স্বপ্ন দেখে।
অর্থাৎ প্রতি রাতে গড়ে প্রায় ৪ টি।
✿ আমাদের মস্তিষ্ক কোন চেহারা তৈরী করতে
পারে না। আমরা স্বপ্নে যে সব চেহারা দেখি
তার সবগুলোই আমরা আমাদের জীবনে কখনও না
কখনও দেখেছি। আমাদের জীবনে আমরা পথে
ঘাটে অসংথ্য চেহারা দেখি যা মনে রাখতে
পারি না। কিন্তু আমাদের সাবকনসাস মাইন্ড তা
ধরে রাখে এবং স্বপ্নে তা দেখায়।
✿ প্রতিটি মানুষই স্বপ্ন দেখে। যদি আপনি মনে
করেন আপনি স্বপ্ন দেখেন না তার অর্থ হয়
আপনি তা মনে রাখতে পারেন না নয়ত আপনি
জটিল কোন মানসিক রোগে ভুগছেন।
✿ মানুষ তার জীবনের প্রায় ৬ বছর স্বপ্ন দেখে
কাটায়।
✿ সাধারনত গর্ভবতী মহিলারা অন্যান্যদের
চেয়ে বেশী স্বপ্ন মনে রাখতে পারে। তার কারণ,
গর্ভকালীন সময়ে তাদের অতিমাত্রায় হরমোনের
পরিবর্তন হয়।
✿ স্বপ্ন দেখার ৫ মিনিটের মধ্যে আমরা তার
৫০শতাংশ ভুলে যাই, ১০ মিনিটের মধ্যে ভুলে যাই
প্রায় ৯০ শতাংশ।
✿ আমরা সাধারনত প্রায় ৯০ থেকে ১৮০ মিনিট
স্বপ্ন দেখি যেখানে, গড়ে একটি স্বপ্নের
স্থায়িত্ব হয় ১০ থেকে ১৫ মিনিট। সবচেয়ে লম্বা
সময় স্বপ্ন দেখি সকালে যার স্থায়িত্ব ৩০ থেকে
৪৫ মিনিট।
✿ সাধারণত শিশুরা দুঃস্বপ্ন বেশি দেখে।
- Home
- BANGLA
- _বাংলাসাহিত্য
- _বাংলা ব্যাকরণের
- MATH
- BCS
- GENERAL KNOWLEDGE
- _General knowledge
- _বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের
- _সাধারণ বিজ্ঞান
- English All
- _Vocabulary
- _IDIOMS AND PHRASES
- _EDITOR DS
- _PROTHOM ALO
- _Translation
- _Short Word
- __Part 1
- __Part 2
- __Part 3
- বিলিভ ইট অর নট
- Year Question
- _Bangladesh Bank
- _মন্ত্রণালয়
- __ডাক অধিদপ্তর
- __স্বাস্থ্য সেবা বিভাগের (hsd) ২০২৪
- __মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC প্রশ্নব্যাংক PDF
- __যুব উন্নয়ন অধিদপ্তর (DYD )
- _প্রাথমিক সহকারী শিক্ষক
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২২
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৪
- _BPSC NON Cadre
- _মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
- _১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA)
- Global Photo
0 Comments