Recents in Beach

Motivation Speech

  • ü অ্যাপল সিইও টিম কুক প্রতিদিন নিয়মিত ভাবে ভোর ৪-৩০ মিঃ তার কর্মচারীদের ইমেইল লেখা শুরু করেন।
  • ü ডালাস মেভ্রিকের মালিক মার্ক কিউবান তার ব্যবসা শুরুর ৭ বছরের মধ্যে কোন ছুটি উপভোগ করেননি ।  
  • ü মেরি বাররা রোজ জেনারেল মোটরস এর শীর্ষ পদে যেতে সময় নিয়েছেন ৩৩ বছর। (তিনি ১৮ বছর বয়সে নিন্ম শ্রেণির কর্মচারী হিসেবে চাকুরী জিবন শুরু করেন এবং কোম্পানির অর্থায়নে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। )
  • ü অ্যামাজন সিইও জেফ বেযস যখন সিধান্ত নিলেন তিনি পরীক্ষায় প্রথম (valedictorian) হবেন তখন তার বন্ধুরা আশা ছেঁড়ে দিয়াছিল যে তাদের আর প্রথম হওয়া হবে না, তারা দ্বিতীয় স্থানের জন্য লড়বে।
  • ü ভেনাস ও সেরেনা তাদের ৭ ও ৮ বছর বয়স থেকেই সকাল ৬ টা থেকে প্রতিদিন টেনিস চর্চা করেন। 
  • ü  হংকং এর ব্যবসায়িক তারকা লি কা - শিং তার ১৯ বছর বয়সে ফ্যাক্টরির জেনেরাল ম্যানেজার হন।
  • ü জেনেরাল ইলেক্ট্রনিক্স এর সিইও জেফরি ২৪ বছর ধরে সপ্তাহে ১০০ ঘণ্টা করে কাজ করেন। 
  • ü নিশান সিইও কার্লোস ঘোষণ বছরে দেড়লক্ষের ও বেশী মাইল ব্যবসার জন্য ভ্রমণ করেন। 
  • ü ফেইসবুক  সিওও Sheryl Sandberg অন্যদের থেকে ব্যতিক্রমী ও ব্যস্ত যিনি দুপুরের খাবারের জন্য ৫-৩০ মিঃ কাজ থেকে বের হন, কিছু সময় বাচ্চাদের সাথে অতিবাহিত করে আবার কাজে ফিরেন।
  • ü সাবেক ইয়াহু সিইও মারিসা মায়্যার টানা রাতে কাজ করেন, সপ্তাহে ১৩০ ঘণ্টা পর্যন্ত কাজ করেন।
  • ü WPP সিইও স্যার মার্তিন সররেল কাজের এতও প্রীতি ছিলেন যে তার কর্মচারীরা দিনে রাতের যেকোনো তার কাছ থেকে ইমেইল পাওয়ার জন্য প্রস্তুত থাকতেন।
  • ü NBA তারকা মাইকেল জর্ডান তার পুরো সামার প্রতিদিন শতাধিক জাম্প শট করে কাটাতেন।
  • ü পেপাল কো ফাউনডার ও টেলসা এবং স্পেস-এক্স সিইও এলন মাস্ক অন্য উদ্যোক্তাদের বলেন, তাদেকে অন্য সবার থেকে দিগুণ বেশী কাজ করতে হবে।
  • ü হোন্ডা ফাউনডার সচিরও হোন্ডা তার কম্পানি করার আগে টয়োটা মোটরে ইঞ্জিনিয়র হিসেবে যোগদানের জন্য দরখাস্ত করেন। নিজের কোম্পানি গঠনের পূর্বে তিনি অনেক দিন বেকার ছিলেন।

Post a Comment

0 Comments