Recents in Beach

BCS

Bcs-study
Q.বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?
Ans:সুবেদার ইসলাম খান
Q.একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী/উপজাতী মুক্তিযোদ্ধা কে ছিলেন?
Ans:উক্যাচিং মারমা
Q.সোমপুর বিহার কোথায় অবস্থিত?
Ans:নওগাঁ জেলার পাহাড়পুরে
Q.মাইকেল মধুসূদন দত্ত র প্রথম নাটক শর্মিষ্ঠা কত সালে প্রকাশিত হয় ?
Ans:১৮৫৯ সাল
Q.আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Ans: বেরিং প্রণালী
Q.ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মাঝে?
Ans:মিশর ও ইসরাইলের মধ্যে (১৯৭৮ সালে)
Q.সুমেরীয়, ব্যাবিলনীয়, আশেরীয়, ও ক্যালডীয় সভ্যতা কোন সভ্যাতার অন্তভুক্ত?
Ans:মেসোপটেমীয় সভ্যতা
Q.আলাউদ্দিন আল আজাদের প্রথম গল্প জেগে আছি কত সালে প্রকাশিত হয় ?
Ans:১৯৫০ সাল
Q.লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন ?
Ans:৫ -৬ দিন
Q.বাংলার নাম ‘জান্নাতাবাদ’ দেন কোন মোঘল সম্রাট?
Ans: হুমায়ন
Q.বাংলার নাম ‘জান্নাতাবাদ’ দেন কোন মোঘল সম্রাট?
Ans: হুমায়ন
Q.ব্রিটেনের ক্রিমিনাল কোর্টে নিযুক্ত প্রথম বাংলাদেশী জজ কে?
Ans:ব্যারিষ্টার আখলাক চৌধুরী

Post a Comment

0 Comments