Recents in Beach

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান
--------------------
১।রাষ্ট্রের ৩ টি বিভাগ:আইন, বিচার,শাসন
২।বাংলাদেশে সচিবালয় মোট ৫ টি।
৩।প্রশাসনিক কাঠামো ৫ স্তর।
৪। দেশ স্বাধীনের পর পরই জেলা ছিল ১৯ টি,মহাকুমা ৭১ টি। ৭৮ সালে পর বৃহত্তর জেলা হয় ২০। ১৯৮৪ পর জেলা হয় ৬৪।
৫।NICAR এর সভাপতি- প্রধানমন্ত্রী
৬।আমলাতন্ত্রের জনক- Max Weaber.
7।ক্যাবিনেট মিটিং বসে চার জায়গায়।
৮।ক্যাবিনেট মিটিং বসে প্রতি সোমবার। ECNEC মিটিং  বসে প্রতি মঙ্গলবার।
৯। Rulse of Business হল বিভিন্ন মন্ত্রাণালয়ের  মধ্যে কার্যাবলী বন্টন
১০।Warrent of Precedence হল অগ্রবর্তীতার ভিত্তিতে  আসন।
১১।Cadre শব্দের অর্থ A list of talented officers.
১২। প্রশাসনিক ট্রাইব্যুন্যাল কথাটি আছে ১১৭ নং অনুচ্ছেদে।
১৪।OSD means Office on special duty.
১৫।হাড়িয়াভাঙ্গা  নদী ভারত ও বাংলাদেশ কে ভাগ করেছে।
১৬।ইনডেমনিটি আইন পাস ১৯৭৫,রহিত ১৯৯৬।
১৭।ইউনিয়ন পরিষদ গঠিত হয় ১২ জন সদস্য ও ১ জন চেয়ারম্যান নিয়ে।
১৮।Extradition হল বন্দী বিনিময় চুক্তি।
১৯।বাংলাদেশের  ভারত ও থাইল্যান্ডের  সাথে Extradition চুক্তি  রয়েছে।
২০।ট্রুথ কমিশন গঠিত হয় ২০০৮ সালের ২৭ শে মার্চ।
২১।PSCর প্রথম চেয়ারম্যান ড. এ. কিউ. এম. বজলুল করিম(১৯৭২-১৯৭৭)।
২২।PSCর বিষয়ে উল্লেখ আছে ১৩৭-১৪১ অনুচ্ছেদে।
২৩।নির্বাচন কমিশন ১১৮ নং অনুচ্ছেদ।
২৪।দুর্নীতি দমন কমিশন গঠিত হয়২০০৪ সালে ২১ নভেম্বর।
২৫।প্রথম চেয়ারম্যান ছিলেন বিচারপতি সুলতান হোসেন খান।
২৬। SDGপাস হয় ২০১৫ সালের ২৫ সেপ্টম্বর ।প্রধান লক্ষ্য ১৭ টি,সহযোগী লক্ষ্য ১৬৯ টি এবং সূচক ৪৭ টি।বাস্তবায়ন শুরু ১ লা জানুয়ারী ২০১৬ শেষ ২০৩০।
২৭।লক্ষ্য ১:দারিদ্র্য দূরীকরণ।
২৮।MDG র ৭ টি লক্ষ্য পূরণ করেছে।
২৯।স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ২৫ টি সেবা দেওয়া হবে।
৩০।Nuncio হল পোপের শান্তি দূত।
৩১। persona non grata জড়িত  কূটনীতিকদের সাথে।
৩২।Blue Helmet বলা হয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী।
৩৩।White Helmet জাতিসংঘের মানবিক সাহায্য কর্মী
৩৪।অর্থ মন্ত্রাণালয়ের  বিভাগ হল ৪ টি।
৩৫।অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোর।
৩৬।আয়তনে বাংলাদেশের ছোট সিটি কর্পোরেশন সিলেট এবং বড় গাজীপুর।
৩৭।Fourth estate হল দেশের সংবাদপত্র
৩৮।Fifth Column হল যারা দেশের বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা।
৩৯। ভবিষ্যৎ বীরত্বপূর্ণ কাজের জন্য যে পদক প্রদান করা হবে তার নাম হল: বীর সর্বোত্তম , বীর মৃতুন্জয়ী ,বীর চিরন্জীব, বীর দুর্জয়।
৪০।মুজিবনগর সরকারের বিভাগ ছিল ১২ টি।
৪১।রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে বলা আছে সংবিধানের ৫৬(৩),৯৫(১) অনুচ্ছেদে
৪২।বিচার বিভাগের রয়েছে ২ টা বিভাগ। সুপ্রীম কোর্ট, আপীল বিভাগ ।
৪৩।সাংবিধানিক পদ ৯ টি,সংস্থা হল ৬ টি।
৪৪।পূর্ব পাকিস্তানের বিভাগ ছিল ৪ টি।
৪৫।বাংলা চ্যানেলের দৈর্ঘ্য কত  ১৪.৫ কি.মি.
৪৬।মুজিব অর্থ উত্তরদাতা।
৪৭।বঙ্গবন্ধুর   খুনীদের ফাঁসি  হয় ৫ জনের।৭ জন পলাতক।
/
সাংবিধানিক সংস্থা ও পদ:
সংস্থা
1/National Parliament
2/Supreme court
3/Election Commission
4/Office of Auditor General
5/Attorney General office
6/PSC.
.......
পদ
1/President
2/Prime Minister and others
3/Speaker and Deputy Speaker
4/Member of Parliament
5/Attorney General
6/Chief Justice
7/Head Election Commissioner
8/Chairman of PSC
9/Auditor General

Post a Comment

0 Comments