Recents in Beach

বাংলা সাহিত্য

বাংলা সাহিত্য:
--------------------
Q.‘পরেশ বাবু’ চরিত্রটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
Ans:গোরা
Q.মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে?
Ans:এ জে মিন্টু
Q.‘অচলা’ বাংলা সাহিত্যের কোন উপন্যাসের নায়িকা?
Ans:গৃহদাহ
Q.‘ব্যাঙের আধুলি’ বাগধারাটির অর্থ কী?
Ans:অতি সামান্য ধন।
Q.উপস্থিত বুদ্ধি আছে যার এক কথায় কি হবে?
Ans:প্রত্যুৎপন্নমতি
Q.‘জন্মই আমার আজন্ম পাপ’ উক্তিটি কার?
Ans:দাউদ হায়দার
Q.সমরেশ বসুর ছদ্মনাম কী?
Ans:কালকূট
Q.বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসেবে পরিচিত কে?
Ans:গোবিন্দ চন্দ্র দাস
Q.প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি?
Ans:শেখ আজিজুর রহমান
Q.কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
Ans:বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)
Q.হুমায়ূন আহমেদ কি গবেষনার জন্য পিএইচডি লাভ করেন?
Ans:পলিমার কেমিস্ট্রি
Q.বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রীর ভূমিকা পালন করেছেন-
Ans:দীনেশচন্দ্র সেন

Post a Comment

0 Comments