Recents in Beach

38th BCS Preparation

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি

১।বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারি চাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' এর একটি উল্লেখযোগ্য চরিত্র ঠক চাচা র নাম কী ?
= মোকানজান মিয়াঁ
২। কাজী নজরুলের উপন্যাস 'মৃত্যুক্ষুধা' র প্রধান চরিত্র কে ?
= গজালের মা
৩। স্বর্গ -নরক কবিতার কবি কে?
= শেখ ফজলল করিম
৪। " মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি
আমার দেশের পথের ধূলা খাঁটি সোনার চেয়ে খাঁটি।" পঙক্তিটির রচয়িতা কে?
= সতেন্দ্রনাথ দত্ত
৪। জসিম উদ্দীনের পুরা নাম কী ?
= জসিম উদ্দীন মোল্লা
৫। বাংলা একাডেমির মাসিক পত্রিকার নাম কী ?
= উত্তরাধিকার ( মোট ৬ পত্রিকা প্রকাশ হয় এখন)
৬। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বার্ধশত তম জন্মবার্ষিক কবে পালিত হয়?
=২০১১
৭। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্য বৃটিশ সরকার বাজেয়াপ্ত করে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেয় ?
= অনল প্রবাহ
৮। "বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোডে" উক্তি কার?
= সন্জীব চট্টোপাধ্যায়ের । ভ্রমন কাহিনী পালামৌ তে ।
৯। " শৈবাল দীঘিরে উচ্চ করি শির
লিখে রেখ , এক বিন্দু দিলেন শিরির"
পঙক্তিটির কার ?
= রবীন্দ্রনাথ ঠাকুর ( কণিকা কাব্যে)
১০। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে
= সনেটে
১১। কোন পত্রিকার প্রচ্ছদে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উক্তি " মানব -সংসারে জ্ঞানালোকের দিয়ালি উৎসব চলিতেছে। প্রত্যেক জাতি আপনার আলোটিকে বড় করিয়া জ্বালাইলে তবে সকলে মিলিয়া এই উৎসব সমাধা হইবে"??
= মোসলেম ভারত ( সম্পাদক > মোজাম্মেল হক।)
১২ ।বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে ?
= সুফিয়া কামাল
১৩। 'এলাটিং বেলাটিং' , 'ধান ভানলে কুড়ো দেব' 'লাল ফুলকির ছড়া' শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে ?
= শামসুর রাহমান
১৪। প্রখ্যাত কথা সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কী ?
= শেখ আজিজুর রহমান
১৫। লালন সাঁইয়ের একমাত্র স্কেচটি আঁকেন কে ?
= অবনীন্দ্রনাথ ঠাকুর

Post a Comment

0 Comments