Recents in Beach

Genarel Knowledge

১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর বাজারে ছাড়া প্রথম ২
টাকা নোটের ডিজাইনার কে.?
→রফি উদ্দিন আহমদ।
পূর্বে শ্যামদেশ নামে পরিচিত ছিল.?
→থাইল্যান্ড।
আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ.?
→রাশিয়া।
সাদা রাশিয়া বলা হয়.?
→বেলারুশকে।
"এক দেশ দুই পদ্ধতি নীতি" চালু.?
→চীনে।
সাত পাহাড়ের শহর বলা হয়.?
→রোমকে।
পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর.?
→হ্যামার ফাষ্ট।
পৃথিবীর ছাদ বলা হয়.?
→পামির মালভূমিকে।
মুসলিম বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী.?
→বেনজির ভুট্টো, পাকিস্তান।
বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত.?
→তুরষ্কে।
সমুদ্রের বধূ বলা হয়.?
→গ্রেট ব্রিটেনকে।
পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি.?
→পিগমি।
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় যে দেশে অবস্থিত.?
→জাপান।
অর্থনীতিতে প্রথম নোবেল দেয়া হয়.?
→১৯৬৯ সালে।
এশিয়া ও ইউরোপকে একত্রে বলা হয়.?
→ইউরেশিয়া।

Post a Comment

0 Comments