Recents in Beach

Resent General Knowledge :part:2

সাম্প্রতিক সাধারণ জ্ঞান-২০১৭
এক নজরে নোবেল পুরস্কার-২০১৭
চিকিৎসা শাস্ত্রে নোবেল-২০১৭
২০১৭ সালের চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ী ৩ জন হলেনঃ
১. জেফরি সি হল (যুক্তরাষ্ট্র)
২. মাইকেল রসবাশ (যুক্তরাষ্ট্র)
৩. মাইকেল ডব্লিউ ইয়ং (যুক্তরাষ্ট্র)
অবদানঃ মানুষের দেহঘড়ির স্পন্দন বা সারকাডিয়ান রিদম নিয়ন্ত্রণকারী মলিকিউলার সিস্টেম আবিষ্কারের জন্য।
পদার্থ বিজ্ঞানে নোবেল-২০১৭
২০১৭ সালের পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ী ৩ জন হলেনঃ
১. রেইনার ওয়েস (যুক্তরাষ্ট্র)
২. ব্যারি সি ব্যারিশ (যুক্তরাষ্ট্র)
৩. কিপ এস থ্রোন (যুক্তরাষ্ট্র)
অবদানঃ শত বছর আগে আলবার্ট আইনস্টাইন মহাবিশ্ব সৃষ্টি নিয়ে যে মহাকর্ষীয় তরঙ্গের কথা বলেছিলেন, তা শনাক্ত করার জন্য।
রসায়ন বিজ্ঞানে নোবেল-২০১৭
২০১৭ সালের রসায়ন বিজ্ঞানে নোবেল বিজয়ী ৩ জন হলেনঃ
১. জ্যাক ডাবোশেট (সুইজারল্যান্ড)
২. জোয়াকিম ফ্র্যাংক (যুক্তরাষ্ট্র)
৩. রিচার্ড হেন্ডারসন (যুক্তরাজ্য)
অবদানঃ রাসায়নিক তরলে জৈব অণুর বিপাক ক্রিয়া নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরষ্কার দেয়া হয়।
সাহিত্যে নোবেল-২০১৭
২০১৭ সালের সাহিত্যে নোবেল বিজয়ী হলেন জাপানি বংশোদ্ভূত ব্রিটেনের নন্দিত ঔপন্যাসিক কাজুয়ো ইশিগুরো।
অবদানঃ ‘তীব্র আবেগঘন উপন্যাসগুলোতে মোহময় চৈতন্যের আড়ালে বিরাজমান অতল জগতের সঙ্গে বাস্তব পৃথিবীর যোগসূত্রকে উন্মোচন করায়’ তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
শান্তিতে নোবেল-২০১৭
২০১৭ সালে শান্তিতে নোবেল বিজয়ী সংস্থাঃ পরমাণু নিরস্ত্রীকরণ প্রচারণা সংস্থা ‘ইকান’ (ICAN )
পুর্ণরুপঃ International Campaign to Abolish Nuclear Weapons
অবদানঃ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনস্বীকার্য অবদানের জন্য।
সদর দপ্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড।
প্রতিষ্ঠাঃ ২০০৭ সাল।
বর্তমান প্রধানঃ Beatrice Fihn
অর্থনীতিতে নোবেল-২০১৭
২০১৭ সালের অর্থনীতিতে নোবেল বিজয়ী হলেন আমেরিকান প্রথিতযশা অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালার।
অবদানঃ আচরণগত অর্থনীতিতে অবদান রাখার জন্য।
বৈশ্বিক সক্ষমতা সূচক-২০১৭
সূচক প্রকাশ করেছেঃ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
বাংলাদেশের অবস্থানঃ ৯৯ তম (গতবছর ছিল-১০৬ তম)
সক্ষমতার সূচকে শীর্ষে পাঁচ দেশঃ
১. সুইজারল্যান্ড ২. যুক্তরাষ্ট্র ৩. সিঙ্গাপুর ৪. নেদারল্যান্ড ৫. জার্মানি।
সর্বনিম্ন স্থানে আছেঃ ইয়েমেন (১৩৭ তম)
অন্যান্য সাম্প্রতিক সাধারণ জ্ঞানঃ
* কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ চুক্তিতে সর্বপ্রথম স্বাক্ষর করে — বাংলাদেশ , ২৯ আগস্ট ২০১৭।
* সবকটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ৪র্থ বোলার — সাকিব আল হাসান ।
* আইএস ঘোষিত রাজধানী — রাক্কা, ইরাক।
* মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গাদের নাগরিকত্ব হরণ করে — ১৯৮২ সালে ।
* হারাকাহ আল ইয়াকিন — রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন।
* আরশাল শহরটি — লেবাননে অবস্হিত।
* ভারতের বিতর্কিত ধর্মগুরু — রাম রহিম সিং ।
* কন্ঠসৈনিক আব্দুল জব্বার মৃত্যুবরণ করেন — ৩০ আগস্ট , ২০১৭ ।
* আব্দুল জব্বারের গাওয়া তিনটি বিখ্যাত গান
১৷ ওরে নীল দরিয়া…..
–গীতিকার-মুকুল চৌধুরী
–সুরকার-আলম খান
২৷ সালাম সালাম হাজার সালাম…..
–সুরকার-আব্দুল জব্বার
–গীতিকার- ফজল-এ-খোদা
৩৷ তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়…..
–গীতিকার- মোহাম্মদ মনিরুজ্জামান
–সুরকার– সত্য সাহা
* সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা সংক্রান্ত আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় দেয় — ০১ আগস্ট,২০১৭ ।
* এই রায়ের ফলে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ২,৩,৪,৫,৬ ও ৭ ধারা পুনঃস্হাপিত হয়েছে ।
* ৩ – ৫ সেপ্টেম্বর ২০১৭ চীনের জিয়ামেনে কোন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ?
— BRICS সম্মেলন ( নবম সম্মেলন ) ।
* কাজাখস্তানের আস্তানায় প্রথম OIC বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ?
— ১০ – ১১ সেপ্টম্বর ২০১৭।
* BIMSTEC এর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন —
বাংলাদেশের এম শহীদুল ইসলাম।
* সম্প্রতি ব্রিটিশ হাইকোর্টে প্রথম বাংলাদেশী হিসেবে বিচারপতি হয়েছেন– আখলাকুর রহমান চৌধুরী।
* জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হবে — প্রতি বছর ২ ফেব্রুয়ারি ।
* ‘হাম্বানটোটা’ — গভীর সমুদ্রবন্দর শ্রীলংকায় অবস্হিত
* ‘হামফ্রেইস’ কী — দক্ষিণ কোরিয়ার একটি সামরিক ঘাঁটি ।
* পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী — শহীদ খাকান আব্বাসি ।
* জামদানি — বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য ।
* বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য — ইলিশ মাছ ।
* WIPO — জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্হা , যা ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন দেয়।
বিশ্ব বাণিজ্য সংস্হা ( WTO) পরিসংখ্যান রিপোর্ট ২০১৭
* পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্হান
— দ্বিতীয় । ( প্রথম — চীন )
* বস্ত্র রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি ?
— চীন । ( বাংলাদেশ — ষষ্ঠ)
* বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি বস্ত্র আমদানি করে
— যুক্তরাষ্ট্র ।
* বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি মোটরগাড়ি রপ্তানি করে ?
— জাপান । আমদানিতে শীর্ষ দেশ — যুক্তরাষ্ট্র ।
* লোহা ও ইস্পাত রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ — চীন।
* বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি কৃষিপণ্য আমদানি ও রপ্তানি করে — যুক্তরাষ্ট্র ।
* সার্বিক বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে বিশ্বে রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ — যুক্তরাষ্ট্র ।
* সালমান রুশদির নতুন উপন্যাস — The Golden House । ১৩ তম উপন্যাস ।
* কমনওয়েলথ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত তাহমিমা আনাম রচিত তৃতীয় উপন্যাস — The Bones Of Grace ।
* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র — গন্তব্য ।
* গন্তব্য চলচ্চিত্রের মূল গল্পটি নেয়া হয়েছে সঞ্জীবন শিকদারের পথনাটক ‘কই বলল’ থেকে ।
* গন্তব্য চলচ্চিত্রের পরিচালক — অরণ্য পলাশ ।
* বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ড নিয়ে নির্মিত কাহিনীচিত্র
— ইতিহাসের কৃষ্ণপক্ষ ।
* ‘মহামানবের দেশে’ নামক গল্প অবলম্বনে ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ কাহিনীচিত্রটি নির্মিত হয়েছে।
* ২৯ – ৩০ জুলাই ২০১৭ ‘পানি সম্মেলন’ অনুষ্ঠিত হয়
— ঢাকা , বাংলাদেশ ।
* BIMSTEC পররাষ্ট্রমন্ত্রীদের পঞ্চদশ বৈঠক অনুষ্ঠিত হয় — কাঠমান্ডু, নেপাল । ১১ আগস্ট , ২০১৭ ।
* যুদ্ধ- সংঘাতে মানসিকভাবে আহতদের সহায়তার জন্য ম্যাগসেসে পুরস্কার ২০১৭ পান — শ্রীলংকার গেথসি শানমুগাম ।
* ম্যাগসেসে পুরস্কার ২০১৭ দেওয়া হয়েছে — একটি প্রতিষ্ঠান , তিনজন পুরুষ ও দুইজন নারীকে ।
EIU এর বৈশ্বিক বাসযোগ্যতা প্রতিবেদন ২০১৭
* বাসযোগ্য সবচেয়ে ভাল শহর — মেলবোর্ন ( অস্ট্রেলিয়া )।
* বাসযোগ্য সবচেয়ে অনুপযোগী শহর — দামেস্ক ( সিরিয়া)।
* বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্হান — ১৩৭তম ( ১৪০টি দেশের মধ্যে) ।
* জাপানের রাজধানী টোকিওতে ৩২তম গ্রীস্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে — ২৪ জুলাই থেকে
৯ আগস্ট ২০২০ সালে ।
* ৩৩তম ও ৩৪তম গ্রীস্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে — ২০২৪ সালে (প্যারিস,ফ্রান্স) ও ২০২৮ সালে(লস অ্যাঞ্জেলেস,যুক্তরাষ্ট্র)
* বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০১৭ দ্রুততম মানব ও মানবী — জাস্টিন গ্যাটলিন (যুক্তরাষ্ট্র) ও টোরি বোউয়ি (যুক্তরাষ্ট্র) ।
* * CIHEFE এর গবেষণা অনুযায়ী স্প্যানিশ লা লিগার সর্বকালের সেরা খেলোয়াড় — লিওনেল মেসি ।
* ক্রিকেটে একজন ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারে — ০৯টি উপায়ে ।
# ‘ওয়েবওমেট্রিক্স রেংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ’ এর প্রতিবেদন অনুযায়ী —
* বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় — হার্ভার্ড বিশ্ববিদ্যালয় , যুক্তরাষ্ট্র ।
* এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় — ইউনিভার্সিটি অব টোকিও , জাপান । বৈশ্বিক অবস্হান ৪৩ তম ।
* দক্ষিণ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় — ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বে, ভারত । বৈশ্বিক অবস্হান — ৫৬১ তম ।
* বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় — বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় । বৈশ্বিক অবস্হান — ২০৬১।
* ASEAN প্রতিষ্ঠার ৫০ বছরের সুবর্ণজয়ন্তী পালন করে — ৮ আগস্ট ২০১৭ ।
* ভারতের ১৩ তম উপ-রাষ্ট্রপতি — ভেঙ্কাইয়া নাইডু।
* ‘বিগ বেন’ স্হাপন করা হয় — ১৮৫৮ সালে । এটি ‘এলিজাবেথ টাওয়ারে’ অবস্হিত ।
* ‘এলিজাবেথ টাওয়ার’ এর সংস্কার কাজের জন্য ‘বিগ
বেন’ টি বন্ধ করা হয় — ২১ আগস্ট ২০১৭।
* কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস কলম্বিয়ায় ৫৩ বছরের যুদ্ধ অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দেন –১৫ আগস্ট ,২০১৭।
* আন্তর্জাতিক মুদ্রা তহবিল(IMF) এর বাংলাদেশস্হ কার্যালয় — আগারগাঁও ।
* ঢাকা উত্তর সিটি করপোরেশন ( DNCC)এর বর্তমান ওয়ার্ড সংখ্যা — ৫৪ টি । ঢা. দক্ষিণ সিটি কর. (DSCC)
ওয়ার্ড সংখ্যা — ৭৫টি ।
* সম্প্রতি যুক্তরাষ্ট্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে — ২১ আগস্ট ২০১৭ । বাংলাদেশে সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় ২০০৯ সালে।বাংলাদেশে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ১০৫ পর ।
* দেশের প্রথম ইলেকট্রনিক বই — একুশ ই বুক ।
* জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রীন ক্লাইমেট ফান্ড (GCF) এর সদর দপ্তর — ইনচিয়ন , দক্ষিণ কোরিয়া।
* পিঁপড়ার কামড়ে থাকে — ফরমিক এসিড ।
* চিকুনগুনিয়া রোগটি — পতঙ্গবাহিত ।
* হট – মেইল — ওয়েবভিত্তিক ই-মেইল সেবা ।
* দেশে নৌ থানা সংখ্যা — ১৭টি ।
* বর্তমানে মোবাইল ইন্টারনেট গতি সবচেয়ে বেশি —
নরওয়ে ।
* ২০১৭ সালের অর্থপাচার ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধ সূচকে ঝুঁকিপূর্ণ দেশ — ইরান । বাংলাদেশের অবস্হান — ৮২ তম ।
* বঙ্গবন্ধু গোটা জীবনে কারাগারে ছিলেন — ৪৬৮২ দিন।
* নায়করাজ রাজ্জাক মৃত্যুবরণ করেন — ২১ আগস্ট , ২০১৭।
* ঢালিউডে নায়ক হিসেবে নায়করাজ রাজ্জাকের প্রথম চলচ্চিত্র — জহির রায়হানের ‘বেহুলা’ ( ১৯৬৬)।

Post a Comment

0 Comments