বাংলাদেশ বিষয়াবলী
১. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় – ২ ডিসেম্বর ১৯৯৭
২. পদ্মা সেতুর দৈর্ঘ্য – ৬.১৫কি.মি.
৩. বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে -১৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাবে
৪. বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার – শিরীন শারমীন চৌধুরী
৫. বাংলাদেশের বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে – ১৯৯৫ সালে
৬. বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর – বেনাপোল
৭. ১৯৭৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ছিলেন – তাজউদ্দিন আহমেদ
৮. জীবন থেকে নেয়া – চলচ্চিত্রের পরিচালক – জহির রায়হান
৯. জাতীয় যুবনীতি ২০১৭ অনুসারে যুবদের বয়সসীমা -১৮ থেকে ৩৫ বছর
১০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রী প্রদান করা হয় – অমিত চাকমাকে
১১. ২০১৭ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান – ১২৮তম
১২. ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয়দফা দাবি সংক্রান্ত পুস্তিকার নাম – “ছয়দফা: আমাদের বাঁচার দাবী”
১৩. ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ - ১৬৭ টি আসনে বিজয়ী হয়েছিলো
১৪. স্পারসো বাংলাদেশের - ঢাকায় অবস্থিত
১৫. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাতা – আখতার হামিদ খান
১৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অধ্যাদশ প্রণয়ন ক্ষমতা – রাষ্ট্রপতির হাতে রয়েছে
১৭. বাংলাদেশ জাতীয় সংসদের স্থপতিকার - লুই আই কান
১৮. বাংলাদেশের সংবিধানের – ২৭নং ধারা অনুসারে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান
১৯. ঢাকা বিভাগে -১৩টি জেলা রয়েছে
২০. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন – ৫০টি
২১. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ – ভোলা
২২. অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী – এ.কে.ফজলুল হক
২৩. মাগুরছড়া গ্যাসক্ষেত্র বিস্ফোরণ ঘটে – ১৯৯৭ সালে
২৪. একাত্তরের দিনগুলি বইটির লেখক – জাহানারা ইমাম
২৫. ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের বাজেটের আকার – ৪ লাখ ২৬৬ কোটি টাকা
আন্তর্জাতিক বিষয়াবলী
১. কিয়োটা প্রটোকল – পরিবেশের সাথে সম্পর্কিত
২. আমেরিকা –বিট্রেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে
৩. I Have a Dream শীর্ষক বক্তৃতা দেন – মার্টিন লুথার কিং
৪. ইমোজি শব্দটি – জাপানি ভাষা থেকে এসেছে
৫. রিপাবলিক গ্রন্থের লেখক – প্লেটো
৬. হিরোশিমা নিক্ষেপ করা প্রথম আণবিক বোমার নাম – লিটলবয়
৭. তিন বছর বয়সী সিরিয়ান বালক আইলান কুর্দির মৃতদেহ পাওয়া যায় – ভূমধ্যসাগরে
৮. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নাম – জেইদ রা’দ আল হুসেইন
৯. মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম – সিনেট
১০. আফিম যুদ্ধ সংঘটিত হয় – চীন ও যুক্তরাজ্যের মধ্যে
১১. ২০১৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় - রি ডি জেনিরো
১২. পানামা পেপারস কেলেঙ্কারীর কারণে – পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পদত্যাগ করতে হল
১৩. নেদারল্যান্ডের আমস্টারডামভিত্তিক পরিবেশবাদী প্রতিষ্ঠান – গ্রিণপিস
১৪. গ্রিণ স্কয়ার – গাদ্দাফি বিরোধী আন্দোলনের জন্য বিখ্যাত হয়েছিলো
১৫. ২০১৭ সালে ব্রিকস সামিট অনুষ্ঠিত হয় – চীনের জিয়ামেন শহরে
১৬. সর্বোচ্চ গ্রিণ হাউস গ্যাস নিঃসরণকারী দেশ – চীন ও যুক্তরাষ্ট্র
১৭. মিয়ানমার কর্তৃক গঠিত রোহিঙ্গা সংক্রান্ত কমিশনের নাম – আনান কমিশন
১৮. ভ্লাদিমির ইলিচ লেলিনের – মরদেহ এখনো সংরক্ষণ করা আছে
১৯. হুথি ইয়েমেনের বিদ্রোহী গ্রুপ
২০. সম্প্রতি উত্তর কোরিয়া USA’র – গুয়াম ভূ-খন্ডে আঘাত হানার হুমকি দিয়েছে
২১. ভারতের মোদি সরকার - ৫০০ রুপিকে অবৈধ মুদ্রামান হিসেবে ঘোষণা করে
২২. ২০১৭ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন – জাপানের কাজুও ইশিগুরো
২৩. ইন্ডিয়া হাউস – যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত
২৪. ডোকলাম ত্রিমুখী সংযুক্ত – চীন;ভারত ও ভুটান
২৫. উত্তর পূর্ব স্পেনের – কাতালোনিয়া অঞ্চল স্বাধীনতার জন্য বর্তমানে আন্দোলন করছে
- Home
- BANGLA
- _বাংলাসাহিত্য
- _বাংলা ব্যাকরণের
- MATH
- BCS
- GENERAL KNOWLEDGE
- _General knowledge
- _বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের
- _সাধারণ বিজ্ঞান
- English All
- _Vocabulary
- _IDIOMS AND PHRASES
- _EDITOR DS
- _PROTHOM ALO
- _Translation
- _Short Word
- __Part 1
- __Part 2
- __Part 3
- বিলিভ ইট অর নট
- Year Question
- _Bangladesh Bank
- _মন্ত্রণালয়
- __ডাক অধিদপ্তর
- __স্বাস্থ্য সেবা বিভাগের (hsd) ২০২৪
- __মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC প্রশ্নব্যাংক PDF
- __যুব উন্নয়ন অধিদপ্তর (DYD )
- _প্রাথমিক সহকারী শিক্ষক
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২২
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৪
- _BPSC NON Cadre
- _মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
- _১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA)
- Global Photo
0 Comments