Recents in Beach

সংসদীয় পদ্ধতিতে

১)সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান== রাষ্ট্রপতি।
.
২)রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয়== রাষ্ট্রপতির নামে।
.
৩)সংসদ অধিবেশনের অাহ্বান করেন== রাষ্ট্রপতি।
.
৪)রাষ্ট্রপতি যোগ্যতা অর্জন করার জন্য নূন্যতম বয়স হতে হয়== ৩৫ বছর।
.
৫)বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন== স্পীকার।
.
৬)বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি== অ্যাডভোকেট অাব্দুল হামিদ।
.
৭)অ্যাডভোকেট অাব্দুল হামিদ বাংলাদেশের== ২০ তম রাষ্ট্রপতি।
.
৮)রাষ্ট্রপতি নির্বাচিত হন== সংসদ সদস্যদের ভোটে।
.
৯)রাষ্ট্রপতি পদত্যাগপত্র পেশ করেন== স্পীকার বরাবর।
.
১০)সংসদের মূলতবি ঘোষণা করেন== রাষ্ট্রপতি।

Post a Comment

0 Comments