Recents in Beach

১ সংখ্যা দিয়ে মনে রাখুন :

খুব সহজেই ১ সংখ্যা দিয়ে মনে রাখুন :
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
★ মস্তিষ্কের ওজন
→ ১. ৩৬ কেজি।
★ পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান
করে
→১ জানুয়ারি।
★ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
→১ জুলাই।
★ বাংলাদেশের কৃষি দিবস
→১ অগ্রহায়ণ।
★ বিশ্ব এইডস দিবস
→ ১ ডিসেম্বর।
★ মুক্তিযোদ্ধা দিবস
→ ১ ডিসেম্বর।
★ মুক্তিযুদ্ধে চট্রগ্রাম ছিল
→১ নং সেক্টরে।
★ বাংলাদেশের আয়তন
→ ১,৪৭,৬১০ বর্গকিলোমিটার।
★ এক মাইল সমান
→ ১. ৬১ কিলোমিটার।
★ ড্রাইসেল ব্যাটারির বিদ্যুৎ চলক বল
→ ১.৫ ভোল্ট।
★ বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত
→ ১:২
★ ১ কিলোগ্রাম বা ১ কেজি সমান
→ ১.০৭ সের।
★ "WHO"এর মতে পানিতে আর্সেনিকের
সহনীয়
মাত্রার
→ ০.০১ মিলি: গ্রাম/ লিঃ
★ মানুষের লিঙ্গ নির্ণীয়ী ক্রোমোজের
সংখ্যা
→১ জোড়া।
★ মানুষের দর্শনানুভূতির স্থায়িত্বকাল হলো
→ ০.১ সেকেন্ড।
★ ভারত থেকে বাংলাদেশে আন্তর্জাতিক নদী
প্রবেশ করেছে
→ ১টি ( পদ্মা)
★ হার্ডিঞ্জ ব্রীজের দৈর্ঘ্য
→ ১. ৮ কিলোমিটার
★ দক্ষিণ এশিয়ায় শান্তিতে নোবেল বিজয়ী-
→মাদার তেরেসা (১৯৭৯) ১ম।
★ দেশে সরকারি মানসিক হাসপাতাল আছে
→ ১টি ( পাবনা)।
★ বাংলাদেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আছে
→ ১টি।
★ নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকাল
→১ বছর।
★ বাংলাদেশের জাতীয় সংসদ
→১ কক্ষ বিশিষ্ট।
★ পঞ্চগড় বাংলাদেশের জাতীয় সংসদের
→১ নং আসন।

Post a Comment

0 Comments