Recents in Beach

General Knowledge

1. বিশ্ব ব্যাংকের অফিশিয়াল নাম কি?
উত্তর: C. International Bank for Reconstruction and Development
2. ঢাকায় প্রস্তাবিত মেট্রোরেলের দৈর্ঘ্য কত ?
উত্তর: A. ২০.১০ কি. মি. 3. বাংলাদেশে প্রথম কখন ইন্টারনেট প্রবর্তন করা হয়।
উত্তর: D. ৪ জুন ১৯৯৬
4. মুদ্রা অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি ?
উত্তর: C. রপ্তানি বৃদ্ধি করা
5. বেইল আউট শব্দটি কিসের সাথে সম্পর্কিত ?
উত্তর: B. অর্থনীতি 6. এশিয়ান কোন দেশ G-8 এর সদস্য?
উত্তর: C. জাপান
7. বাংলাদেশে কোম্পানি আইন সংশোধিত হয় কত সালে ?
উত্তর: B. 1994
8. বাংলাদেশে দুই টাকার নোট কে ইস্যু করে ?
উত্তর: B. অর্থ মন্ত্রণালয়
9. কোন ব্যাংক বাংলাদেশে প্রথম টেলি ব্যাংকিং ব্যবস্থা চালু করে?
উত্তর: B. স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক
10. MICR কোন ধরনের সেবার সাথে সম্পর্কিত?
উত্তর: C. ব্যাংকিং
11. ৭ম BRICS সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
উত্তর: C. রাশিয়া
12. বাংলাদেশে শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি?
উত্তর: C. বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
14. বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সদস্য দেশ কতটি ?
উত্তর: C. 161
15. 2015-16 অর্থ বছরে বাংলাদেশের মোট বাজেট কত ?
উত্তর: D. 259, ১০০ কোটি টাকা
16. নিচের কোন দেশটি BIMSTEC এর সদস্য নয়?
উত্তর: A. চীন
17. WTO এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
উত্তর: B. জেনেভা
18. কোনটি বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক জোট ?
উত্তর: A. EU
19. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-2014 অনুযায়ী বাংলাদেশে গড় স্বাক্ষরতার হার কত ?
উত্তর: B. ৫৭.৯ %
20. বাংলাদেশের অষ্টম্ ইপিজেড এর নাম কি ?
উত্তর: A. কর্ণফুলী ইপিজেড

Post a Comment

0 Comments