* বিশ্বের প্রশস্ততম খাল কোনটি? - পানামা খাল।
* বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? - সুয়েজ খাল।
* সুয়েজ খাল কোথায় অবস্থিত? - মিসরে।
* সুয়েজ খাল ভূমধ্যসাগরকে কোন সাগরের সঙ্গে যুক্ত করেছে? -লোহিত সাগর।
* সুয়েজ খাল কোন দুটি সমুদ্রকে সংযুক্ত করেছে? -ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
* সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিমি.? -১৬২ কিমি.।
* সুয়েজ খালের প্রস্থ কত মিটার? -৬০ মিটার।
* সুয়েজ খালের গভীরতা কত মিটার? -১০.৩৬ মিটার।
* সুয়েজ খালের দুই পাশে কোন কোন বন্দর অবস্থিত? -পোর্ট সৈয়দ ও সুয়েজ বন্দর।
* সুয়েজ খাল খনন করেন কে? -ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি লিসেপস।
* সুয়েজ খালের কাজ সমাপ্ত হয় কবে? -১৮৬৯ সালে।
* সুয়েজ খাল কবে কোন দেশজাতীয়করণ করে? -১৯৫৬ সালে, মিসর।
* কোন যুদ্ধের ফলে সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়? -আরব-ইসরাইল যুদ্ধ।
- Home
- BANGLA
- _বাংলাসাহিত্য
- _বাংলা ব্যাকরণের
- MATH
- BCS
- GENERAL KNOWLEDGE
- _General knowledge
- _বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের
- _সাধারণ বিজ্ঞান
- English All
- _Vocabulary
- _IDIOMS AND PHRASES
- _EDITOR DS
- _PROTHOM ALO
- _Translation
- _Short Word
- __Part 1
- __Part 2
- __Part 3
- বিলিভ ইট অর নট
- Year Question
- _Bangladesh Bank
- _মন্ত্রণালয়
- __ডাক অধিদপ্তর
- __স্বাস্থ্য সেবা বিভাগের (hsd) ২০২৪
- __মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC প্রশ্নব্যাংক PDF
- __যুব উন্নয়ন অধিদপ্তর (DYD )
- _প্রাথমিক সহকারী শিক্ষক
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২২
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৪
- _BPSC NON Cadre
- _মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
- _১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA)
- Global Photo
0 Comments