এই পোস্ট থেকে বহুবার বহু চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছে তাই মনে রাখুন।
--------------------------------------------------------------------------------------
বিশ্ব সংস্থায় বাংলাদেশঃ
-----------------------------
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? ১৩৬তম
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে? হুমায়ুন রশীদ চৌধুরী
বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থা (OIC) এর সদস্যপদ লাভ করে? ১৯৭৪ সালে
বাংলাদেশে কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর সদস্য হয়? ১৯৯৫ সনে
বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে? ২০০০
বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্বব্যাংক
জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? সাধারণ পরিষদের অধিবেশনে
জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে? ২৯তম
বাংলাদেশ প্রথম কোন্ আমত্মর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ
বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্যপদ কখন লাভ করে? ১৮ এপ্রিল ১৯৭২
বাংলাদেশ কমনওয়েলথ -এর কততম সদস্য রাষ্ট্র? ৩২ তম
বাংলাদেশ আমত্মর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার সদস্য পদ লাভ করে? ১২ নভেম্বর ১৯৭৩
জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে বাংলায় বক্তৃতা করেন? ২৫ সেপ্টেম্বর১৯৭৪
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি- হুমায়ুন রশীদ চৌধুরী
সার্কভুক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই? মালদ্বীপ
বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ১৭ সেপ্টেম্বর ১৯৭৪(১৩৬ তম)
.........---------------------..........
সব চাকরির পরীক্ষায় এগুলো আসতেছে তাই মুখস্ত রাখুন
-------------------------------------------------------------------------------
1.ইন্টারনেটের জনক- ভিন্টন গ্রে কার্ফ;
2.ডিজিটাল ক্যামেরার জনক- স্টিভেন জে সিসোন (যুক্তরাষ্ট্র);
3.ব্যাংকিং খাতে এটিএম পদ্ধতির জনক- জন শেফার্ড ব্যারন;
4. মাইক্রোসফট এর জনক- বিল গেটস (১৯৭৫);
5. ওর্য়াল্ড ওয়াইড ওয়েব (WWW) এর জনক- টিম বার্নাডস লি (সুইজারল্যান্ড, ১৯৯১);
6.মোবাইল ফোনের জনক- মার্টিন কুপার (যুক্তরাষ্ট্র, ১৯৭৩);
7.ইয়াহু’র জনক- জেরি ইয়াং (তাইওয়ান) ও ডেভিড ফেলো (যুক্তরাষ্ট্র), ১৯৯৫;
8. গুগল- এর জনক- সার্জেই ব্রিন (যুক্তরাষ্ট্র, ১৯৯৮);
9.ফেসবুকের জনক- মার্ক জুকারবার্গ (যুক্তরাষ্ট্র, ২০০৪);
10. টুইটারের জনক- জ্যাক ডোরসেই (যুক্তরাষ্ট্র, ২০০৬);
11. ই-বুক এর জনক- মাইকেল এস হার্ট;
12. ই-মেইলের জনক- র্যা য়মন্ড স্যামুয়েল টমলিনসন (যুক্তরাষ্ট্র);
13. উইকিলিকস (সুইডেন ভিত্তিক)- এর প্রতিষ্ঠাতা- জুলিয়ান এস্যাঞ্জ (অষ্ট্রেলিয়া);
14. কমপ্যাক্ট ডিস্ক (সিডি) এর জনক- নোরিও ওহগা (জাপান);
15. কম্পিউটার মাউসের জনক- ডগলাস এঙ্গেলবার্ট (যুক্তরাষ্ট্র);
16. আধুনিক ল্যাপটপের জনক- বিল মোগারিজ;
17. সার্চ ইঞ্জিনের জনক- এলান এমটাজ;
18. কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যপলের প্রতিষ্ঠাতা- স্টিভ জবস (সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র);
19 পাঞ্চ কার্ডের উদ্ভাবক- জোসেফ ম্যারী জ্যাকুয়ার্ড;
20. লগারিদম এর উদ্ভাবক- জন নেপিয়ার;
টেকনিকে মনে রাখুন >>৮
----------------------------------
১. বর্তমানে জনসংখ্যায় বাংলাদেশ পৃথিবীতে> ৮ম দেশ
২. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল> ৮নং সেক্টর
৩. মাটি থেকে ভলিবল নেটের দূরত্ব> ৮ফুট
৪. পারমানবিক শক্তিধর অধিকারী বিশ্বের মোট> ৮টি দেশ,
৫. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে> ৮মিনিট ২০সেকেন্ড
৬. বিশ্ব সাক্ষরতা দিবস> ৮সেপ্টেম্বর
৭. D-8 এর সদস্য দেশ মোট> ৮টি
৮. রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে সংবিধানের> ৮নং অনুচ্ছেদে
৯. মধ্য আমেরিকার দেশ> ৮টি
১০. ইসলাম কে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় বাংলাদেশ সংবিধানের> ৮ম সংশোধনীতে
১১. SAARC এর সদস্য দেশ মোট> ৮টি
১২. আন্তর্জাতিক নারী দিবস> ৮ মার্চ
১৩. রংপুর এবং রাজশাহী বিভাগে জেলা আছে মোট> ৮টি করে
১৪. সেন্টমার্টিন/ তালপট্টী দ্বীপের আয়তন> ৮ বর্গ কি মি.
১৫. বান কি মুন জাতিসংঘের> ৮ম মহাসচিব
১৬. MDG (Millennium Development Goal)-এর মোট লক্ষ্য হচ্ছে> ৮টি
১৭. বিশ্ব রেডক্রস দিবস> ৮মে
১৮. উরুগুয়ে রাউন্ডের সংলাপ চলে> ৮বছর
১৯. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ>৮টি,
২০. মাকড়সার পা মোট> ৮টি
২২. এক বাইট এর সমান> ৮ বিট
২৩. অস্থায়ী সরকারের সচিবালয় ছিল> ৮নং থিয়েটার রোড, কলকাতা
২৪. বাংলাদেশে মোট সার কারখানা আছে> ৮টি
২৫. বাংলাদেশে মোট ইপিজেড-এর সংখ্যা >৮টি
২৬.অক্সিজেনের পারমানবিক সংখ্যা> ৮টি
টেকনিকে মনে রাখুন
১৭ -কে
----------------------------------------------
✿সুন্দর বনের আয়তন ৬০১৭ বর্গ কি.মি বা ২৪০০ বর্গ মাইল
✿উত্তর দক্ষিণ ভিয়েতনামের সীমানা সমান্তরাল অক্ষ দ্বারা চিহ্নিত ১৭ডিগ্রি
✿বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির ১৭ শতাংশ
✿গজনীর অধিপতি সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন ১৭ বার
✿বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ
✿বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস ১৭জুন
✿বিশ্ব শিক্ষা দিবস ও ভারতের ১৫ তম প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ সেপ্টেম্বর
✿মানবাধিকার সূচক লঙ্গনে বাংলাদেশের অবস্থান ১৭ তম।
✿মুজিবনগর দিবস ১৭ এপ্রিল।
✿ মালয়েশিয়ান বিমান (MH- 17) নিখোজ হয় ১৭ জুলাই ২০১৪।
✿ জনপ্রিয় অভিনেত্রী সূচিত্রা সেন মারা যান-১৭ জানুয়ারি ২০১৪।
✿ ভারতের ২৯ তম রাজ্য তেলাঙ্গার লোকসভার আসন সংখ্যা - ১৭টি।
✿ বিশ্বের ১৭ তম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়ে বৈধ ঘোষনা করে- যুক্তরাজ্য।
শর্ট টেকনিক : ইউরো মুদ্রার দেশ (Source : Internet)
এই অবেলা আপনে ফ্রাই গ্রীল খাচ্ছেন কেন? ফিজা প খান স্পেন যান।
এস্তোনিয়া+ইতালি+অস্ট্রিয়া+বেলজিয়াম+লাটভিয়া+আয়ারল্যান্ড+পর্তুগাল+নেদারল্যান্ড+ফ্রান্স+ইতালি+গ্রীস+লুক্সেমবার্গ+ফিনল্যন্ড+জার্মানী+স্পেন...
বিসিএস_বিজ্ঞান
বিভিন্ন অঙ্গানুর প্রাচীর ( বাইরে থেকে ভেতরে)
১. হৃদপিণ্ডের প্রাচীর( ৩টি স্তরে বিন্যাস্ত):
এপিকারর্ডিয়াম(যোজক কলা নির্মিত) → মায়োকার্ডিয়াম (হৃদপেশী) →এন্ডোকার্ডিয়াম(আবরনী কলা)
২. ধমনী / শিরার প্রাচীর ( ৩টি স্তর)
টিউনিকা অয়াডভেন্সিয়া/ এক্সটার্না → টিউনিকা মিডিয়া → টিউনিকা ইন্টিমা ।
৩. কেন্দ্রিয় স্নায়ুতন্ত্র(৩টি ঝিল্লি) (DAP)
ডুয়াম্যাটার (D) →অয়ারকানয়েড(A) →প্যারাম্যাটার(P)
৪. শুক্রাশয়(৩টি ঝিল্লী)
টিউনিকা ভ্যাজিনালিস→ টিউনিকা অয়ালবুজিনিয়া→ টিউনিকা ভাসকুলোসা টেসটিস)
৫. জরায়ু প্রাচীর(৩টি স্তর)
পেরিটোনিয়াম→ মায়োমেট্রিয়াম→ এন্ডোমেট্রিয়াম
৬. তেলাপোকার কিউটিকল ( ৩টি স্তর) এপিকিউটিকল,
সহজে মনে রাখার Shortcut টেকনিক
-------------------------------------------...
**সার্ক এর দেশ এবং রাজধানী :::::::::
--------------------------------------------------
SAARC = South Asian Association for Regional Cooperation
(SAARC)----(০৮টি দেশ)
টেকনিক= MBA IS BNP
Key Word= Country--------- Capital
M= Maldives -------Male
B= Bangladesh-----Dhaka
A= Afghanistan-----kabul
I= India ---------------New Delli
S= SriLanka ----------Sri. Jayawardenapura-Kotte
B= Bhutan---------Thimphu
N= Nepal-----------Kathmundu
P= Pakistan---------Islamabad
.........---------------------..........
বিশেষ টেকনিক ::::::::::::::
বাংলাদেশের সংবিধান ১৬বার পরিবর্তন হয়েছে,
কিন্তু কে কতবার, কোন বিষয় গুলার উপর করেছে,সেটা কি জানি??
বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে ১৬বার-------
** শেখ মুজীবুর রহমান = ৪ বার
মনে রাখার টেকনিক = "যুদ্ধ জরুরী, সীমানার জন্য রাষ্ট্রপতি"
১) যুদ্ধ= যুদ্ধপরাধীদের বিচার।
২) জরুরী = জরুরী অবস্থা ঘোষনা যা শুধু রাষ্ট্রপতি কর্তৃক।
৩) সীমানার জন্য= বেরুবাড়ীকে ভারতকে হস্তান্তর।
৪) রাষ্ট্রপতি= একদলীয় রাজনীতী বাকশাল।
** জিয়াউর রহমান=১ বার
৫) সামরিক শাসনের বৈধতা।
** আবদুর সাত্তার =১ বার*
৬) উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচন।
** হুসাইন মোহাম্মদ এরশাদ= ৪বার
মনে রাখার টেকনিক= "বৈধ করল ইসলাম দুই নারী"
৭) বৈধ করল= নিজেকে অর্থাত্ সামরিক শাসন।
৮) ইসলাম= রাষ্ট্রধর্ম
৯) দুই= রাষ্ট্রপতি ২ মেয়াদে সীমাবদ্ধ রাখা।
১০) নারী= ৩০টি আসন মহিলা ১০বছরের জন্য সংরক্ষন।
** খালেদা জিয়া= ৪ বার
মনে রাখার কৌশল= S.S.C
১১) S= সাহাবুদ্দীনের স্বপদে ফিরে যাবার বিধান।
১২) S= সংসধীয় শাসন ব্যবস্থা।
১৩) C= caretaker government।
১৪) মনে রাখার টেকনিক= "৪৫টি ছবি তুললে কম অর্থ শপথ করছি ৩বৃদ্ধ"
* ৪৫= নারী আসন বৃদ্ধি ১০বছর।
* ছবি তুললে=সরকারীভাবে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সংরক্ষণ ও প্রদর্শন।
* কম অর্থ= কমা ব্যবহার, অর্থবিল লেখার পর।
* শপথ= স্পীকার ব্যর্থ হলে প্রধান নিবার্চনার কমিশনার শপথ পাঠ করাবেন।
* ৩ বৃদ্ধ= প্রধান বিচারপতি বয়স ৬৫ থেকে ৬৭ তে, PSC CHAIRMAN ৬৫ তে, মহাহিসাব নিরীক্ষক ৬৫ বছরে উন্নীত করা ।
১৫) তত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি।
১৬) বিচারপতি আপসারন ব্যাবস্থাপনা সংসদের নিয়ন্ত্রনে।
.........---------------------..........
বিভিন্ন চুক্তি থেকে প্রায় প্রশ্ন দেয় তাই মনে রাখুন।
----------------------------------------------------------------
বাংলাদেশের_চুক্তিগুলো→
---------------------------
বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় – ১৯ মার্চ , ১৯৭২
বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় – ২৫ বছরের জন্য।
গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ ডিসেম্বর, ১৯৯৬।
গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – ৩০ বছরের জন্য।
গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা এবং ভারতের পক্ষে দেব গৌড়া।
ফারাক্কা বাঁধ চালু হয় – ১৯৭৫ সালে।
জাতিসংঘের কোন অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে ফারাক্কা ইস্যু উত্থাপন করা হয় –
৩১ তম অধিবেশনে।
পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় – ২ ডিসেম্বর, ১৯৯৭।
পার্বত্য শান্তি চুক্তিতে স্বাক্ষর করে – বাংলাদেশ সরকারের পক্ষে চীফ হুইপ
আবুল হাসানাত আবদুল্লাহ এবং পার্বত্য
চট্টগ্রামের জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা ( সন্তু লারমা )।
পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় – প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে।
শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় – ৫ মার্চ, ১৯৯৮।
শান্তি বাহিনী প্রথম অস্ত্র সমর্পণ করে – ১০ জানুয়ারি, ১৯৯৮।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী আঞ্চলিক
পরিষদের সদস্য সংখ্যা – ২২ জন।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদ মর্যাদা – একজন প্রতিমন্ত্রীর সমান।
বাংলদেশ স্থলমাইন চুক্তিতে স্বাক্ষর
করে – ৮ মে, ১৯৯৯।
বাংলাদেশ-মায়ানমার মধ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ নভেম্বর , ১৯৯৮।
বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল
চুক্তি স্বাক্ষরিত হয় – ৪ জুলাই, ২০০০।
বাংলাদেশ-সিংগাপুর বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় – ৩০ আগষ্ট, ২০০০।
বাংলাদেশ-থাইল্যান্ড আসামি প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষরিত হয়– ৯ জুলাই, ১৯৯৮।
★ ১৫ ডিসেম্বর, ১৯৭৩ - মুক্তিযুদ্ধাদের খেতাব ৪
ভাগে বিভক্ত করা হয় - বীরশ্রেষঠ ( ৭ জন) , বীর উওম
(৬৮ জন - প্রথম চীপ কর্নেল রব), বীরবিক্রম ( ১৭৫
জন- প্রথম মেজর নাজমুল হুদা) এবং বীর প্রতীক ( ৪২৬
জন - প্রথম মো: আ: মতিন) # মোট - ৬৭৬ জন।
নারী বীর প্রতীক -ক্যাপ্টেন ডা: সেতারা- ২নং + তারামন
বিবি ১১ নং সেক্টর
মুক্তি বেটী - কাঁকন বিবি
একমাএ উপজাতি বীর বিক্রম - ইউ কে চিং - বান্দরবন
( ১৯৩৩ - ২৫ জুলাই, ২০১৪)
একমাএ বিদেশী বীর প্রতীক - ওডারল্যান্ড( জন্ম -
হল্যান্ড) - মৃত্যু - ২০০১
সালে অস্ট্রেলিয়াতে ( নাগরিক)
-----------------------------------------
বীরশ্রেষ্ঠ : সংক্ষেপে মনে রাখার জন্য >
সেক্টর :
১ - রউফ
২- মোস্তফা
৪- হামিদ
সো ১- ২- ৪ = রুমে হামিদ
৭ - মহিদ্দিন
৮- নূর
১০- রুহলআমিন
সো ৭-৮- ১০ = মহি নূ - র
জন্ম :
১৯৩৫ - রহুল ( পারস্যের নামকরন ইরান)
১৯৩৬ - নূর ( পদ্মা নদীর মাঝি প্রকাশ)
১৯৪০ - রউফ ( লাহোর প্রস্তাব)
১৯৪১ - মতিউর ( লন্ডন ঘোষনা, আটলান্টিক সনদ)
১৯৪৯ - মোস্তফা ( আওয়ামীলীগ প্রতিষ্ঠা)
১৯৪৯ ( ৭ মার্চ) - মহিদ্দিন ( ৭ই মার্চ ভাষণ)
১৯৫৩ - হামিদ ( কোরিয়া যুদ্ধ অবসান)
শহীদ হন - ১৯৭১ সালের নিচের তারিখে --
১৭ এপ্রিল - অস্থায়ী সরকার শপথ- মোস্তফা [ ১ম শহীদ]
২০ এপ্রিল - শপথের ৩ দিন পর - রউফ
২০ আগষ্ট - বিশ্ব মাতৃদুগ্ধ দিবস ১ তারিখ এর ১৯ দিন
পর / ২১ আগষ্ট গ্রেনেড হামলার আগের দিন - মতিউর
৫ সেপ্টেম্বর - [ ৮ সেপ্টেম্বর স্বাক্ষরতা দিবসের ৩ দিন আগে ] - নূর
২৮ অক্টোবর - ২৪ অক্টোবর জাতিসংঘ দিবসের ৪ দিন পর - হামিদুর
১০ ডিসেম্বর - মানবধিকার দিবসে/ রোকেয়া দিবসের আগের দিন - রহুল
১৪ ডিসেম্বর - বুদ্ধিজীবী দিবসে - মহিউদ্দিন জন্মস্থান - সমাহিত :
ল্যান্সনায়ক নূর মোহাম্মদ শেখ -জন্ম- নড়াইল -সমাহিত - শর্শা, যশোর
ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ - ফরিদপুর - রাঙ্গামাটি
>> বর্ডান গার্ড এর ২ জন
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর - বরিশাল - শিবগঞ্জ - চাঁপাইনবাবগঞ্জ
সিপাহী মো: মোস্তফা কামাল - বি- বাড়ীয়া - আখাউড়া, বি- বাড়ীয়া
সিপাহী,হামিদুর রহমান - ঝিনাইদহ - এিপুরা বর্তমানে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থান
>> সেনা বাহিনীর - ৩ জন
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান - ঢাকা / পিতৃ - নরসিংদী -- মাসরুর
বিমানঘাটি করাচী বর্তামানে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থান
>> বিমান বাহিনীর ১ জন
ইঞ্জিনিয়ার আর্টিফিসার রহুল আমিন - নোয়াখালী --রুপসা, খুলনা
>> নৌবাহিনীর - ১ জন
.........---------------------..........
- Home
- BANGLA
- _বাংলাসাহিত্য
- _বাংলা ব্যাকরণের
- MATH
- BCS
- GENERAL KNOWLEDGE
- _General knowledge
- _বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের
- _সাধারণ বিজ্ঞান
- English All
- _Vocabulary
- _IDIOMS AND PHRASES
- _EDITOR DS
- _PROTHOM ALO
- _Translation
- _Short Word
- __Part 1
- __Part 2
- __Part 3
- বিলিভ ইট অর নট
- Year Question
- _Bangladesh Bank
- _মন্ত্রণালয়
- __ডাক অধিদপ্তর
- __স্বাস্থ্য সেবা বিভাগের (hsd) ২০২৪
- __মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC প্রশ্নব্যাংক PDF
- __যুব উন্নয়ন অধিদপ্তর (DYD )
- _প্রাথমিক সহকারী শিক্ষক
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২২
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৪
- _BPSC NON Cadre
- _মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
- _১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA)
- Global Photo
0 Comments