General Knowledge
* বিশ্বের প্রশস্ততম খাল কোনটি? - পানামা খাল।
* বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? - সুয়েজ খাল।
* সুয়েজ খাল কোথায় অবস্থিত? - মিসরে।
* সুয়েজ খাল ভূমধ্যসাগরকে কোন সাগরের সঙ্গে যুক্ত করেছে? -লোহিত সাগর।
* সুয়েজ খাল কোন দুটি সমুদ্রকে সংযুক্ত করেছে? -ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
* সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিমি.? -১৬২ কিমি.।
* সুয়েজ খালের প্রস্থ কত মিটার? -৬০ মিটার।
* সুয়েজ খালের গভীরতা কত মিটার? -১০.৩৬ মিটার।
* সুয়েজ খালের দুই পাশে কোন কোন বন্দর অবস্থিত? -পোর্ট সৈয়দ ও সুয়েজ বন্দর।
* সুয়েজ খাল খনন করেন কে? -ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি লিসেপস।
* সুয়েজ খালের কাজ সমাপ্ত হয় কবে? -১৮৬৯ সালে।
* সুয়েজ খাল কবে কোন দেশজাতীয়করণ করে? -১৯৫৬ সালে, মিসর।
* কোন যুদ্ধের ফলে সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়? -আরব-ইসরাইল যুদ্ধ।
0 Comments