![]() |
অজানা তথ্য- Information Today You don't Belief |
১। যখন কেউ ঘুমের মধ্যে নাক ডাকে তবে এর অর্থ হচ্ছে যে, সে স্বপ্ন দেখছে না।
২। গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না।
৩। আপেল খেতে যতই স্বাদ লাগুক না কেন? জানেন কি আপেলের ৮৪ ভাগই হচ্ছে পানি।
৪। মানুষের নখগুলোর মধ্যে মধ্যমার নখটি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বৃদ্ধাঙ্গুলির নখ অন্যান্যদের থেকে কম বৃদ্ধি পায়।
৫। জানেন কি? সুপারি গাছের কান্ডগুলো স্টিলের চেয়েও অনেক বেশী শক্ত ও ঘাত সহ্য করতে পারে।
৬। শ্বাস ত্যাগ করার পরেও আমাদের ফুসফুসে ০.৫লিটার বায়ু রয়ে যায়।
৭। কেবল মানুষই নয়, আয়না দেখে নিজেদের চিনতে পারে এমন আরও দুটি প্রাণি আছে -শিম্পাঞ্জি ও ডলফিন
৮। আপনি যেটুকু রক্তদানই করুন না কেন আপনার শরীরে তা পুনরায় তৈরি হতে সময় নেয় মাত্র ২৪- ৪৮ ঘণ্টা।
৯। জানেন কি? মানুষের ডি.এন.এ. (DNA) এর সর্বমোট দৈর্ঘ্য পৃথিবী হতে সূর্যে ৭০ বার যাতায়াতের সমান।
১০। বর্তমানে পৃথিবীতে প্রতি ২ বিলিয়ন, আবারো বলতেছি – প্রতি ২ বিলিয়নে কেবল মাত্র একজন মানুষ ১১৬ কিংবা তার থেকে বেশি বছর বেঁচে থাকেন!
0 Comments