Recents in Beach

ক্যালেন্ডারের_তারিখ_বের_করার_সূত্র


--------------------------------------------------
#সূত্র ১ :
যেকোন বছরের ১ম ও শেষ তারিখ (১ম দিন ও শেষ দিন ) সর্বদা একই বার হবে। (Leap year না হলে)
অর্থাৎ :
২০১৮ সালের ১ জানুয়ারি = সোমবার ছিল
২০১৮ সালের ৩১ ডিসেম্বর = সোমবার হবে
.
#সূত্র ২ :
Leap year হলে ক্যালেন্ডারে ১ দিন বাড়ে, তাই ১ দিন যোগ দিতে হবে। অর্থাৎ Leap year এর ১ম ও শেষ তারিখ (১ম দিন ও শেষ দিন ) একই বার হবে না। ১ দিন যোগ দিতে হবে।
অর্থাৎ :
২০১৬ = Leap year
২০১৬ সালের ১ জানুয়ারি = শুক্রবার হবে
২০১৬ সালের ৩১ ডিসেম্বর = শনিবার হবে
.
#সূত্র ৩ :
চলতি বছরের কোন তারিখ যে বার ছিল,
পরবর্তী বছরের সেই তারিখ কী বার হবে?
এক্ষেত্রে ১ দিন যোগ দিতে হবে।
অর্থাৎ :
২০১৮ সালের ১ জানুয়ারি = সোমবার ছিল
২০১৯ সালের ১ জানুয়ারি = মঙ্গলবার হবে
.
#সূত্র ৪ :
সাধারণত বছরের ৩/১, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ তারিখগুলো একই বার হয়ে থাকে। (Leap year ছাড়া)
এখানে, ৩/১ = ৩ শনি, ৪/৪ = ৪ এপ্রিল, ৬/৬ = ৬ জুন, ৮/৮ = ৮ অাগস্ট, ১০/১০ = ১০ অক্টোবর
অর্থাৎ :
কোন বছরের ৩/১ তারিখ শনিবার হলে ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ এই তারিখগুলোও শনিবার হবে।
(২০১৬ Leap year তাই ২০১৫ সাল দেখুন!)
-----
#২০১৮ সাল দেখুন ৩/১ তারিখ বুধবার হলে ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ এই তারিখগুলোও বুধবার হবে।
.
প্রশ্ন: ২০১৩ সালের ১ লা জানুয়ারি মঙ্গলবার হলে ঐ বছরের ১২ ই অক্টোবর কী বার হবে?
উত্তর :
প্রশ্নে ১/১ মঙ্গলবার বলা আছে। এর দুইদিন পর ৩/১ হবে বৃহস্পতিবার।
আমরা জানি -- ৩/১, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ তারিখগুলো একই বার হয়ে থাকে।
এখন ৩/১ যদি বৃহস্পতিবার হয় তবে ১০/১০ হবে বৃহস্পতিবার। (সূত্রানুসারে)
সুতরাং ১২/১০ হবে শনিবার।
.
NB: বছরটি Leap year হলে যেমন: ২০১৬ হলে,
৩/১ যে বার হবে .... ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ এর পরের বার হবে।
অর্থাৎ :
৩/১ = রবিবার
৪/৪ = সোমবার
৬/৬ = সোমবার
৮/৮ = সোমবার
১০/১০ = সোমবার হবে।
.
.
#একনজরে পুনরায় দেখি (at a glance)
.
# বছরের ১ম ও শেষ তারিখ = একই বার হবে (Leap year না হলে)
২০১৫ সালের ১ জানুয়ারি = মঙ্গলবার ছিল
২০১৫ সালের ৩১ ডিসেম্বর = মঙ্গলবার হবে
.
# বছরের ১ম ও শেষ তারিখ = ১ দিন যোগ হবে (Leap year হলে)
২০১৬ = Leap year
২০১৬ সালের ১ জানুয়ারি = শুক্রবার হবে
২০১৬ সালের ৩১ ডিসেম্বর = শনিবার হবে
.
#চলতি বছরের কোন তারিখ, পরবর্তী বছরে সেই একই তারিখ কী বার হবে = ১ দিন যোগ হবে।
২০১৫ সালের ১ জানুয়ারি = মঙ্গলবার
২০১৬ সালের ১ জানুয়ারি = বুধবার হবে
.
#সাধারণত বছরের ৩/১, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ তারিখগুলো একই বার হয়ে থাকে। (Leap year ছাড়া)
অর্থাৎ কোন বছরের (৩ জানুয়ারি) ৩/১ তারিখ শনিবার হলে ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ এই তারিখ গুলোও শনিবার হবে।
.
আরও মনে রাখুন :
Calendar = পঞ্জিকা | Calender = ইস্ত্রি

Post a Comment

0 Comments