বিভিন্ন দেশের জাতীয় প্রতীকঃ
১. বাংলাদেশ------ শাপলা
২. ভারত------- অশোক স্তম্ভ
৩. পাকিস্তান------ মাঝখানে তুলা, পাট, চা ও গম গাছ উপরে চাঁদ ও তারা, দুই পাশে জুঁই ফুল
৪.অস্ট্রেলিয়া------ ক্যাঙ্গারু
৫. কানাডা------ ম্যাপল পাতা
৬. চীন---- তিয়েনআনমেন গেট
৭. ইতালি---- পাতাবেষ্টিত তারকা
৮. ইরান------তরবারি ও চাঁদ
৯. আফগানিস্তান-------- মসজিদ ও মেহরাব
১০. গ্রিস------ জলপাই গাছের শাখাবেষ্টিত ক্রস
১১. ফ্রান্স------ সিংহ ও ঈগলের মাথা ও RF লেখাযুক্ত ঢাল
১২. জাপান--------- ক্রিসেনথিমাম
১৩. আইভোরি কোষ্ট----- হাতির মাথা
১৪. সৌদি আরব--------- খেজুর বৃক্ষ ও তরবারি
১৫. যুক্তরাজ্য------ সিংহ ও গোলাপ
১৬. যুক্তরাষ্ট্র---------- ঈগল
১৭. অস্ট্রিয়া---------- ঈগল
১৮. মন্টিনিগ্রো---------- ঈগল
১৯. মিসর---------- ঈগল
২০. জার্মানি---------- ঈগল
২১. পোল্যান্ড---------- ঈগল
২২. মেক্সিকো---------- ঈগল
২৩. রাশিয়া---------- ঈগল
২৪. ফিলিপাইন---------- ঈগল
২৫. ঘানা---------- ঈগল
২৬. চেকপ্রজাতন্ত্র---------- ঈগল
২৭. সিরিয়া---------- ঈগল
২৮. ইন্দোনেশিয়া---------- ঈগল
২৯. নাইজেরিয়া---------- ঈগল
৩০. ফিলিপাইন---------- ঈগল
0 Comments