Preposition নিয়ে আমাদের মনে একটা ভয় কাজ করে। কোন শব্দের পর কি বসবে- এই নিয়ে নানা চিন্তায় নাজেহাল হই আমরা। এডমিশন টেস্টের এক্স্যাম হলে বসে অল্প সময়ে সেটা ভাবাও বেশ কঠিন। এজন্যে Preposition ব্যাপারটাকে ভালোমতো শিখে এক্স্যামে ঠিকভাবে উত্তর করতে হলে কিছু শর্টকাট শিখে ফেলতেই হয়!
শর্টকাট ১:
In, on, at এসবের প্যাচে পড়ে প্রায়ই উত্তর ভুল হয় আমাদের। সহজেই কিন্তু এগুলোর সমাধান করা যায়।
১। যখনই কোন বার দেয়া থাকবে, যেমন Sunday, Monday… তখন তার আগে on বসবে। কোন তারিখ যেমন ১৪ ফেব্রুয়ারি থাকলেও তার আগে on বসবে।
২। যেকোন জায়গায় যদি সময় দেয়া থাকে, যেমন 10.00 AM, 12.00 PM তখন তার আগে সবসময় at বসবে।
৩। তবে আলাদা করে শুধু বছর থাকলে যেমন 1972, 1999 বা মাস যেমন June, July থাকলে তার আগে বসবে in।
শর্টকাট ২
একটা বৃত্ত ধরা হোক, যেটাকে আমরা বলতে পারি Preposition Circle। এখন এই বৃত্তের একটা ছবি আঁকিয়ে এখান থেকেই Preposition এর ব্যবহারগুলো বের করতে পারি, যেমন above/over হবে বৃত্তটির একদম ওপর দিয়ে। একদম নিচ দিয়ে যাবে under/beneath।
শর্টকাট ৩
আমরা সবাই জানি, কোথাও গেলে, যেখান থেকে রওনা দিয়েছি সেটা হচ্ছে From, আর যেখানে যাচ্ছি সেটা হলো to। Preposition এর বেলাতেও ব্যাপারটা একই রকম। এখানে বাগড়া বাধায় towards। এই towards কিন্তু মোটেও to এর মতো না। towards মানে হলো কোন একটা ডিরেকশনে যাচ্ছে।
between আর among এর মধ্যেও একই সমস্যা হয়। ব্যাপারটা আসলে সিম্পল। between হয় যখন দুটি জিনিস বা দুজনের মধ্যে তুলনা করা হয়। among হয় যখন দুই এর বেশি জিনিস নিয়ে তুলনা করা হয়ে থাকে।
শর্টকাট ৪
since আর for এর সাথে till/until নিয়েও প্রায়ই বিবাদ লাগে। এখানে তোমাদেরকে দেখতে হবে, since হয় যখন কোন কাজ শুরু হচ্ছে। for হলো পুরো কাজের সময়টা। আর till/until হলো শেষ অবধি
শর্টকাট ৫
এমন কিছু Preposition থাকে যেগুলো কোন নিয়মে পড়ে না। এদের Appropriate Preposition বলা হয়ে থাকে। যেমন able to, capable of। এগুলোর ব্যাপারটা হচ্ছে যে একটু নিয়ম করে ডেইলি যদি পড়তে থাকো, একসময় না একসময় এগুলো আয়ত্বে চলে আসবেই!
- Home
- BANGLA
- _বাংলাসাহিত্য
- _বাংলা ব্যাকরণের
- MATH
- BCS
- GENERAL KNOWLEDGE
- _General knowledge
- _বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের
- _সাধারণ বিজ্ঞান
- English All
- _Vocabulary
- _IDIOMS AND PHRASES
- _EDITOR DS
- _PROTHOM ALO
- _Translation
- _Short Word
- __Part 1
- __Part 2
- __Part 3
- বিলিভ ইট অর নট
- Year Question
- _Bangladesh Bank
- _মন্ত্রণালয়
- __ডাক অধিদপ্তর
- __স্বাস্থ্য সেবা বিভাগের (hsd) ২০২৪
- __মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC প্রশ্নব্যাংক PDF
- __যুব উন্নয়ন অধিদপ্তর (DYD )
- _প্রাথমিক সহকারী শিক্ষক
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২২
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৪
- _BPSC NON Cadre
- _মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
- _১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA)
- Global Photo
0 Comments