প্রশ্ন. মধ্যপ্রাচ্যের দেশ কয়টি?
-১৬টি।
প্রশ্ন. ভারতের কোন প্রধানমন্ত্রী বোফর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত?
- রাজিব গান্ধী।
প্রশ্ন. ইউরোপ মহাদেশে কয়টি দেশ?
-৫০টি।
প্রশ্ন. পলমল কী?
- লন্ডনের একটি রাজপথের নাম।
প্রশ্ন. ভারতের বর্তমান রাজধানীর নাম কি?
-নয়াদিল্লি।
প্রশ্ন. বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী কোন দেশে?
-চীনে।
প্রশ্ন. মালেশিয়ার রাজধানীর নাম কি?
-কয়ালালামপুর।
প্রশ্ন. রোমানিয়ার রাজধানীর নাম কী?
-বুখারেস্ট।
প্রশ্ন. ২৫ ডিগ্রী উত্তর অক্ষরেখা কোন কোন দেশের সীমারেখা?
-মউরিতানিয়া এবং মালি।
প্রশ্ন. আইসল্যান্ড -এর রাজধানীর নাম কি?
-রিকজাভিক।
প্রশ্ন. ফিলিপাইন -এর রাজধানী কোথায় অবস্থিত?
- ম্যানিলা।
প্রশ্ন. বার্ন কোন দেশের রাজধানী?
- সুইজারল্যান্ড।
প্রশ্ন. পাকিস্তান শব্দটি সর্বপ্রথম তৈরি করেন কে?
- চৌধুরী রহমত আলী।
প্রশ্ন. চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত?
- ৬৪০০ কিমি।
প্রশ্ন. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
-রাজেন্দ্র প্রসাদ।
Post a Comment
0
Comments
Titles Teams
Rechargeable Mini Table Fan with LED Light
JY Super JY-1880 Rechargeable Mini Table Fan with LED Light
0 Comments