Recents in Beach

Motivation

আব্রাহাম লিংকন প্রথম যেদিন প্রেসিডেন্ট হয়ে পার্লামেন্টে ভাষন দিচ্ছিলেন তখন এক ভদ্রলোক দাড়িয়ে বললেন, "লিংকন সাহেব ভুলে যাবেন না আপনার বাবা আমাদের পরিবারের জন্য জুতা তৈরি করে দিতেন, কারন একজন মুচির ছেলেকে প্রেসিডেন্ট হিসেবে অনেকেই মেনে নিতে পারেননি তখন...
--
একথা শোনার পরে সবাই চুপ হয়ে গেলেন কিন্তু লিংকন মোটেই বিচলিত হলেন না,, লিংকন লোকটির চোখে চোখ রেখে বললেন, "আমি জানি স্যার আমার বাবা আপনার কেন এখানে অনেকেই আছেন যাদের পরিবারের জন্য জুতা তৈরি করতেন,, এজন্য আমি গর্বিত বাবা ছিলেন জুতা তৈরির জন্য জিনিয়াস,, সে কাজকে কখনো ছোট করে দেখতেন না, বাবা ছিলেন জুতা তৈরির নিপুন কারিগর,আজও পর্যন্ত তার কোন কাজের সমালোচনা হয়নি কারন তিনি কাজ করতেন শুধু গ্রহিতার সন্তেষ্টির জন্য নয়, নিজের সন্তেষ্টির জন্য, আপনার যদি কোন অভিযোগ থাকে তাহলে বলুন আমি আপনাকে এক জোড়া জুতা তৈরি করে দেব আমি ও ভাল জুতা তৈরি করে পারি ।"
একথা শোনার পর লোকটি লজ্জায় মাথা নিচু করে রইলেন ,তখন লিংকন বললেন, "কোন কাজকেই ছোট ভাববেন না,, কাজকে সম্মান করুন তা না হলে সারা জীবন অন্যের দয়ায় বাচতে হবে,একজন রুইমাছ দিয়ে খায় তা দেখে হিংসা না করে পারলে আপনি কৈ মাছ দিয়ে খান, ভাল কাজের প্রসংশা করুন মন্দ কাজ বর্জন করুন ।"


Translation of english


When Abraham Lincoln was addressing the Parliament on the first day, a gentleman stood up and said, "Lincoln will not forget that your father would make shoes for our family, because many people could not accept a Muchi's son as president ...
-
After listening to this, everyone was silent, but Lincoln did not get upset, Lincoln said in the eyes of the man, "I know sir, my father, why do you have so many people here who used to make shoes for the family, that's why I was a proud father. , He never wished to work less, the father was a skilled craftsman, yet his work was not criticized because he could only work Santestira hitara not own for santestira, there is no charge if you ask me, I'll make you a pair of shoes can make good shoes. "
When he heard this, the man lowered his head, and Lincoln said, "Do not think about any work, do not respect the job, otherwise you will have to live with others' kindness, if you do not envy by eating a rumah, Praise the good deeds, avoid the evil deeds. "

Post a Comment

0 Comments