♦অধ্যায়-২: শব্দ
★শব্দ কী? শব্দ কিভাবে উৎপন্ন হয়?
★শব্দ সঞ্চারণের জন্য জড় মাধ্যমের প্রয়োজন কেন?
★বর্ষাকালে সাধারণত জোরে শব্দ শোনা যায় কেন?
★দিন অপেক্ষা রাত্রিতে অধিক দূরের শব্দ শোনা যায় কেন?
★'শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ'- ব্যাখ্যা করুন।
★ডেসিবেল কী? ৯০ ডেসিবেল বলতে কী বুঝায়?
★শ্রাব্যতার পাল্লা কী?
★বজ্রপাতের কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কেন?
★ব্রিজের উপর সৈন্যদের প্যারেড করা নিষেধ কেন?
★টেপরেকর্ডারের টেপে শব্দ রেকর্ডের জন্য কী থাকে? তা কিভাবে পূর্বে রেকর্ডকৃত শব্দ তৈরি করে?
★স্বর কী? এর বৈশিষ্ট্য লিখুন।
★মাইক্রোফোনের গঠন ও কাজ লিখুন।
★লাউড স্পিকারের গঠন ও কাজ লিখুন।
★বীট কী? এর প্রয়োগ লিখুন।
★ডপলার ক্রিয়া বলতে কী বুঝায়? এর প্রয়োগ লিখুন।
★প্রতিধ্বনি কী? প্রতিধ্বনির সাহায্যে কিভাবে কূপের গভীরতা নির্ণয় করা যায়?
★রিভারবারেশন বা অনুরণন কী?
★সোবাইনের সূত্রটি লিখুন।
♦অধ্যায়-৩: চুম্বকত্ব
★চুম্বক কী? এর প্রয়োগ লিখুন।
★চুম্বক ও চৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য লিখুন।
★চুম্বকত্ব কী? চুম্বকের বিশেষ ২টি ধর্ম কী কী?
★চুম্বক মেরুর পারস্পরিক ক্রিয়া বর্ণনা করুন।
★চৌম্বক ও অচৌম্বক পদার্থ বলতে কী বুঝায়?
★স্থায়ী ও অস্থায়ী চুম্বক বলতে কী বুঝায়? এদের ব্যবহার লিখুন।
★চৌম্বক বলরেখা কী? এর ধর্মাবলী লিখুন।
★'পৃথিবী একটি বিরাট চুম্বক'-ব্যাখ্যা করুন।
★ডায়াচৌম্বক, প্যারাচৌম্বক ও ফেরোচৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য লিখুন।
★কুরী বিন্দু কী? লোহার কুরী তাপমাত্রা কত?
★চুম্বকের পোলারিটি কী?
★চুম্বক ক্ষেত্রের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া ব্যাখ্যা করুন।
★টর্ক কী? এর ব্যবহার লিখুন।
★দণ্ড চুম্বক কী? এর বৈশিষ্ট্য লিখুন।
★দণ্ড চুম্বককে লোহার গুঁড়ার মধ্যে ডুবালে এর দুই পাশে লোহার গুঁড়া আটকে থাকে কিন্তু মাঝখানে থাকে না কেন?
★সলিনয়েড কী? সলিনয়েডের চুম্বকত্ব কিভাবে বাড়ানো যায়?
★বৈদ্যুতিক ঘন্টায় স্থায়ী চুম্বক ব্যবহার করা হয় না কেন?
★তড়িৎ চুম্বক কী? তড়িৎ চুম্বক প্রস্তুত করার জন্য ইস্পাতের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহার করা হয় কেন?
♦অধ্যয়-৪: অম্ল, ক্ষারক ও লবণ
★অম্ল বলতে কী বুঝায়? এর বৈশিষ্ট্য লিখুন।
★ক্ষার কী? এর বৈশিষ্ট্য লিখুন।
★লবণ কী? এর বৈশিষ্ট্য লিখুন।
★pH এর উপর ভিত্তি করে এসিড ও ক্ষারের সংজ্ঞা লিখুন।
★ক্ষারক কী? ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য লিখুন।
★জৈব এসিড ও খনিজ এসিড বলতে কী বুঝায়? কোন এসিড খাওয়া যায়? এসিড নিক্ষেপের সময় কোন এসিড প্রয়োগ করা হয়?
★দুর্বল ও শক্তিশালী এসিডের ৩টি করে নাম লিখুন।
★'সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়'-ব্যাখ্যা করুন।
★অনুবন্ধী অম্ল ও অনুবন্ধী ক্ষারক বলতে কী বুঝায়? উদাহরণসহ লিখুন।
★অম্ল-ক্ষারক নির্দেশক বলতে কী বুঝায়? উদাহরণসহ লিখুন।
★আরহেনিয়াসের মতবাদ, ব্রনস্টেড-লাউরি মতবাদ ও ইলেকট্রনীয় মতবাদ অনুসারে অম্ল ও ক্ষারের সংজ্ঞা দিন।
★দৈনন্দিন জীবনে এসিড ও ক্ষারের ব্যবহার ও সাবধানতার উপায় লিখুন।
★উৎসসহ কয়েকটি জৈব এসিডের নাম লিখুন।
★কৃষি জমিতে এসিড ও ক্ষারের ভূমিকা আলোচনা করুন।
★এসিড অপব্যবহারের সামাজিক প্রভাব লিখুন।
★pH কী? এর গুরুত্ব লিখুন।
★কৃষি ও শিল্পে লবণের ব্যবহার লিখুন।
★প্রশমন বিক্রিয়া কী? এর গুরুত্ব লিখুন।
★পাকস্থলীর এসিডিটির কারণ কী? এসিডিটির প্রতিরোধে সঠিক খাদ্য নির্বাচনের গুরুত্ব লিখুন।
★এসিড বৃষ্টি কী? এর কারণ ও ক্ষতিকর প্রভাব আলোচনা করুন।
♦অধ্যয়-৫: পানি
★পানির ধর্মসমূহ লিখুন।
★পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন?
★'পানি একটি উভধর্মী যৌগ'-ব্যাখ্যা করুন।
★পানির তড়িৎপরিবাহিতা ব্যাখ্যা করুন।
★পানির BOD, COD ও TDS কী?
★পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাংক পাহাড়ের পাদদেশ অপেক্ষা কম কেন?
★পানির উৎস সম্পর্কে লিখুন।
★জলজ উদ্ভিদ ও জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।
★বিশুদ্ধ পানির মানদণ্ড কী কী?
★খর পানি কী? খরতার কারণ ও প্রতিকার লিখুন।
★পানির পুনঃআবর্তন বলতে কী বুঝায়?
★মানসম্মত পানির গুরুত্ব ও পরিবেশ রক্ষায় পানির ভূমিকা বর্ণনা করুন।
★সমূদ্রের পানি কৃষিকাজ ও শিল্পকারখানায় ব্যবহার করা যায় না কেন?
★পানি বিশুদ্ধকরণের বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন।
★বন্যার সময় কোন পদ্ধতিতে পানি বিশুদ্ধকরণ করা হয়?
★বোতলজাত পানির কারখানায় কোন পদ্ধতিতে পানি বিশুদ্ধকরণ করা হয়?
★ঔষধ তৈরির কারখানায় কোন পদ্ধতিতে পানি বিশুদ্ধকরণ করা হয়?
★পানি দূষণ কী? এর কারণ ও দূষণ রোধে করণীয় কী কী?
★উদ্ভিদ, প্রাণী ও মানুষের উপর পানি দূষণের প্রভাব আলোচনা করুন।
★মিঠা পানির উপর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব আলোচনা করুন।
★শিল্প কারখানার দ্বারা দূষণ ও কৃষি জমির মাটির ক্ষয়জনিত দূষণ প্রতিরোধে করণীয় কী কী?
★বাংলাদেশে ট্যানারি শিল্পের বর্জ্য পানিতে কী প্রভাব ফেলে? সংক্ষেপে আলোচনা করুন।
★সমূদ্রের পানির স্তরের উচ্চতা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করুন। বাংলাদেশের প্রেক্ষাপটে এর বিরুপ প্রভাব আলোচনা করুন।
★ডিডিটি কী? মানব শরীরে এর ক্ষতিকর প্রভাব আলোচনা করুন।
♦অধ্যায়-৬: আমাদের সম্পদ
★মৃত্তিকা কী? এর উপাদান ও প্রকারভেদ লিখুন।
★মানবজীবনে মাটির প্রয়োজনীয়তা লিখুন।
★মাটির বায়বায়ন বলতে কী বুঝায়?
★মাটির pH কী? ফসল উৎপাদনের জন্য মাটির pH এর গুরুত্ব বর্ণনা করুন।
★মাটি দূষণের কারণ ও ফলাফল বর্ণনা করুন।
★মাটি সংরক্ষণের কৌশল সম্পর্কে লিখুন।
★নদী ভাঙনের সময় মাটির যে ক্ষয় হয় তা কিভাবে রোধ করা যায়?
★মাটিতে অতিরিক্ত চুন প্রয়োগের ফলাফল লিখুন।
★প্রাকৃতিক গ্যাস কী? এর উপাদানগুলো কী কী?
★বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল ও জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লিখুন।
★পেট্রোল, ডিজেল ও কেরোসিনের মধ্যে পার্থক্য লিখুন।
★CNG, LPG ও LNG সম্পর্কে লিখুন।
★বন কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে? বন উজাড়ের ফলে কী কী ক্ষতি হয়?
★নবায়নযোগ্য শক্তি কী? উদাহরণসহ লিখুন।
★বায়োগ্যাস কী? এর উপাদান কী কী? এর প্রস্তুতি ও ব্যবহার লিখুন।
★প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব লিখুন।
★প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম ও কয়লার উৎস, প্রক্রিয়াকরণ ও ব্যবহার লিখুন।
♦অধ্যায়-৭: পলিমার
★পলিমার কী? প্রাকৃতিক ও কৃত্রিম পলিমারের মধ্যে পার্থক্য লিখুন।
★পলিমারকরণ প্রক্রিয়া বর্ণনা করুন।
★পলিথিন কী? পলিথিন ব্যবহারের সুবিধা ও অসুবিধা বর্ণনা করুন।
★তন্তু কী? প্রাকৃতিক ও কৃত্রিম তন্তুর মধ্যে পার্থক্য লিখুন।
★তুলা কী? এর বৈশিষ্ট্য ও ব্যবহার লিখুন।
★রেশম কী? এর বৈশিষ্ট্য ও ব্যবহার লিখুন।
★পশম কী? এর বৈশিষ্ট্য ও ব্যবহার লিখুন।
★নাইলন কী? এর বৈশিষ্ট্য ও ব্যবহার লিখুন।
★রেয়ন কী? এর বৈশিষ্ট্য ও ব্যবহার লিখুন।
★রাবারের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ লিখুন।
★প্লাস্টিকের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ লিখুন।
★থার্মোপ্লাস্টিকস ও থার্মোসেটিং প্লাস্টিকস বলতে কী বুঝায়?
★রাবার ও প্লাস্টিকের মধ্যে পার্থক্য লিখুন।
★রাবার ও প্লাস্টিক পরিবেশের ভারসাম্যহীনতায় কী ভূমিকা রাখে? এগুলো ব্যবহারে কী কী সাবধানতা অবলম্বন করতে হয়?
♦অধ্যায়-৮: বায়ুমণ্ডল
★বায়ুমণ্ডল কাকে বলে? এর উপাদান ও স্তরসমূহ লিখুন।
★আয়নমণ্ডল কাকে বলে? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লিখুন।
★গ্রিনহাউজ ইফেক্ট কী? এর কারণ ও প্রভাব লিখুন।
★CFC কী? এর ক্ষতিকর প্রভাব আলোচনা করুন।
★ওজোন স্তর কী? এটি ধ্বংসের কারণ ও প্রভাব আলোচনা করুন।
★সাইক্লোন ও টর্নেডোর মধ্যে পার্থক্য লিখুন।
★HFC কী?
★বজ্রপাতের কারণ ব্যাখ্যা করুন।
★গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ও প্রভাব আলোচনা করুন।
★নাইট্রোজেন চক্র কী? সংক্ষেপে লিখুন।
♦অধ্যায়-৯: খাদ্য ও পুষ্টি
★পুষ্টি বলতে কী বুঝায়?
★খাদ্য উপাদান বলতে কী বুঝায়? এদের নাম ও
উৎস লিখুন।
★প্রোটিন কী? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লিখুন।
★শর্করা কী? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লিখুন।
★লিপিড কী? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লিখুন।
★১ গ্রাম আমিষ, ১ গ্রাম শর্করা ও ১ গ্রাম লিপিড হতে কত কিলো ক্যালরি শক্তি পাওয়া যায়?
★সুষম খাদ্য বলতে কী বুঝায়? এতে কী কী উপাদান অপরিহার্য?
★সুষম খাদ্য পিরামিড বলতে কী বুঝায়?
★'দুধ একটি আদর্শ খাদ্য'- ব্যাখ্যা করুন।
★BMI কী? ১.৭০ মিটার উচ্চতা বিশিষ্ট ব্যক্তির BMI ২১ হলে তার দেহের ওজন কত?
★BMI মানদৃষ্টে মানুষের শরীরে যত্ন কিভাবে নেওয়া উচিত? ব্যাখ্যা করুন।
★জাঙ্ক ফুড কী? এর ক্ষতিকর প্রভাব আলোচনা করুন।
★রাফেজ কী? রাফেজভুক্ত খাবারের গুরুত্ব লিখুন।
★খাদ্য সংরক্ষণ করার বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন।
★ভিনেগার কী? এর ব্যবহার লিখুন।
★খাদ্য সংরক্ষণে রাসায়নিক দ্রব্য (ফরমালিন ও ক্যালসিয়াম কার্বাইড) ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়া ব্যাখ্যা করুন এবং উহার প্রতিকার কী?
★পাস্তুরাইজেশন কী? এটি কিভাবে করা হয়?
★ভিটামিন, এন্টি-অক্সিডেন্ট ও ফ্রি-রেডিক্যাল কী?
★ভিটামিন এ, সি ও ডি এর অভাবে কী কী রোগ হয়?
★মানবদেহে ফ্রি-রেডিক্যালের প্রভাব ব্যাখ্যা করুন।
★স্বাস্থ্য রক্ষায় ভিটামিন ও এন্টি-অক্সিডেন্ট এর ভূমিকা কী?
★মানবদেহে খনিজ লবণের গুরুত্ব বর্ণনা করুন।
★খাদ্য দূষণ কী? এর কারণ ও ক্ষতিকর প্রভাব আলোচনা করুন।
★টক্সিন ও কালটার বলতে কী বুঝায়?
♦অধ্যায়-১০: জৈবপ্রযুক্তি
★ক্রোমোজোম কাকে বলে? এর আকৃতি, গঠন ও কাজ বর্ণনা করুন।
★ক্রোমোজোমের রাসায়নিক গঠন বর্ণনা করুন।
★DNA কী? এর গঠন ও বৈশিষ্ট্য লিখুন।
★DNA কে কেন বংশগতির ধারক ও বাহক বলা হয়/ ক্রোমোজোমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয়?
★RNA কী? এর গঠন, প্রকারভেদ ও কাজ লিখুন।
★DNA ও RNA এর মধ্যে পার্থক্য লিখুন।
★ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে পার্থক্য লিখুন।
★পিতামাতার সাথে কিভাবে সন্তানের সম্পর্ক নির্ণয় করা যায়? (ডিএনএ টেস্ট)
★জেনেটিক বিশৃঙ্খলার কারণগুলো কী কী? এর কারণে সৃষ্ট রোগগুলো সম্পর্কে লিখুন।
-সিকিল সেল রোগ
-হানটিংটন'স রোগ
-ডাউন'স সিনড্রোম
-ক্লিনিফেলটার'স সিনড্রোম
-টার্নার'স সিনড্রোম
★জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলতে কী বুঝায়? (রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি)
★রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে।রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলো বর্ণনা করুন।
★প্লাজমিড কী? এর বৈশিষ্ট্য ও কাজ লিখুন।
★ক্লোনিং কাকে বলে? এর প্রকারভেদ ও পদ্ধতি বর্ণনা করুন।
★ক্লোনিংয়ের উপর সামাজিক প্রভাব আলোচনা করুন।
★ট্রান্সজেনিক উদ্ভিদ ও ট্রান্সজেনিক প্রাণী বলতে কী বুঝায়?
★কৃষি উন্নয়ন ও ঔষধ শিল্পে জীব প্রযুক্তির ব্যবহার লিখুন।
★গৃহপালিত পশু উন্নয়ন ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে জীব প্রযুক্তির ব্যবহার লিখুন।
★ফরেনসিক টেস্ট বলতে কী বুঝায়? ইহা কিভাবে করা হয়?
★জিন থেরাপি বলতে কী বুঝায়? সোমাটিক ও জার্মলাইন জিন থেরাপির মধ্যে পার্থক্য লিখুন।
★GMO কী? এর উপকারিতা ও অপকারিতা লিখুন।
★Nanotechnology, Pharmacology ও Pharmacokinetics বলতে কী বুঝায়?
♦অধ্যায়-১১: রোগ ও স্বাস্থ্য পরিচর্যা
★এন্টিবায়োটিক কী? এর বৈশিষ্ট্য ও ব্যবহার লিখুন।
★এন্টিবায়োটিক ব্যবহারে কী কী সাবধানতা অবলম্বন করতে হয়?
★এন্টিসেপটিক ও এন্টিবায়োটিক এর মধ্যে পার্থক্য লিখুন।
★ডিজিনফেক্ট্যান্ট ও এন্টিসেপটিক এর মধ্যে পার্থক্য লিখুন।
★হার্ট এটাক ও স্ট্রোক এর মধ্যে পার্থক্য লিখুন।
★পেনিসিলিন কী? এর ব্যবহার লিখুন।
★কোলেস্টেরল কী? এর ক্ষতিকর প্রভাব কী? এটি কমানোর উপায় কী?
★LDL ও HDL কী? এদের মধ্যে কোনটা বেশি ক্ষতিকর এবং কেন?
★Angins ও Pacemaker বলতে কী বুঝায়?
★মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কী? এর কারণ কী?
★রক্ত কী? এর উপাদান ও কাজ বর্ণনা করুন।
★হিমোগ্লোবিন কী? এর কাজ কী?
★রক্তের গ্রুপ কী কী? সর্বজনীন দাতা ও সর্বজনীন গ্রহীতা রক্তের গ্রুপ কী কী?
★রক্তের Rh ফ্যাক্টর কী? এর গুরুত্ব লিখুন।
★রক্তচাপ কী? সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপ ব্যাখ্যা করুন।
★উচ্চ রক্তচাপ কী? এর লক্ষণ, কারণ, ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় লিখুন।
★ডায়াবেটিস কী? এর কারণ ও চিকিৎসা বর্ণনা করুন।
★ইনসুলিন কী? এর কাজ লিখুন।
★ডেঙ্গু কী? এর বিস্তার লক্ষণ ও চিকিৎসা বর্ণনা করুন।
★চিকুনগুনিয়া কী? এই রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায় বর্ণনা করুন।
★ডায়রিয়া কী? এর কারণ কী কী?
★ডায়রিয়ায় আক্রান্ত হলে স্যালাইন/খাবার স্যালাইন হিসেবে চিনি/গুড় ও ডাবের পানি খাওয়ানো হয় কেন?
★মাদকাসক্তি কী? এর কারণ ও পরিণতি লিখুন।
★Vaccination কী? শিশুদের কোন কোন রোগ প্রতিরোধের জন্য কী কী টিকা দেওয়া হয়?
★EEG, ECG ও CT Scan এর কার্যপদ্ধতি লিখুন।
★ক্যান্সার কোষ ও সাধারণ কোষের মধ্যে পার্থক্য লিখুন।
★Benign ও Malignant কী? Benign ও Malignant tumor এর মধ্যে পার্থক্য লিখুন।
★AIDS কী? এর কারণ ও প্রতিকার লিখুন।
★HIV কী? এর দ্বারা কিভাবে AIDS ছড়ায়?
★হেপাটাইটিস কী? এর কারণ, দায়ী জীবাণু কী?
★জিকা ভাইরাসে আক্রান্ত মানুষের লক্ষণ, নিবারণ ও নিয়ন্ত্রণ আলোচনা করুন।
★ব্যবহার, ঝুঁকি ও পার্শ্বপ্রতিক্রিয়া লিখুন:
-X-Ray
-CT Scan
-MRI
-ECG
-Angiography
-এন্ডোসকপি
-আল্ট্রাসনোগ্রাফি
-কেমোথেরাপি
-রেডিওথেরাপি
- Home
- BANGLA
- _বাংলাসাহিত্য
- _বাংলা ব্যাকরণের
- MATH
- BCS
- GENERAL KNOWLEDGE
- _General knowledge
- _বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের
- _সাধারণ বিজ্ঞান
- English All
- _Vocabulary
- _IDIOMS AND PHRASES
- _EDITOR DS
- _PROTHOM ALO
- _Translation
- _Short Word
- __Part 1
- __Part 2
- __Part 3
- বিলিভ ইট অর নট
- Year Question
- _Bangladesh Bank
- _মন্ত্রণালয়
- __ডাক অধিদপ্তর
- __স্বাস্থ্য সেবা বিভাগের (hsd) ২০২৪
- __মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC প্রশ্নব্যাংক PDF
- __যুব উন্নয়ন অধিদপ্তর (DYD )
- _প্রাথমিক সহকারী শিক্ষক
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২২
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৪
- _BPSC NON Cadre
- _মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
- _১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA)
- Global Photo
0 Comments