Recents in Beach

বিসিএস_এর_জন্য_খুব_গুরুত্বপূর্ণ

•#রাশিয়া ও তুরস্কের ৭০% এর বেশি অঞ্চল এশিয়াতে থাকলেও তাদের ইউরোপের রাষ্ট্র ধরা হয়।

•#স্টালিন, কোসিগান, গর্ভাচেভ এরা রাশিয়ার প্রেসিডেন্ট নয়; এরা সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট। গর্ভাচেভ যখন সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন তখন রাশিয়ার প্রেসিডেন্ট ছিল বরিস ইয়েলৎসিন।

•#ইউরোপ-আফ্রিকার সংযোগকারী জিব্রাল্টার প্রণালী স্পেনে থাকলেও এর মালিকানা ব্রিটেনের।

•#ফকল্যান্ড আর্জেন্টিনার জলসীমার মধ্যে হলেও এর মালিকানা ব্রিটেনের।

•#গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের হলেও ভৌগলিক ও রাজনৈতিক ভাবে এর আয়তন ডেনমার্কের সাথে যুক্ত করা হয়।

•#জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয় কারণ এখানে সামরিক আক্রমণ স্বীকৃত নয়; কিন্তু জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে বর্তমান সামরিক নীতিতে পরিবর্তণ এনেছে ও অস্ত্র তৈরি করছে।

•#গ্রেট ওয়াল চীনের প্রাচীর আর গ্রেট হল চীনের আইনবিভাগ সংক্রান্ত ভবণ।

•#টুইন টাওয়ারের স্থলে নির্মিত ভবনের নাম ফ্রিডম টাওয়ার, কিন্তু বুদ্ধিজীবিদের সংস্থার নাম ফ্রিডম হাউস আর ফ্রিডম ফ্রোটিলা একটি রণতরী।

•#ব্লাক বেঙ্গল বাংলাদেশের যমুনাপাড়ের ছাগল, ব্লাক ক্যাট ভারতের কমান্ড বাহিনী, ব্লাক সি এশিয়া ও ইউরোপ পৃথককারী সাগর, ব্লাক ওয়াটার নিরাপত্তা সংস্থা, ব্লাক লাইভ ম্যাটার বর্ণবাদ বিরোধী এনজিও, ব্লাক সার্ট মুসোলিনির ফ্যাসিস্ট উগ্র অনুসারি।

•#হোয়াইট হল চীন সরকারের অফিস আর হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্টের অফিস।

•#ওয়েলিং ওয়াল জেরুজালেমে ইহুদীদের পবিত্র তীর্থ, ভিয়েতনাম ওয়াল নাম হলেও এটি প্যারিসে অবস্থিত, আর গ্রেট ওয়াল অবস্থিত চীনে।

•#মিয়ানমারে বসবাস করলেও একটি বড় বার্মিজ জাতির নাম ও প্রদেশের নাম চিন।

•#ভারতে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলা আছে।

•#মিয়ানমারের জেরাবাদি, কোমানাচ্চি, রোহিঙ্গা প্রভৃতিরা মুসলিম। বাংলাদেশের পার্বত্য উপজাতি পাঙনরা মুসলমান।

• ভারতের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি থাকলেও রোহিঙ্গা ইস্যুতে ভারত মিয়ানমারের পক্ষে।

• মিয়ানমার গোল্ডেনটিক এর জন্য বিখ্যাত। এখান কার শাল কাঠের রঙ সোনালি হয়।

• আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ভারত থেকে বাংলাদেশের নিকটে হলেও এটি ভারতের দখলে।

• ফিলিস্তিন ও তাইওয়ান স্বাধীন রাষ্ট্র হলেও এদের সার্বভৌমত্ব যথাক্রমে ইসরাইল ও চীনের হাতে।

• পাকিস্তানের প্রধান নদী সিন্ধু কিন্তু ভারতে উৎপন্ন হয়েছে।

• ইসরাইলের দখলে থাকা গোলান মালভূমিটি কিন্তু সিরিয়ার অংশ। ইসরাইল ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে সেটিকে দখন করেছে।

• মিশরের সিনাই অংশটি এশিয়া ও আফ্রিকা জুড়ে, তুর্কিদের ইস্তাম্বুল নগরীটি অর্ধেক এশিয়া ও অর্ধেক ইউরোপে।

• চীন নিজেকে সমাজতান্ত্রিক দেশ হিসেবে দাবি করলেও সেখানে বাজার অর্থনীতি ও ব্যক্তি মালিকানা স্বীকৃত।

• বিখ্যাত জঙ্গি সংস্থা আইএস কিন্তু ইরাকি আলকায়েদা শাখার না।

• ১৯৮৮ সালে আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন কিন্তু আফগান যুদ্ধে আমেরিকার পক্ষে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব প্রদান করেছিলেন।

• ভারতের পশ্চিম বঙ্গ, আসাম ও ত্রিপুরার লোকেরা বাংলা ভাষাতে কথা বলে।

• আফ্রিকার দেশ সিয়েরালিওনের মানুষের দ্বিতীয় রাষ্ট্র ভাষা বাংলা।

• শেরে বাংলা উপাধী অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার, আর বাংলার বাঘ অশুতোষ মুখার্জী।

• মিয়ানমানর বাংলাভাষা-ভাষীদের সে দেশের নাগরিকত্ব না দিয়ে গণহত্যা করলেও বাংলাদেশ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর চীনা-তিব্বতীয় ভাষা গোষ্ঠির পার্বত্য উপজাতিদের নাগরিকত্ব ও চাকুরিসহ সকল ক্ষেত্রে কোটা দিয়েছে।

• বর্তমান ইসলামি রেনেসাঁর জনক তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তায়েফ এরদোয়ান কিন্তু কুরআনের হাফেজ।

Post a Comment

0 Comments