১। ২০১৮ সালের নোবেল পুরস্কার স্থগিত:
➯ সাহিত্যে।
[যৌন হয়রানি সংক্রান্ত ‘সংকটের' কারণেএই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ]
২। ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর মাঝে বৈঠকঃ ১২ জুন ২০১৮ ইং।
স্থানঃ সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপে অবস্থিত ক্যাপেলা রিসোর্ট (The Capella Resort, Singapore).
৩। ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন এর মাঝে বৈঠকঃ ১৬ জুলাই ২০১৮ ইং।
স্থানঃ ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে (Helsinki, Finland).
৪। বাংলাদেশের প্রথম তরল পেট্রলিয়াম গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে :
➯ কুয়াকাটা,পটুয়াখালী।
৫। 'গ্রেট মার্চ অব রিটার্ন' পালন করেছে :
➯ ফিলিস্তিনিরা।
৩। বাংলাদেশে সরকারি চাকুরিতে নিয়োগে কোটা রয়েছে:
➯ ২৫৭ ধরনের।
৪। বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ:
➯ ভেনিজুয়েলা।
৫। ২০১৭ সালে সাহিত্যে ম্যান অব বুকার পুরস্কার জিতেছেন:
➯ মার্কিন লেখক জর্জ সন্ডার্স।
৬। পাকাতান হারাপান :
➯ মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম ।
৭। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা বলবৎ করে পরিপত্র দেয়া হয়েছিল :
➯ ১৯৯৭ সালে
৮। থাম লুয়াং:
➯ গুহা; থাইল্যান্ডের সবচেয়ে বড় গুহাগুলোর মধ্যে অন্যতম।
৯। ফ্রান্সের জাতীয় ফুটবল দলের ডাকনাম:
➯ Les Bleus (The Blues)
১০। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম:
➯ আব্দুল্লাহ ইয়ামিন।
১১। বাংলাদেশের ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়:
➯ ওষুধ।
১২। বাংলাদেশকে উন্নয়ন শীল দেশের ক্যাটাগরির শর্ত পূরণ করে:
➯ ১৬ মার্চ ,২০১৮।
১৩। চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবা চালু হয়:
➯ ১৯ ফেব্রুয়ারি ২০১৮
১৪। "পতাকা ৭১” ভাস্কর্যটির ভাস্কর :
➯ রুপম রায় (মুন্সীগঞ্জে)।
১৫। কমনওয়েলথ এর বর্তমান সদস্য :
➯ ৫৩।
১৬। কাঁকন বিবি কে কোন সালে “বীর প্রতীক” উপাধি দেয়া হয় :
➯ ১৯৯৬।
১৭। দারিদ্র্যের হার কম কোন জেলায়:
➯ নারায়ণগঞ্জ।
১৮। ‘প্রদোষে প্রাকৃতজন’ যার লেখা :
➯ শওকত আলী।
১৯। দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার:
➯ ফেনী।
২০। বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম :
➯ South Sdanese Pound (SSP)।
২১। মানুষের শরীরের আবিষ্কৃত নতুন অঙ্গ :
➯ ইন্টারস্টিশিয়াম ।
২২। সোয়াজিল্যান্ডের বর্তমান নাম :
➯ Kingdom of eSwatini.
২৩। বাংলাদেশে চালু হওয়া Smart Card কোন দেশে তৈরি:
➯ ফ্রান্স।
২৪। সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম:
➯ নেপাল।
Post a Comment
0
Comments
Titles Teams
Rechargeable Mini Table Fan with LED Light
JY Super JY-1880 Rechargeable Mini Table Fan with LED Light
0 Comments