বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ তথ্যঃ
১. চর্যাপদে পদের সংখ্যা
= ৫১ টি । পাওয়া গেছে সাড়ে চেচল্লিশটি । যায়নি
(২৩ এর অর্ধেক , ২৪ , ২৫, ৪৮)
২. চর্যাপদের কবির সংখ্যা
= ২৩/২৪
৩. চর্যাপদের প্রবাদ বাক্য
= ৬টি
৪. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খণ্ড সংখ্যা
= ১৩
৫. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পদ সংখ্যা
= ৪১৮
৬. প্রধান মঙ্গলকাব্য কতটি?
= ৩
৭. একটি পূর্ণাঙ্গ মঙ্গলকাব্যের কতটি অংশ থাকে ?
= ৫
৮. মঙ্গলকাব্যের সন্ধান পাওয়া কবির সংখ্যা
= ৬২
৯. সাহিত্য রস
= ৯
১০. সাহিত্য অলঙ্কার
= ২
১১. ছন্দ
= ৩
১২. রামায়ণের খণ্ড সংখ্যা
= ৭
১৩. জাত মহাকাব্য
= ৪টি
১৪. বৈষ্ণব পদকর্তা ' চন্ডীদাস' কতজন ?
= ৪
১৫. বৈষ্ণব পদাবলীর প্রধান কবি
= ৪
১৬. মেঘনাদবধ' মহাকাব্যের সর্গ সংখ্যা
=৯টি।
১৭. 'বীরাঙ্গনা' কাব্যে পত্র আছে
=১১টি।
১৮. চতুর্দশপদী কবিতাবলী'তে কতটি কবিতা সংকলিত হয়?
=১০২টি।
১৯. 'বিষাদসিন্ধু' র খণ্ড
= ৩
২০. 'মহাশ্মশান' মহাকাব্যের সর্গ সংখ্যা
= ৬০
২১. 'কবর' কবিতায় মোট কতটি চরণ আছে?
=১১৮টি।
২২. গীতাঞ্জলি'তে মোট কবিতা ও গান আছে
=১৫৭টি।
২৩. শেষের কবিতায় কয়টি কবিতা আছে?
= ১৬ টি।
২৪. 'ময়মনসিংহ গীতিকা'কতটি ভাষায় অনূদিত হয়েছে
=২৩টি।
২৫. ময়মনসিংহ গীতিকার কতটি পালা জসিমউদ্দীন সংগ্রহ করেন?
= ৩০টি।
২৬. রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতটি উপন্যাস রচনা করেন?
=১২টি।
২৭. রবীন্দ্রনাথ ঠাকুর কতটি ছদ্মনামে গ্রন্থ রচনা করেন?
=৯টি।
২৮. কাজী নজরুল ইসলামের কতটি গ্রন্থ নিষিদ্ধ হয়?
=৫টি।
২৯. অগ্নিবীণায় কাব্যে কতটি কবিতা রয়েছে ?
= ১২টি।
৩০. কাজী নজরুল ইসলামের বাঁধনহারা উপন্যাসে পত্র সংখ্যা কতটি?
=১৮ টি।
৩১. ফররুখ আহমেদের ' সাত সাগরের মাঝি" কাব্যে কতটি কবিতা রয়েছে?
= ৯টি।
- Home
- BANGLA
- _বাংলাসাহিত্য
- _বাংলা ব্যাকরণের
- MATH
- BCS
- GENERAL KNOWLEDGE
- _General knowledge
- _বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের
- _সাধারণ বিজ্ঞান
- English All
- _Vocabulary
- _IDIOMS AND PHRASES
- _EDITOR DS
- _PROTHOM ALO
- _Translation
- _Short Word
- __Part 1
- __Part 2
- __Part 3
- বিলিভ ইট অর নট
- Year Question
- _Bangladesh Bank
- _মন্ত্রণালয়
- __ডাক অধিদপ্তর
- __স্বাস্থ্য সেবা বিভাগের (hsd) ২০২৪
- __মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC প্রশ্নব্যাংক PDF
- __যুব উন্নয়ন অধিদপ্তর (DYD )
- _প্রাথমিক সহকারী শিক্ষক
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২২
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৪
- _BPSC NON Cadre
- _মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
- _১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA)
- Global Photo
0 Comments