বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট ও পদ্মাসেতু সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ তথ্যঃ
#বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট
১। দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ মহাকাশে পাঠানো হয়েছে?
উঃ ১২ মে ২০১৮, শুক্রবার রাত ৩টা
২। বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের কততম দেশ?
উঃ ৫৭ তম
৩। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার কয়টি?
উঃ ৪০ টি
৪। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে?
উঃ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
৫। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১২ সালে
৬। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১৫ সালে
৭। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি করে ফ্রান্সের?
উঃ থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
৮। এটি তৈরিতে মোট খরচ হয়েছে কত?
উঃ ২ হাজার ৯৬৭ কোটি টাকা
৯। এটি যে রকেটে পাঠানো হয়ছে তার নাম কি?
উঃ ফ্যালকন ৯, ব্লক ৫
১০। যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায়?
উঃ মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স
১১। এটির ওজন কত?
উঃ ৩ হাজার ৫০০ কেজি
১২। মেয়াদ কত?
উঃ ১৫ বছর
১৩। নিয়ন্ত্রন করবে কে?
উঃ থ্যালেস ও বিটিআরসি
১৪। ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত?
উঃ ১ হাজার ৬০০ মেগাহার্টজ
১৫। বর্তমান কক্ষপথ “ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “ বাংলাদেশ সরকার কিনে নেয়?
উঃ ২১৯ কোটি টাকায়, ২০১৩ সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক এর কাছ থেকে।
# পদ্মাসেতু
১) অফিসিয়াল নামঃ পদ্মা বহুমুখী সেতু
২) বাহকঃ যানবাহন, ট্রেন
৩) ক্রসঃ পদ্মা নদী
৪) স্থানঃ লৌহজং, মুন্সিগঞ্জ এর সাথে শরিয়তপুর ও মাদারীপুর
৫) অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণঃ ৯১৮ হেক্টর
৬) নকশাঃ AECOM
৭) উপাদানঃ কংক্রিট, স্টিল
8) মোট দৈর্ঘ্যঃ ৬,১৫০ মি (২০,১৮০ ফু)
৯) প্রস্থঃ ১৮.১০ মি (৫৯.৪ ফুট)
১০) পিলারঃ ৪২ টি ( নদীর ভেতরে ৪০ টি)
১১) প্রতিটি পিলারে পাইল সংখ্যাঃ ৬ টি
১২) মোট পাইলঃ ২৪০ ( ৪০*৬= ২৪০)
১৩) সেতুর আয়ুষ্কালঃ ১০০ বছর
১৪) নির্মানকারিঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ
১৫) মূল দ্বায়িত্বঃ সড়ক পরিবহন ওঃ সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগ
১৬) কাজ তদারকিঃ কোরিয়ান এক্সপ্রেসওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী
১৭) নির্মাণ ব্যয়ঃ ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা (আনুমানিক)
১৮) বাজেট অর্থায়নঃ বাংলাদেশ সরকার
১৯) পদ্মাসেতু হলে প্রবৃদ্ধি বাড়বেঃ ১.২৩ শতাংশ
২০) নির্মান শুরুঃ ডিসেম্বর ৭,২০১৪
২১) নির্মান শেষঃ ২০২০( আনুমানিক)
- Home
- BANGLA
- _বাংলাসাহিত্য
- _বাংলা ব্যাকরণের
- MATH
- BCS
- GENERAL KNOWLEDGE
- _General knowledge
- _বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের
- _সাধারণ বিজ্ঞান
- English All
- _Vocabulary
- _IDIOMS AND PHRASES
- _EDITOR DS
- _PROTHOM ALO
- _Translation
- _Short Word
- __Part 1
- __Part 2
- __Part 3
- বিলিভ ইট অর নট
- Year Question
- _Bangladesh Bank
- _মন্ত্রণালয়
- __ডাক অধিদপ্তর
- __স্বাস্থ্য সেবা বিভাগের (hsd) ২০২৪
- __মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC প্রশ্নব্যাংক PDF
- __যুব উন্নয়ন অধিদপ্তর (DYD )
- _প্রাথমিক সহকারী শিক্ষক
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২২
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৪
- _BPSC NON Cadre
- _মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
- _১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA)
- Global Photo
0 Comments