Recents in Beach

সাডেন_টেস্ট_০2

সাডেন_টেস্ট_০2
১। বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
ক) বেংগল গেজেট খ) দিগদর্শন √
গ) সমাচার দর্পণ ঘ) সংবাদ প্রভাকর
২। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
ক) আলাওল
খ) দৌলত কাজী √
গ) কোরেশী মাগন ঠাকুর
ঘ) মরদন
৩। 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নাইকা?
ক) নষ্টনীড়
খ) একরাত্রি
গ) জীবিত ও মৃত
ঘ) সমাপ্তি √
৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
ক) টেমিং অব শ্রু
খ) মার্চেন্ট অব ভেনিস
গ) কমেডি অব এররস√
ঘ) দ্যা মিডসামার নাইটস ড্রিম
৫। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
ক) পেত্রার্ক
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মোহিতলাল মজুমদার
ঘ) মাইকেল মধুসূদন দত্ত√
৬। কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
ক) মনীষা মঞ্জুসা√
খ) ভাষার ইতিবৃত্ত
গ) আধুনিক ভাষাতত্ত্ব
ঘ) বাংলাদেশের আঞ্চলিক ভাষা
৭। 'মহুয়া' পালাটির রচয়িতা-
ক) চন্দ্রাবতী
খ) মনসুর বয়াতি
গ) দ্বিজ কানাই√
ঘ) কানা হরিদত্ত
৮। 'পাখি সব করে রব রাতি পোহাইল'-- পংক্তিটির রচয়িতা কে?
ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
খ) বিহারীলাল চক্রবর্তী
গ) রাম নারায়ণ তর্করত্ন
ঘ) মদন মোহন তর্কালঙ্কার√
৯। 'তাজকেরাতুল আওলিয়া' অবলম্বনে 'তাপসমালা' কে রচনা করেন?
ক) মুন্সী আব্দুল লতীফ
খ) গিরিসচন্দ্র সেন√
গ) সৈয়দ আমীর আলী
ঘ) কাজী আকরাম হোসেন
১০। 'বত্রিশ সিংহাসন' কার রচনা?
ক) তারিণীচরণ মিত্র
খ) হরপ্রসাদ রায়
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার√
ঘ) চন্ডীচরণ মুনশি..
১১। 'উদাসীন পথিকের মনের কথা'--কোন জাতীয় রচনা?
ক) আত্মজৈবনিক উপন্যাস√
খ) গীতিকবিতার সংকলন
গ) অতিপ্রাকৃত গল্প
ঘ) নাটক
১২। 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের 'বড়ায়ি' কি ধরণের চরিত্র?
ক) জনৈক গোপবালা
খ) শ্রী রাধার ননদিনী
গ) রাধাকৃষ্ণের প্রেমের দূতী√
ঘ) শ্রী রাধার শ্বাশুড়ি
১৩। 'ইয়ংবেঙ্গল' কি?
ক) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙ্গালী যুবক√
খ) একটি সাময়িকপত্রের নাম
গ) একটি সাহিত্য গোষ্ঠীর নাম
ঘ) বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
১৪। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
ক) বিয়ে পাগলা বুড়ো√
খ) বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
গ) কল্কি অবতার ঘ) কিঞ্চিত জলযোগ
১৫। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
ক) মধ্যবর্তিনী
খ) প্রায়শ্চিত্ত
গ) ক্ষুধিত পাষাণ√
ঘ) শেষকথা
১৬। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
ক) বনী আদম
খ) চৈরসন্ধী
গ) জননী
ঘ) ক্রীতদাসের হাসি√
১৭। ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজসভার কবি?
ক) আরাকান রাজসভা
খ) কৃষ্ণনগর রাজসভার √
গ) লক্ষণসেনের রাজসভা
ঘ) রাজা গণেশের রাজসভা
১৮। 'সাম্য' গ্রন্থের রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়√
গ) মোহাম্মদ বরকতউল্লাহ
ঘ) মোহাম্মদ লৎফর রহমান
১৯। 'চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র?
ক) চন্ডীমঙ্গল খ) অন্নদামঙ্গল
গ) মনসামঙ্গল√ ঘ) ধর্মমঙ্গল
২০। "ফণিমনসা'' কাব্যের রচয়িতা কে?
ক) আহসান হাবীব খ) সিকানদার আবু জাফর গ) সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ) কাজী নজরুল ইসলাম√
২১। অস্ট্রিক জাতির অপর নাম কি?
ক)আর্য
খ)সংকর
গ)নিষাদ √
গ)সেমীয়
২২। ঢাকা সর্বশেষ কবে বাংলার রাজধানী হয়?
ক)১৬১০
খ)১৬৬০
গ)১৯০৫
ঘ)১৯৪৭ √
২৩। 'অপরাজেয় বাংলা ' ভাস্কর্যটি কবে উদ্বোধন করা হয়?
ক)১৬ ডিসেম্বর ১৯৭৯ √
খ)১৬ ডিসেম্বর ১৯৮০
গ)১৬ ডিসেম্বর ১৯৮১
ঘ)১৬ ডিসেম্বর ১৯৮২
২৪। হাজং উপজাতিদের বসবাস কোথায়?
ক)ময়মনসিংহ ও নেত্রকোনা √
খ)কক্সবাজার ও রামু
গ)রংপুর ও দিনাজপুর
ঘ)সিলেট ও মণিপুর
২৫। শায়েস্তা খানের কন্যা পরী বিবির আসল নাম কি ছিল?
ক)ইরাক দুখত
খ)ইরান দুখত √
গ)ফরাসি দুখত
ঘ)আরবী দুখত
২৬। বাংলাদেশের গণহত্যা দিবস কবে?
ক)২১ ফেব্রুয়ারি
খ)২৫ মার্চ √
গ)২৬ মার্চ
ঘ)১৪ ডিসেম্বর
২৭। রাষ্ট্রপতি সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
ক)৫৫(২)
খ)৫৬(২)
গ)৭২(১) √
ঘ)৭২(২)
২৮। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
ক)সেন্টমার্টিন
খ)লালপুর
গ)লালমোহন
ঘ)হাজীপুর √
২৯। সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?
ক)১৯(১)
খ)২৭
গ)২৮(১)
ঘ)২৮(২) √
৩০। বাংলাদেশ মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল এর কয়টি গোল অর্জন করতে সক্ষম হয়েছে?
ক)৪ টি
খ)৫টি
গ)৬ টি √
ঘ)৭ টি
৩১। রাজারবাগ পুলিশ লাইনে 'দুর্জয় 'ভাস্কর্যটির শিল্পী কে?
ক)হামিদুর রহমান
খ)মৃণাল হক√
গ)নভেরা আহমেদ
ঘ)শামিম শিকদার
৩২। হুমায়ন রশীদ চৌধুরী জাতিসংঘের কত তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন?
ক)৪০ তম
খ)৪১ তম √
গ)৪২ তম
ঘ)৪৩ তম
৩৩.বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন?
ক)১১ নং √
খ)৯ নং
গ)৪ নং
ঘ)২ নং
৩৪। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
ক)১৯৯৭
খ)১৯৯৮
গ)১৯৯৯ √
ঘ)২০০০
৩৫.শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
ক)বিয়াম
খ)নায়েম √
গ)টিটিসি
ঘ)ইউজিসি
৩৬.'সূর্য দীঘল বাড়ি' চলচ্চিত্রের পরিচালক কে?
ক)শেখ নিয়ামত আলী
খ)মহিউদ্দীন শাকের
গ)ক+খ √
ঘ)কোনটিই নয়
৩৭.বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন?
ক)ড. এনামুল হক
খ)অধ্যাপক মযহারুল ইসলাম √
গ)কাজী মোতাহার হোসেন
ঘ)ড. মুহাম্মদ শহীদুল্লাহ
৩৮। ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে কৃষিতে ভর্তুকির পরিমাণ কত?
ক)৬০০০ কোটি টাকা
খ)৭০০০ কোটি টাকা
গ)৮০০০ কোটি টাকা
ঘ)৯০০০ কোটি টাকা √
৩৯। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত আছে?
ক)বান্দরবন
খ)রাঙ্গামাটি √
গ)খাগড়াছড়ি
ঘ)কক্সবাজার
৪০। বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়?
ক)৪ জানুয়ারি ১৯৯০ √
খ)৪ জানুয়ারি ১৯৯৬
গ)৪ ফেব্রুয়ারি ১৯৯০
ঘ)৪ ফেব্রুয়ারি ১৯৯৬
৪১। বাংলাদেশ কবে OIC এর সদস্যপদ লাভ করে?
ক)২৩ ফেব্রুয়ারি ১৯৭২
খ)২৩ ফেব্রয়ারি ১৯৭৩
গ)২৩ ফেব্রুয়ারি ১৯৭৪ √
ঘ)২৩ ফেব্রুয়ারি ১৯৭৫
৪২। 'মনপুরা -৭০' কিসের প্রেক্ষাপটে আঁকা হয়?
ক)১৯৪৩ সালের দুর্ভিক্ষ
খ)ছিয়াত্তরের মন্বন্তর
গ)১৯৭০ সালের জলোচ্ছ্বাস √
ঘ)কোনটিই নয়
৪৩। বেসরকারি বিল কাকে বলে?
ক)স্পিকার যে বিলকে বেসরকারি বলে ঘোষণ দেন
খ)বিরোধী দলের সংসদ সদস্যদের উত্থাপিত বিল
গ)রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত বিল
ঘ)সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত বিল √
৪৪। SPARRSO কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক)১৯৮০ √
খ)১৯৮১
গ)১৯৮২
ঘ)১৯৮৩
৪৫। বাংলাদেশের সর্বশেষ স্থলবন্দর কোনটি?
ক)জীবননগর
খ)হিলি
গ)বিলোনিয়া
ঘ)বাল্লা √
৪৬। "অাল শাবাব" জঙ্গিগোষ্ঠী কোন দেশে দেখা যায়?
ক) নাইজেরিয়া
খ) তাঞ্জানিয়া
গ) সুরিনাম
ঘ) সোমালিয়া √
৪৭। If equal amount of water is poured in two bottoles, and bottles are filed with water 1/3rd and 1/2th. Then water of big bottle is poured into small bottle. What portion of small bottle will be empty?
ক) ½ খ) ⅓ গ) ¼ ঘ) None. √
৪৮। মাহমুদুল্লাহ ও সাকিব-অাল-হাসান কার্ডিফের ঐতিহাসিক বিজয়ে কত রানের পার্টনারশীপ গড়েন?
ক) ২২৩ খ) ২২২ গ) ২২৪√ ঘ) ২২৫
৪৯। বাংলাদেশ IORA এর সদস্য কবে হয়?
ক) ১৯৯৭ খ) ১৯৯৮
গ) ২০০০ ঘ) ১৯৯৯√
৫০। কত সালে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে হাইকোর্ট রায় প্রদান করে?
ক) ২০১১ সালে খ) ২০১২ সালে
গ) ২০০৯ সালে √ ঘ) ২০১০ সালে
৫১। বাইজেন্টাইনদের রাজধানীর নাম কি ছিল?
ক) ইস্তাম্বুল খ) কনস্ট্যানিপোল
গ) রোম ঘ) পার্সেপোলিস
৫২। We must look pleased or else he'll be ____
ক) dissatisfied√ খ) cross
গ) happy ঘ) delighted
৫৩। He advised me _____ smoking
ক) giving up খ) to give up√
গ) in giving up ঘ) from giving up.
৫৪। Why are you so angry _____
ক) at খ) with
গ) about √ ঘ) for
৫৫। I should appereciate it if you could complete this work ___Thuesday.
ক) by √ খ) in গ) untill ঘ)within
৫৬। The rich should not look down____ the poor.
ক) at খ) for গ) towards ঘ) upon √
৫৭। What would have happened if ____?
ক) The bridge is broken
খ) The bridge would break
গ) The bridge had broken√
ঘ) The bridge had been broken.
৫৮। Explain the meaning of "Brimg to pass".
ক) Cause to destroy
খ) Cause to happen √
গ) Cause to carry out
ঘ) Cause to convince
৫৯। Animal Farm was written by __
ক) George Orwell √
খ) Stevenson
গ) Swift
ঘ) Mark Twain
৬০। জেলা পরিষদ নির্বাচন ২০১৬ অনুষ্ঠিত হয় কবে ?
ক) ২১ শে নভেম্বর, ২০১৬
খ) ২৮ ডিসেম্বর, ২০১৬ √
গ) ২২ জানুয়ারী, ২০১৭
ঘ) ২৩ মার্চ, ২০১৭
৬১। ঢাকা মহানগর পুলিশের সম্প্রতি নতুন ইউনিটের নাম কী?
ক) CTTC √
খ) BTTC
গ) CMC
ঘ) DMP- Tigers
৬২। ঢাকা চট্রগ্রামের মধ্যে বিরতিহীন নতুন ট্রেনের নাম?
ক) সোনার বাংলা √
খ) প্রীতিলতা ওয়াদ্দেদার
গ) পাহাড়ি
ঘ) সূর্যসেন
৬৩। বাংলাদেশ বিমানের সম্প্রতি সংযুক্ত দুটি বোয়িং এর নাম?
ক) জয়যাত্রা ও নবযাত্রা
খ) মেঘদূত ও ময়ূরপঙ্খি √
গ) পলাশ ও বিজয়
ঘ) বঙ্গবন্ধু ও স্বপ্ন
৬৪। বাংলাদেশ ওষুধ রপ্তানি করে কয়টি দেশে?
ক) ১২৭ টি √
খ) ১২৫ টি
গ) ১৩০ টি
ঘ) ১৩৫ টি
৬৫। বাংলাদেশে পরিবর্তিত কর দিবস কবে?
ক) ৩০ নভেম্বর √
খ) ২৬ শে জুন
গ) ১ লা জুলাই
ঘ) ২৬ শে মার্চ
৬৬। 'I shall join the army' - এখানে
army
শব্দটি কোন প্রকার Noun?
a)Material
b)Proper
c)Common
d)Collective √
৬৭। Noun of the word poor is -
a)Poorify
b)Poority
c)Poorness
d)Poverty √
৬৮। Tell me --- that.
a)whom told you
b)that told you √
c)who told you
d)told you
৬৯। কোনটি reflexive pronoun?
a)He
b)Each
c)Myself √
d)Who
৭০। A word that takes the place of
noun is called -
a)subject
b)verb
c)object
d)pronoun √
৭১। Who,whice,what are
----- Pronoun?
a)Demonstrative
b)Reflexive
c)Relative √
d)Indefinite
৭২। Whice of the following
demonstrative pronoun?
a)he
b)yourself
c)those √
d)who
৭৩। Wordsworth introduced the
readers ----- a new kind of poetry.
a)with
b)at
c)to √
d)by
৭৪। Julia has been ill ---- three
months.
a)since
b)about
c)in
d)for √
৭৫। Some writers sink ---- oblivion in
course of time.
a)on
b)from
c)under
d)into √
৭৬। The captain left the boat, because
it -
a)turned down
b)turned up
c)turned bottom
d)turned over √
৭৭। He has paid the penalty --- his
crimes ---- five years in prison.
a)for,with√
b)at,by
c)about,at
d)after,in
৭৮। He divided the money --- the two
children.
a)among
b)between √
c)in between
d)over
৭৯। ---- the rain,the cricket match was
not cancelled.
a)Due to
b)Although
c)Despite of
d)In spite of √
৮০। I lent him a book ---- New York
yesterday.
a)on
b)about
c)in √
d)at
৮১। 7 টি সংখ্যার গড় 40। এর সাথে
3টি যোগ হলো। সংখ্যা 3টির গড় 21
সমষ্টিগতভাবে10টি সংখ্যার গড়?
a.37.4
b.33.3
c.34.3 √
d.32.3
৮২। ২,৩,৫,৯,১৭ এর পরবর্তী সংখ্যাটি
কত?
a.৩৩ √
b.৩০
c.৩২
d.৪৮
৮৩। ৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা
হলে,বার্ষিক সুদের হার
a.১০%
b.৫% √
c.৮%
d.১২%
৮৪। ৪০মি দীর্ঘ রশিকে ৩:৭:১০
অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির
দৈর্ঘ্য কত
a.২০ √
b.৩০
c.১৬
d.১৪
৮৫। দুটি সংখ্যার গুণফল ১৮৯ ,যোগফল
৩০। সংখ্যাদুটি
a.৯,২১ √
b.৭,২৩
c.৮,২২
d.১৮,২২
৮৬। a³-b³=513 এবং a-b=3,
ab=?
a.48
b.54 √
c.45
d.60
৮৭। x+y=17, xy=60, (x-y)=?
a.7 √
b.9
c.8
d.10
৮৮।12 ও96এর মধ্যে এরাসহ কয়টি
সংখ্যা 4দ্বারা বিভাজ্য
a.21
b.22 √
c.23
d.24
৮৯। ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন
কোনদ্বয়
a.সমকোণ
b.স্থূলকোণ
c.সূক্ষকোণ √
d.সরলকোণ
৯০। চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর
সংযোজন রেখাংশের প্রত্যেকটি
a.ভূমি
b.কর্ণ √
c.উচ্চতা
d.মধ্যমা
৯১। ৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৭ ভাগ,B এর ৩ ভাগ এবং C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?
ক) ৯ কেজি।√
খ) ১২ কেজি।
গ) ১৭ কেজি।
ঘ) ৫১ কেজি।
৯২। ২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
ক) ২০
খ) ৩৮০
গ) ১৯০ √
ঘ) ৭৬০
৯৩। ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
ক) ১২০%
খ) ১২৫%
গ) ১৪০%
ঘ) ১৫০% √
৯৪। যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
ক) ২০% √
খ) ১৬%
গ) ১১%
ঘ) ৯%
৯৫। ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেইল করলে পাসের হার কত?
ক) ২৫%
খ) ৩০% √
গ) ২৮%
ঘ) ৩২%
৯৬। ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ১১ টি
খ) ৯ টি
গ) ৮ টি
ঘ) ১০ টি √
৯৭। কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
ক) ৭৭/১৪৩
খ) ১০২/২৮৯
গ) ১১৩/৩৫৫ √
ঘ) ৩৪৩/১০০১
৯৮। ৯,৩৬,৮১,১৪৪,... এর পরবর্তী সংখ্যা কোনটি?
ক) ১৬৯
খ) ২৫৬
গ) ২২৫ √
ঘ) ২৭২
৯৯। ৭২ সংখ্যাটির মোট ভাজক কতটি?
ক) ৯টি
খ) ১০টি
গ) ১১টি
ঘ) ১২টি √
১০০। ১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য --
ক) ২৪ সেমি √
খ) ১৮ সেমি
গ) ১৬ সেমি
ঘ) ১২ সেমি

Post a Comment

0 Comments