Recents in Beach

সাডেন_টেস্ট_১

সাডেন_টেস্ট_১
পূর্ণমানঃ ১০০
সময়ঃ ৫০ মিনিট
(প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাঁটা যাবে)
.
১. ২০১৮ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পায়নি কে?
ক) অার্থার অসকিন
খ) জেরার্ড মোরউ
গ) ডোনা স্ট্রাইকল্যান্ড
ঘ) সবাই পেয়েছেন 
২.It is man who is the maker of his own fortune .(Simple)
a)Man is the maker of his own fortune.
.b)Man makes of his own fortune.
c)Men are the makers of his own fortune.
d)Men make his own fortune.
৩.‘ I know her birth place. Make ut complex ----
a)I know that place to her birth.
b)I know her place where she was born.
c)I know where she was born.
d)I know where her birth place was.
৪. Which one is complex sentence -----
a)I am weak but I can walk
b)The boy whom I love is handsome.
c)I know where her birth place was.
.
৫.Do passive..."He sings a song."
a)A song is sung by him.
b)A sing is song by him
c)A song is be sung by him
d)A sung is be sing by him.
.
৬.I Help him. Make it passive......
a)Let him be helped.
b)who helped by him
c)Let be helped him.
d)Let it be helped him
.
৭."They have informed him of his mother’s death." Make passive ,,,,,,
a)He has been informed of his mother’s death. 
b)He had been informed of his mother.
c)He had been informed of his mother by them.
d)He have been informed of his mother.
৮.Rasul is the smaller ______ the two boys.
a)of
b)as
c)than
d)before
৯.Which one is correct??
a)This is a false statement.
b)This is more false statement.
c)This is a most false statement.
d)The statement is most false.
.১০.Choose the correct sentence.
a)My pen is costlier than you.
b)My pen is costlier than yours.
c)My pen is costlier than yous .
d)My pen is costlier from yours.
১১.."The rose smells sweet."Make it passive......
a)The rose is sweet when it is smell.
b)The rose is sweet when it is smelt.
c)The rose is sweet than it is smelt.
d)The rose is sweet than it is smell.
১২,Tell him to do it" Make it passive,,,.......
a)Let him be told to do it.
b)He may be told to do it.
c)Let him told to do it.
d)Let him tell to do it.
১৩.who can do it??? Make it passive.....
a)By whom can it be did?
b)By whom can it be do?
c)By whom could also it be done?
d)By whom can it be done?
.
১৪.Let it be done. Make it active.........
a)Lat me do it.
b)I have done it.
c)Do it.
d)It is done by me.
.
১৬. Which one is comparative degree???
a) Very few boys in the class are as tall as John.
b) John is the tallest boy in the class.
c ) John is taller than most other boys in the class.
d) John is one of the tallest boy.
.১৭.Which one is correct???
a)Nobody else but Karib can do it.
b)Nobody else than Karib can do it.
.c)Nobody else like Karib can do it.
.d)Nobody else as Karib can do it.
১৮.It's a most unique news of the all news.This sentence is _________
a)right
b)wrong
c)right but grammatically wrong.
d)none of them
.
.
১৯.Mahmood Ahmadi has_____ power in this group.
a)most supreme
b)more supreme
c)supreme
d)none of this
২০.Which sentence is correct???
a) He saw a most wonderful sight.
b) It is the most interesting book.
c) Many a flowers is born to blust unseen.
২১. 'The Calcutta' পত্রিকায় প্রকাশিত 'Bengali Literature' গ্রন্থটি কার লেখা?
ক)মাইকেল মধুসূদন দত্ত
খ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
গ)সৈয়দ আলী আহসান
ঘ)রবীন্দ্রনাথ ঠাকুর।
২২.নিচের কোনটি ব্যতিক্রম?
ক)আলেয়া
খ)ঝিলিমিলি
গ)রুদ্রমঙ্গল 
ঘ)পুতুলের বিয়ে
২৩.'বিবি কুলসুম' কোন ধরণের রচনা?
ক)জীবনীগ্রন্থ 
খ)উপন্যাস
গ)প্রবন্ধ
ঘ)কাব্য
২৪.নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়?
ক)ঝরা পালক
খ)মহাপৃথিবী
গ)বেলা অবেলা কালবেলা
খ)কবিতার কথা 
২৫.জসীম উদ্দিন কত সালে একুশে পদক পান?
ক)১৯৭২ সালে
খ)১৯৭৪ সালে
গ)১৯৭৬ সালে 
ঘ)১৯৭৮ সালে
২৬.নিচের কোনটি কায়কোবাদের উপাধি নয়?
ক)কাব্যভূষণ
খ)বিদ্যাভূষণ
গ)সাহিত্যরত্ন
ঘ)পদ্মভূষণ 
২৭.'স্পেন বিজয় কাব্য' কোন ধরণের রচনা?
ক)কাব্যগ্রন্থ
খ)রম্যরচনা
গ)ভ্রমণকাহিনী
ঘ)মহাকাব্য 
২৮.মানিক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক নাম কি?
ক)প্রবোধকুমার মুখোপাধ্যায়
খ)প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় 
গ)অসিতকুমার মুখোপাধ্যায়
ঘ)অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
২৯.নিচের কোনটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত?
ক)সাত সাগরের মাঝি
খ)মুহূর্তের কবিতা
গ)পাঞ্জেরি 
ঘ)সিন্দাবাদ
৩০.আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক)সারা দুপুর
খ)ছায়া হরিণ
গ)রাত্রিশেষ 
ঘ)আশায় বসতি
৩১.'বিশ্বনবী' গ্রন্থের রচয়িতা কে?
ক)গোলাম মোস্তফা 
খ)ফররুখ আহমদ
গ)মাওলানা আকরম খাঁ
ঘ)মীর মোশাররফ হোসেন
৩২.নিচের কোনটি সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা নয়?
ক)মাসিক সমকাল
খ)দৈনিক ইত্তেফাক 
গ)দৈনিক ইত্তেহাদ
ঘ)দৈনিক মিল্লাত
৩৩.'বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধঃ দলিলপত্র' কয় খন্ডে রচিত?
ক)১৪ খন্ডে
খ)১৫ খন্ডে 
গ)১৬ খন্ডে
ঘ)১৭ খন্ডে
৩৪.'মজলুম আদিব' ছদ্মনাকে কে কবিতা লিখতেন?
ক)সৈয়দ শামসুল হক
খ)শামসুর রহমান 
গ)হাসান আজিজুল হক
ঘ)হাসান হাফিজুর রহমান
৩৫.বেগম সুফিয়া কামাল কোন ধরণের কবি?
ক)মহাকবি
খ)গীতিকবি 
গ)ছন্দের কবি
ঘ)পল্লীকবি
৩৬.বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক 'কবিতার কথা' গ্রন্থটি কার লেখা?
ক)জীবনানন্দ দাস
খ)সৈয়দ আলী আহসান 
গ)জসীম উদ্দিন
ঘ)রবীন্দ্রনাথ ঠাকুর
৩৭.নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ?
ক)সঞ্চয়িতা
খ)সঞ্চিতা 
গ)সঞ্চয়ন
ঘ)সঞ্চরণ
৩৮.'শেষের কবিতা' কোন ধরণের উপন্যাস?
ক)রোমান্টিক
খ)মনস্তাত্ত্বিক
গ)রাজনৈতিক
ঘ)সামাজিক
৩৯.সৈয়দ শামসুল কবে মৃত্যুবরণ করেন?
ক)২৫ সেপ্টেম্বর ২০১৬
খ)২৬ সেপ্টেম্বর ২০১৬
গ)২৭ সেপ্টেম্বর ২০১৬ 
ঘ)২৮ সেপ্টেম্বর ২০১৬
৪০.রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষ লেখা' কোনটি?
ক)শেষলেখা 
খ)শেষ প্রশ্ন
গ)শেষের কবিতা
ঘ)শেষের পরিচয়
৪১.বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কোন ধরণের?
ক)পুঁজিবাদী
খ)সমাজতান্ত্রিক
গ)মিশ্র 
ঘ)ইসলামী
৪২.বাংলাদেশে এ পর্যন্ত কয়টি দ্বিবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়?
ক)১ টি 
খ)২ টি
গ)৩ টি
ঘ)৪ টি
৪৩.বাংলাদেশের বাজেট কোন ধরণের?
ক)উদ্বৃত্ত বাজেট
খ)ঘাটতি বাজেট 
গ)সুষম বাজেট
ঘ)সম্পূরক বাজেট
৪৪.বাংলাদেশ সরকার কত বছরের কর্মসূচি হিসেবে ADP ঘোষণা করে?
ক)৪ বছর
খ)৩ বছর
গ)২ বছর
ঘ)১ বছর 
৪৫.কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
ক)আয়কর
খ)মূল্য সংযোজন কর 
গ)ভূমি রাজস্ব
ঘ)আমদানি ও রপ্তানি শুল্ক
৪৬.কোন সময়ে মঙ্গা দেখা দেয়?
ক)বৈশাখ-আষাঢ়
খ)শ্রাবণ-ভাদ্র
গ)ভাদ্র-কার্তিক 
ঘ)পৌষ-মাঘ
৪৭.VGF. বলতে বুঝায়?
ক)Vulnerable Group Feeding 
খ) Vulnerable Group Funding
গ)Vulnerable Group Finding
ঘ)Vulnerable Group Founding
৪৮.অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ পর্যন্ত কয়টি বাজেট ঘোষণা করেন?
ক)১০ টি
খ)১১ টি 
গ)১২ টি
ঘ)১৩ টি
৪৯.২০১৭-১৮ অর্থবছরে সাধারণ করমুক্ত আয়সীমা?
ক)২৩০০০০ টাকা
খ)২৪০০০০ টাকা
গ)২৫০০০০ টাকা 
ঘ)২৭৫০০০ টাকা
৫০.বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
ক)১ জুন ২০১৪
খ)১ জুন ২০১৫
গ)১ জুলাই ২০১৪
ঘ)১ জুলাই ২০১৫ 
৫১ বাংলাদেশ উন্নয়ন ফোরামের(BDF) এর প্রতিষ্ঠাকালীন নাম কি ছিল?
ক)বাংলাদেশ এইড গ্রুপ 
খ)বাংলাদেশ ফ্রেন্ডস গ্রুপ
গ)বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি
ঘ)বাংলাদেশ কমিশন
৫২.বাংলাদেশে চলমান প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কত?
ক)২০১০-২০২০
খ)২০১১-২০২১
গ)২০১০-২০২১ 
ঘ)২০১২-২০২১
৫৩.জাতীয় পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে?
ক)প্রধানমন্ত্রী 
খ)অর্থমন্ত্রী
গ)পরিকল্পনামন্ত্রী
ঘ)বাংলাদেশ ব্যাংকের গভর্ণর
৫৪.অর্থমন্ত্রণালয়ের বিভাগ কতটি?
ক)৩ টি
খ)৪ টি 
গ)৫ টি
ঘ)৬ টি
৫৫.বাংলাদেশে এ পর্যন্ত কয়টি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে?
ক)২ টি 
খ)৩ টি
গ)৪ টি
ঘ)৫ টি
৫৬.বাংলাদেশ উন্নয়ন ফোরামের সদস্য কতটি?
ক)১৬ টি
খ)১৮ টি
গ)২০ টি 
ঘ)২২ টি
৫৭.বাংলাদেশ কতসালে যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করে?
ক)১৯৭৮ সালে
খ)১৯৭৯ সালে
গ)১৯৮০ সালে
ঘ)১৯৮২ সালে 
৫৮.'পরার্থপরতার অর্থনীতি ' বইটি কার লেখা?
ক)আবুল মাল আব্দুল মুহিত
খ)আলী ইমাম মজুমদার
গ)অধ্যাপক আবুল বারাকাত
ঘ)আকবর আলী খান 
৫৯.বর্তমানে জিডিপির প্রবৃদ্ধি কত?
ক)৭.০৫%
খ)৭.১৫%
গ)৭.২৪% 
ঘ)৭.৩%
৬০.TIN দ্বারা কি বুঝায়?
ক)Taxpayers Identification Number 
খ)Tax Identification Number
গ) Tax on Identification Number
ঘ)কোনটিই নয়
৬১.বর্তমানে মূল্যস্ফীতি কত?
ক)৫%
খ)৫.২৫%
গ)৫.৫% 
ঘ)৫.৭৫%
৬২.কোন দেশ থেকে বাংলাদেশ সর্বোচ্চ রেমিট্যান্স আয় করে?
ক)যুক্তরাষ্ট্র
খ)সৌদি আরব 
গ)সংযুক্ত আরব আমিরাত
ঘ)যুক্তরাজ্য
৬৩.২০১৭-১৮ অর্থবছরে এডিপিতে বরাদ্দকৃত অর্থ জিডিপির কত শতাংশ?
ক)৫.৯%
খ)৬.৯% 
গ)৭.৯%
ঘ)৮.৯%
৬৪.VAT কোন ধরণের কর?
ক)প্রত্যক্ষ কর
খ)পরোক্ষ কর 
গ)সম্পূরক কর
গ)পরিপূরক কর
৬৫.জাতীয় মূসক দিবস কবে?
ক)১০ মে
খ)১০ জুন
গ)১০ জুলাই 
ঘ)১০ সেপ্টেম্বর
৬৬.প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় কবে?
ক)১৯৭২-১৯৭৭
খ)১৯৭৩-১৯৭৮ 
গ)১৯৭৪-১৯৭৯
ঘ)১৯৭৫-১৯৮০
৬৭.বাংলাদেশে ১০০০ টাকা মূল্যমানের নোট কবে থেকে চালু হয়েছে?
ক)৭ অক্টোবর ২০০৮
খ)১৭ অক্টোবর ২০০৮
গ)২৭ অক্টোবর ২০০৮ 
ঘ)৩১ অক্টোবর ২০০৮
৬৮.বাংলাদেশে সরকারি নোট কয়টি?
ক)২ টি
খ)৩ টি 
গ)৪ টি
ঘ)কোনটিই নয়
৬৯.বাংলাদেশে কতটি স্টক এক্সচেঞ্জ আছে?
ক)১ টি
খ)২ টি 
গ)৩ টি
ঘ)৪ টি
৭০.BRAC এর পূর্ণরুপ কি?
ক)Bangladesh Rural & Credit Body
খ)Bangladesh Rural Credit Agency
গ)Bangladesh Rural Advancement Committee 
ঘ)Bangladesh Rural Advancement Counsil
71. 1+2+3+ . . . . . . . . +50 =?
a.3645
b.1275 
c.7512
d.5062
72. 3+6+9+. . . . . . . . . . . +36 = ?
a.234
b.432
c.324
d.342
73. ১ + ৪ + ৭ + ১০ + -------- + ৭৩ সমান্তর ধারাটির যোগফল কত হবে?
ক. ৯২৫
খ. ১১২৫
গ. ১০২৫
ঘ. ১২২৫
74. ১,৩,৫ -------------- কোন পদ ৩৮৩ হবে?
ক.১৯২
খ.১৩২
গ.১২৪
ঘ.১৪২
75. Log2+log4+log8+. ……..ধারাটির প্রথম ১০টি পদের সমষ্টি কত?
a. 45 log11
b. 55 log2
c. 36 log 11
d. 66 log 11
76.2+4+8+16+ . . . ..ধারাটির ৭ম পদ কত?
a.128
b.120
c.125
d.124
77. ২+৪+৮+১৬+ . . . .. . ধারাটির কত তম পদের মান ১২৮?
ক.৬
খ.৭
গ.৮
ঘ.৯
78. একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি ২০ এবং ষষ্ঠ ( ৬ - তম) পদটি ১৬০ হলে প্রথম পদটি কত?
ক ৫ 
খ ১০
গ ১২
ঘ ৮
79. 5+x+y+135 গুণোত্তর ধারাটির x ও y এর মান কত?
ক ১৫, ২০
খ ১০, ২০
গ ১৫, ৪০
ঘ ১৫, ৪৫
80. 2+4+8+16+ . . . . . . .ধারাটির n সংখ্যক পদের সমষ্টি ২৫৪ হলে n এর মান কত?
ক. 4
খ. 5
গ. 6
ঘ. 7
81. 2 - 4 + 8 - 16 + . . . ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত?
a.52
b.58
c.56
d.86
82. ২, ৫, ৮,................... ৭ম পদ কত?
ক. ২০
খ. ২২
গ. ১৮
ঘ. ১৬
83. ৫ থেকে ৩৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
ক. ৬০০
খ. ৬১০
গ. ৬২০ 
ঘ. ৬৩০
84. ২,৪,৬.....................কোন পদ ৯৪ হবে?
ক. ৪৬
খ. ৪৭
গ. ৪৮
ঘ. ৪৯
85. একটি সমান্তর ধারার তৃতীয় পদ ২০ এবং সপ্তম পদ ১২ হলে ধারাটির সাধারন অন্তর কত?
ক. -২
খ. -৪
গ. ২
ঘ. ৪
৮৬। সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
ক) সজিব ওয়াজেদ জয়
খ) সায়মা ওয়াজেদ হোসেন 
গ) শেখ রেহানা
ঘ) শফিক অাহমেদ
৮৭। এসডিজি সূচক বাস্তবায়নে ১৫৭ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম ?
ক) ১২০ তম 
খ) ১২২ তম
গ) ১৩৯ তম
ঘ) ১৩৬ তম
৮৮। বর্তমানে ঢাকা বিশ্বের কত তম মেগাসিটি?
ক) ৯ম 
খ) ৭ম
গ) ষষ্ঠ
ঘ) ৫ম
৮৯। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কত শতাংশ কর্মক্ষম মানুষ রয়েছে ?
ক) ৬০%
খ) ৬৮%
গ) ৭৫%
ঘ) ৮০%
৯০। বাংলাদেশে সবচেয়ে কোন দেশ থেকে বেশি পর্যটক আসে ?
ক) ভারত
খ) চীন 
গ) অস্ট্রেলিয়া
ঘ) অামেরিকা
৯১। বাংলাদেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় হবে?
ক) রাজশাহী
খ) সিলেট 
গ) রংপুর
ঘ) চট্টগ্রাম
৯২। পোশাক রপ্তানিতে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান কততম?
ক) ১ম
খ) ২য় 
গ) ৩য়
ঘ) ৪র্থ
৯৩। মুসলিম বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কততম ?
ক) ৪র্থ 
খ) ৫ম
গ) ৬ষ্ঠ
ঘ) ৭ম
.
৯৪। সম্প্রতি জাতিসংঘে ’পারমানবিক অস্ত্র নিষিদ্ধকরণ’ চুক্তি পাস হয়েছে কবে ?
.
ক) ৮ জুলাই ২০১৭ 
খ) ৭ মে ২০১৭
গ) ৪ এপ্রিল, ২০১৭
ঘ) কোনটিই নয়।
৯৫। সম্প্রতি ‘হোয়াসং-১৪’ নামে আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্রের(আইসিবিএম) এর সফল পরীক্ষা চালিয়েছে কোন দেশ ?
ক) উত্তর কোরিয়া 
খ) দক্ষিন কোরিয়া
গ) চীন
ঘ) পাকিস্তান
৯৬। মালাবার-২০১৭ কী ?
ক) বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র, ভারত ও জাপান কর্তৃক পরিচালিত নৌ মহড়ার নাম 
খ) ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র, ভারত ও জাপান কর্তৃক পরিচালিত নৌ মহড়ার নাম
গ) দক্ষিন চীন সাগরে যুক্তরাষ্ট্র, ভারত ও জাপান কর্তৃক পরিচালিত নৌ মহড়ার নাম
ঘ) কোনটিই না।
৯৭। এশিয়ার কোন দেশ কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে?
ক) ভারত
খ) নাইজেরিয়া
গ) দক্ষিন কোরিয়া
ঘ) মালদ্বীপ 
৯৮। রাশিয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সম্প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করে। পুরস্কারটির নাম কী?
ক) অর্ডার অব সেন্ট অ্যান্ড্রিউ 
খ) স্ট্রালিন পিস অ্যাওয়ার্ড
গ) জার পিস অ্যাওয়ার্ড
ঘ) কোনটিই না
৯৯। knowledgeable is boundless"is a _______sentence.
a) Compound
b) complex
c) simple 
d)none
১০০। সম্প্রতি "ঠান্ডা শুরু" তত্ত্বের কথা উল্লেখ করেছে কোন দেশের সেনাবাহিনী?
ক) পাকিস্তান
খ) চীন
গ) কাতার
ঘ) ভারত 

Post a Comment

0 Comments