Recents in Beach

কারেন্ট_অ্যাফেয়ার্স


#কারেন্ট_অ্যাফেয়ার্স থেকে ১০০টি প্রশ্নোত্তর

০১|| বর্তমানে বাংলাদেশের স্বাক্ষরতার হার কত?
®→৭২.৯%(৮ সেপ্টেম্বর ২০১৮)

০২|| বিশ্বের সর্ববৃহৎ মসজিদ কোনটি?
®→মসজিদুল হারাম,২য় মসজিদে নববী,
৩য় আলজেরিয়া গ্র্যান্ড মসজিদটি।

০৩|| মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৮ এর শীর্ষ,সর্বনিম্ন ও বাংলাদেশের অবস্থান কততম?
®→শীর্ষ নরওয়ে,সর্বনিম্নে নাইজার।বাংলাদেশ ১৩৬তম।

০৪|| গড় আয়ুতে শীর্ষ,সর্বনিম্ন দেশ কোনটি?
®→জাপান,সিয়েরা লিওন।

০৫|| বিশ্ব জনসংখ্যা কত?
®→৭৫৫.০৩ কোটি, বৃদ্ধির হার ১.১%

০৬|| মাথাপিছু আয়ে শীর্ষ ও সর্বনিম্ন দেশের নাম কী?
®→কাতার, সর্বনিম্ন-মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

০৭|| সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
®→মালদ্বীপ

০৮|| সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
®→মালদ্বীপ

০৯|| GDP'র চূড়ান্ত হিসাব ২০১৭-১৮ অনুযায়ী দেশের মাথাপিছু আয় কত মা.ড. ও প্রবৃদ্ধির হার কত?
®→১৭৫১ মা.ড. প্রবৃদ্ধির হার ৭.৮৬%

১০|| ২০১৮ সালে ১২তম সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
®→মালদ্বীপ(৩/২ গোলে)

১১|| ২০২০ সালে ত্রয়োদশ সাফ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
®→পাকিস্তানে।

১২|| বাংলাদেশে মোট মেট্রোপলিটন থানা কতটি?
®→১১০টি।

১৩|| বর্তমানে দেশে সরকারি MBBS মেডিকেল কলেজ কতটি?
®→৩৬টি

১৪|| বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
®→৪৩টি(৪৩তম খুলনা কৃষি বিশ্ববি.)

১৫|| বর্তমানে দেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কতটি?
®→৫টি(৫তম খুলনা কৃষি বিশ্ববি.)
রমজান...

১৬|| আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮ আইন পাশ হয় কবে?
®→১৯ সেপ্টেম্বর ২০১৮।

১৭|| পাকিস্তানের ১৩তম ও বর্তমান প্রেসিডেন্ট কে?
®→আরিফুর রেহমান আলভি।

১৮|| অস্ট্রেলিয়ার ৩০তম ও বর্তমান প্রধানমন্ত্রী কে?
®→স্কট মরিসন

১৯|| বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্যের নাম কী?
®→Statue of Unity(ঐক্যে  ভাস্কর্য)-৫৫৭ফুট ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী লৌহমানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মান প্রদর্শনে।

২০|| বিশ্বের কোন দেশ প্রথম Electromagnetic রকেট উদ্ভাবন করে?
®→ চীন

২১|| মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের নাম কী?
®→ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।

২২|| এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর বর্তমান সদস্য দেশ কতটি?
®→৬৮টি(৬৮তম সুদান)

২৩|| ICSID'র বর্তমান সদস্য দেশ কতটি?
®→১৫৪টি(১৫৪তম মেক্সিকো)

২৪|| "নয়া চীন ভ্রমণ,স্মৃতিকথা ও আগড়তলা ষড়যন্ত্র মামলা বইগুলোর লেখক কে?
®→বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২৫|| অনুপ্রেরণা ১৯"কী?
®→গাজীপুর সার্কিট হাউস প্রাঙ্গণে নির্মিতব্য স্মারক ভাস্কর্য।
___রমজান

২৬|| "সাঁওতাল রমণী"কার বিখ্যাত চিত্রকর্ম?
®→শিল্পাচার্য জয়নুল আবেদিনের।

২৭|| ৫ সেপ্টেম্বর ২০১৮ দেশের বিমানবহরে যুক্ত বিমানটির নাম কী?
®→ আকাশবীণা

২৮|| বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ কোনটি?
®→ মার্কিন যুক্তরাষ্ট্র(১৯৭৩ সালের পর এবারই প্রথম শীর্ষস্থান দখল করে)

২৯|| পঞ্চম BIMSTEC সম্মেলন কোন দেশে হবে?
®→শ্রীলংকায়

৩০|| সুদানের বর্তমান প্রধানমন্ত্রী কে?
®→মুনতাজ মুসা আবদুল্লাহ

৩১|| বিশ্বের প্রথম ভাসমান দুগ্ধখামার কোন দেশে অবস্থিত?
®→নেদারল্যান্ডে।

৩২|| কিসমিস উৎপাদনে ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
®→তুরস্ক

৩৩| জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনের সভাপতি কে?
®→ মারিয়া ফার্নান্দো এস্পিনোসা গারসেস,ইকুয়েডর।

৩৪|| সম্প্রতি গহিন পাহাড়ে খোঁজে পাওয়া "তিনাম ঝরনা"কোথায় অবস্থিত?
®→আলীকদম, বান্দরবানে।

৩৫|| সেপ্টেম্ববরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ করেন?
®→ IPS(International Achievement Award এবং Special Recognition for Outstanding Leadership Award"।

Completed by Ramjan

৩৬ ||বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকাশিত কতটি ভাষণের মুখবন্ধ(ভূমিকা)
লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?
®→১০০টি ভাষণের সমন্বয়ে প্রকাশিত গ্রন্থ।

৩৭|| বঙ্গবন্ধুর জীবনীর উপর কোন বিখ্যাত ভারতীয় পরিচালক ও চিত্রনাট্যকার চলচ্চিতার  নির্মাণ করবে?
®→শ্যাম বেনেগাল
(সে ইতঃপূর্বে নেতাজি সুভাষ চন্দ্র বসুর উপর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছে)

৩৮|| বঙ্গবন্ধুর লেখা সর্বশেষ কোন ৩টি বই প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে?
®→নয়া চীন ভ্রমণ
®→আগরতলা ষড়যন্ত্র মামলা
®→স্মৃতিকথা

৩৯|| ২০১৯ সালে নয়া চীন ভ্রমণ বইটি প্রকাশ করবে কোন প্রতিষ্ঠান?
®→বাংলা একাডেমি।

৪০|| ঢাকায় নতুন পরবর্তী মার্কিন রাষ্ট্রদূতের নাম কী?
®→আল রবার্ট মিলার।

৪১|| বেলারুশ ও সুদানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
®→স্যারহে রুমাস ও মুসা আব্দুল্লাহ

৪২|| হাইতির বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
®→জ্যাঁ হেনরি সিয়ান্ট(১৭ সেপ্টে.২০১৮)

৪৩|| আন্তর্জাতিক গণতন্ত্র ও বিশ্ব ফুসফুস দিবস কবে?
®→১৫ সেপ্টে. ও ২৫ সেপ্টেম্বরে।

৪৪|| বিশ্ব পর্যটন দিবস কবে?
®→২৭ সেপ্টেম্বরে।

৪৫|| "A Broken Deam" বইটির লেখক কে?
®→সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা(এস কে সিনহা)

৪৬|| ৩৭জন বাঙালি কবির প্রায় সাড়ে তিনশ কবিতা নিয়ে প্রকাশিত বইয়ের নাম কী?
®→Under the Blue Roof.
প্রকাশ করে অনলাইন গ্রন্থ বিক্রেতা আমাজন

৪৭|| বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
®→Sputnik-1
(মহাকাশে পাঠায় রাশিয়া ৪ অক্টো-১৯৫৭ সালে)

৪৮|| ওয়েবসাইট ভিত্তিক গোপন তথ্য প্রচার মাধ্যম উইকলিকস কত সালে যাত্রা করে?
®→৪ অক্টোবর ২০০৬

৪৯|| বিশ্বের সেরা শীর্ষ বন্দরের নাম কী?
®→সাংহাই,চীন।

৫০|| বিশ্বে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কততম?
®→৭০তম
___Complied by Ramjan

৫১|| বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি "তালাক"দেয়?
®→বরিশালে(কম চট্টগ্রাম ও সিলেট)

৫২|| দেশের কত শতাংশ মানুষ মনে করে টাকা না দিলে চাকরি হয় না?
®→৮৯%

৫৩|| "মানব পুঁজিতে"শীর্ষ দেশ কোনটি?
®→ফিনল্যান্ড(সর্বনিম্ন- নাইজার)

৫৪|| "মানব পুঁজিতে"বাংলাদেশ কততম?
®→১৬১তম।

৫৫|| ২৪ ফেব্রুয়ারি ২০১৯ এ বসবে অস্কার পুরস্কারের কততম আসর?
®→৯১তম

৫৬|| ২০১৮ সালে ফিফা বর্ষসেরা পুরস্কার লাভ করেন কে?
®→লুকা মডরিচ

৫৭|| বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়?
®→১১ মে ২০১৮

৫৮|| বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বে কততম দেশ হিসেবে বাংলাদেশ গৌরবের ভাগিদার হয়?
®→৫৭তম।

৫৯|| এশিয়ার অন্যতম বাণিজ্যিক শীর্ষ স্থানীয় স্যাটেলাইট কোম্পানির নাম কী?
®→থাইকম।

৬০|| দেশের প্রথম "Y"আকৃতির সেতুটি কোথায়?
®→কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায়।

৬১|| (২০১৭-১৮)অর্থ বছরে দেশে প্রবৃদ্ধির হার কত?
®→৭.৮৬%।মাথাপিছু আয় ১৭৫১ মা.ক.ডলার।

৬২|| দেশের প্রথম পাঁচতারকা হোটেলের নাম কী?
®→ইন্টার কন্টিনেন্টাল(১৯৮৩-১১)পর্যন্ত শেরাটন,(২০১১-২০১৪)রূপসী বাংলা নাম ছিল।

৬৩|| বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কোনটি?
®→"ব-দ্বীপ পরিকল্পনা ২১০০"

৬৪|| পদ্মা,মেঘনা, সমুদ্রের ইলিশ নিয়ে কাজ করে কোন বিশ্ববিদ্যালয় ইলিশের জীবনরহস্য উন্মোচন করেন?
®→বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

৬৫|| বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন কে?
®→রিভা গাঙ্গুলি দাস
(বর্তমান হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার জায়গায় নিযুক্ত হবেন)
___রমজান____

৬৬|| ICC(আন্তর্জাতিক অপরাধ আদালত) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
®=> নেদারল্যান্ডের হেগ শহরে।

৬৭|| মিয়ানমারের সামরিক বাহিনির সর্বাধিনায়ক ও সেনাপ্রধান জেনারেল কে?
®=>মিন অং হ্লাইং

৬৮|| প্রথমবারের মতো কোন দেশের প্রধান সেনাপ্রধান ফেসবুক থেকে নিষিদ্ধ হয়?
®=>মিয়ানমারের মিন অং হ্লাইং

৬৯|| বিশ্বের অষ্টম পারমাণবিক শক্তিধর দেশের নাম কী?
®=>উত্তর কোরিয়া(৯ অক্টো.২০০৬)

৭০|| "Vostok 2018 বা প্রাচ্য ২০১৮"কী?
®=>রাশিয়া ও চীনের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সামরিক মহড়া।

৭১|| মালদ্বীপের বর্তমান ও ৭ম প্রেসিডেন্টের নাম কী?
®=>ইব্রাহিম মোহাম্মদ সোলিহ

৭২|| কারবালার যুদ্ধ হয়েছিল কত সালে?
®=> ১০অক্টো.৬৮০ সালে।

৭৩|| ইমরান খান পাকিস্তানের কততম প্রধানমন্ত্রী?
®=> ২২তম
(১৩তম প্রেসিডেন্ট আরিফুর রেহমান আলভি)

৭৪|| ইউরোপীয় ব্যাংক EBRD এর বর্তমান সদস্য কতটি?
®=>৬৯টি।

৭৫|| এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক
(AIIB) এর বর্তমান সদস্য দেশ কতটি?
®=> ৬৮টি(সর্বশেষ সুদান)

৭৬|| BIMSTEC এর সদস্য দেশ কতটি?
®=>৭টি।

৭৭|| BIMSTEC কোন ধরনের জোট?
®=> অর্থনৈতিক জোট।

৭৮|| BIMSTEC এর সর্বশেষ বা ৪র্থ শীর্ষ সম্মেলন হয় কোন দেশে?
®=> নেপালের কাঠামান্ডুতে।

৭৯|| BIMSTEC এর বর্তমান চেয়ারম্যান কে?
®=> শ্রীলংকার মাইথ্রিপালা সিরিসেনা।

৮০|| ভারতে কতটি বিমানবন্দর রয়েছে?
®=> ১০০টি(সর্বশেষ সিকিমের পাকইয়ং)

৮১|| জাতিসংঘের প্রথম কৃষ্ণাঙ্গ ও ৭ম মহাসচিব কে ছিলেন?
®=> ঘানার কফি আনান(২০০৭ সালে নোবেল পান)

৮২|| কফি আনানের একমাত্র আত্মজীবনীর নাম কী?
®=> A Life in War and Peace.

৮৩|| বঙ্গবন্ধু "জুলিও কুরি"পুরস্কার পান কবে?
®=>১০ অক্টোবর ১৯৭২ সালে।

৮৪|| বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর নির্মাণ করছে কোন দেশ?
®=> চীন।

৮৫|| বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য কোন দেশের?
®=>ভারতের(স্ট্যাচু অফ ইউনিটি)

৮৬|| কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কত সালে?
®=> ১৪৯২ সালের ১২ অক্টোবরে।

৮৭|| মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট কত সালে "এক্সিকিউটিভ ম্যানসন"কে "হোয়াইট হাউজ"নামকরণ করেন?
®=>১২ অক্টোবর ১৯০১ সালে।

৮৮|| মানব উন্নয়ন সূচক ২০১৮ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?
®=>১৩৬তম(১ম নরওয়ে)

৮৯|| বিশ্বের সবচেয়ে অলস দেশ ও পরিশ্রমী দেশের নাম কী?
®=> কুয়েত - উগান্ডা

৯০|| দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে অলস ও পরিশ্রমী দেশ কোনটি?
®=>নেপাল, অলস ভারত।

৯১|| বিশ্বে অতি ধনীর সংখ্যা দ্রুত বাড়ছে কোন দেশে?
®=> বাংলাদেশে(২৫০ কোটি টাকার উপরে যাদের সম্পদ তারাই অতিধনী)

৯২|| তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র কত সালে মারা যায়?
®=>১৩ অক্টোবর ২০০২ সালে।

৯৩|| পূর্ব বাংলার নাম পরিবর্তন করে কত সালে পূর্ব-পাকিস্তান রাখা হয়?
®=> ১৪অক্টোবর ১৯৫৫ সালে।

৯৪|| সেন্ট হেলেনা দীপে নেপোলিয়ানকে কত সালে নির্বাসন দেওয়া হয়?
®=> ১৫ অক্টোবর ১৮১৫ সালে।

৯৫|| "ফারসি বিপ্লবের মহানায়ক"বলা হয় কাকে?
®=>নেপোলিয়ান বোনাপার্টকে।

৯৬|| বস্ত্র রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ ২টির নাম কী?
®=> চীন ও যুক্তরাষ্ট্র।

৯৭|| বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
®=> চতুর্থ।

৯৮|| পোশাক রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ দুটির নাম কী?
®=> চীন ও যুক্তরাষ্ট্র।

৯৯|| পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
®=> ২য়।

১০০|| বাংলাদেশের টেস্ট ভেন্যু কতটি?
®=> ৮টি(৮ম সিলেট আন্ত:স্টেডিয়াম)


Post a Comment

0 Comments