ছোটো প্রশ্ন ও উত্তর-(Short questions and answers)®
প্রশ্ন:- ভারতবর্ষে ফরাসিদের একটি বাণিজ্যকেন্দ্রের নাম বল ?
উত্তর:- ভারতবর্ষে ফরাসিদের একটি বাণিজ্যকেন্দ্রের নাম হল পন্ডিচেরী ।
প্রশ্ন:- কোন কোন বিদেশি পর্যটকদের বিবরণ থেকে মোগল যুগের ব্যবসাবাণিজ্য সম্পর্কে জানা যায় ?
উত্তর:- বার্নিয়ার, টেভার্নিয়ার, মানুচি, রালফ , ফিচ,প্রভৃতি বিদেশি
পর্যটকদের বিবরণ থেকে মোগল যুগের ব্যবসাবাণিজ্য সম্পর্কে জানা যায় ।
প্রশ্ন:- মোগল যুগে পশ্চিম ভারতের একটি শিল্প বন্দরের নাম কী ?
উত্তর:- মোগল যুগে পশ্চিম ভারতের একটি শিল্প বন্দরের নাম হল সুরাট ।
প্রশ্ন:- মধ্যযুগে কোন পণ্য , ভারতবর্ষ থেকে বিদেশে রপ্তানি হত ?
উত্তর:- মধ্যযুগে প্রধানত সুতি বস্ত্র ভারতবর্ষ থেকে বিদেশে রপ্তানি হত ।
প্রশ্ন:- ভাস্কো-ডা-গামা কোন বছর কালিকট বন্দরে এসে পৌঁছান ?
উত্তর:- ১৪৯৮ খ্রিস্টাব্দে ভাস্কো-ডা-গামা কালিকট বন্দরে এসে পৌঁছান ।
প্রশ্ন:- ১৫০০ খ্রিস্টাব্দে কোন পর্তুগিজ নাবিক ভারতে আসেন ?
উত্তর:- ১৫০০ খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ক্যাব্রাল ভারতে আসেন ।
প্রশ্ন:- আলবুকার্ক কে ছিলেন ?
উত্তর:- আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বানিজ্য কেন্দ্র গুলির শাসনকর্তা ছিলেন।
প্রশ্ন:- কবে আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বানিজ্য কেন্দ্র গুলির শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর:- ১৫০৯ খ্রিস্টাব্দে আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বানিজ্য কেন্দ্র গুলির শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন।
প্রশ্ন:- ভারতে পোর্তুগিজদের একটি বানিজ্যকেন্দ্রের নাম বল ?
উত্তর:- ভারতে পোর্তুগিজদের একটি বানিজ্যকেন্দ্রের নাম হল গোয়া ।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠ হয় ?
উত্তর:- ১৬০০ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠ হয় ।
প্রশ্ন:- ১৬০৯ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাতিনিধিটির নাম কী ?
- Home
- BANGLA
- _বাংলাসাহিত্য
- _বাংলা ব্যাকরণের
- MATH
- BCS
- GENERAL KNOWLEDGE
- _General knowledge
- _বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের
- _সাধারণ বিজ্ঞান
- English All
- _Vocabulary
- _IDIOMS AND PHRASES
- _EDITOR DS
- _PROTHOM ALO
- _Translation
- _Short Word
- __Part 1
- __Part 2
- __Part 3
- বিলিভ ইট অর নট
- Year Question
- _Bangladesh Bank
- _মন্ত্রণালয়
- __ডাক অধিদপ্তর
- __স্বাস্থ্য সেবা বিভাগের (hsd) ২০২৪
- __মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC প্রশ্নব্যাংক PDF
- __যুব উন্নয়ন অধিদপ্তর (DYD )
- _প্রাথমিক সহকারী শিক্ষক
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২২
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৪
- _BPSC NON Cadre
- _মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
- _১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA)
- Global Photo
0 Comments