#সাম্প্রতিক_তথ্য
.
১। দেশের ৯ম বিভাগ হতে যাচ্ছে = ময়নামতি বিভাগ।
২। দেশের ৬৫তম জেলা হবে = ভৈরব।
৩। দেশের ৩য় সমুদ্র বন্দর = পায়রা সমুদ্র বন্দর।
৪। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা = ৪৯১টি, সর্বশেষ লালমাই (কুমিল্লা)।
৫। বর্তমানে দেশে থানার সংখ্যা = ৬৩৯টি।
৬। বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা = ৩২৭টি, সর্বশেষ দোহাজারি (চট্রগ্রাম)।
৭। বর্তমানে মাথাপিছু আয় = ১৪৬৬ মার্কিন ডলার।
৮। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) = ১০৩৫ জন।
৯। দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা = ১১০টি।
১০। জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা = ১২ জন।
১১। সম্প্রতি বাংলাদেশ বিমান বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের নাম = রাঙাপ্রভাত।
১২। দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম = এম ভি বাঙালি।
১৩। প্রস্তাবিত অটিস্টিক একাডেমি স্থাপিত হবে = ঢাকার মহাখালীতে।
১৪। পদ্মা সেতু নির্মাণ করবে = চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি।
১৫। বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় = স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)।
১৬। বাংলাদেশ-ভারতের সমুদ্র সীমা নির্ধারণী মামলার রায় হয় = ৭ জুলাই ২০১৪.
১৭। বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে = ১৯৪৬৭ বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে।
১৮। বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র আছে = ২৭টি
- Home
- BANGLA
- _বাংলাসাহিত্য
- _বাংলা ব্যাকরণের
- MATH
- BCS
- GENERAL KNOWLEDGE
- _General knowledge
- _বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের
- _সাধারণ বিজ্ঞান
- English All
- _Vocabulary
- _IDIOMS AND PHRASES
- _EDITOR DS
- _PROTHOM ALO
- _Translation
- _Short Word
- __Part 1
- __Part 2
- __Part 3
- বিলিভ ইট অর নট
- Year Question
- _Bangladesh Bank
- _মন্ত্রণালয়
- __ডাক অধিদপ্তর
- __স্বাস্থ্য সেবা বিভাগের (hsd) ২০২৪
- __মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC প্রশ্নব্যাংক PDF
- __যুব উন্নয়ন অধিদপ্তর (DYD )
- _প্রাথমিক সহকারী শিক্ষক
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২২
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৪
- _BPSC NON Cadre
- _মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
- _১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA)
- Global Photo
0 Comments