April 2021 General Knowledge
1. কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার কোন দেশ পরিচালনা করে?
যুক্তরাষ্ট্র
2. বাংলা চ্যানেল পেরিয়ে কনিষ্ঠতম বাংলাদেশী সাঁতারু কে?
3. কোনটির অভাবে অস্থির পুষ্টি ব্যাহত হয়?
ক্যালসিয়াম
4. বাংলাদেশের কত শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করেন?
41 শতাংশ
5. ‘জাতীয় ক্রীড়া দিবস’ কবে পালিত হয়?
৬ এপ্রিল
6. তুরস্কের মুদ্রা -
লিরা
7. ‘থিয়েটার গাসলিন’ কোন দেশের ঐতিহ্যবাহী থিয়েটার অঙ্গন?
ফ্রান্স
8. কোনগুলোকে ‘কোয়াড’ দেশ বলা হয়?
যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত
9. কোন খেলাধুলার প্রতিযোগিতাটি "ওপেন চ্যাম্পিয়নশিপ" নামে পরিচিত?
গল্ফ
10. সম্প্রতি কোন দিনটি প্রথমবারের মতো জাতীয় দিবস হিসাবে পালিত হয়েছে?
7 ই মার্চ
11. ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে দেশে বর্তমানে কতটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু আছে?
১২৩টি
12. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত জলবায়ু সম্মেলন ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’ কবে অনুষ্ঠিত হবে?
২২-২৩ এপ্রিল, ২০২১
13. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) কবে প্রতিষ্ঠিত হয়?
১৯৫৭ সালে
14. সুইজারল্যান্ড ভিত্তিক অর্থনৈতিক ফোরাম (ডব্লিউ ইএফ) বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন ২০২১ অনুযায়ী তালিকার শীর্ষে -
আইসল্যান্ড
জাপান
15. দুর্নীতি দমন কমিশন (দুদক) -এর নতুন (ষষ্ঠ) চেয়ারম্যান কে?
মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ
16. সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে সাইবার নিরপত্তা নিয়ে কাজ করা সংস্থার নাম কী?
বিজিডি ই-গভর্নমেন্ট কম্পিউটার ইন্সিডেন্স রেসপন্স টিম (সার্ট)
17. দেশের বাণিজ্যিক ব্যাংকের প্রথম মহিলা শীর্ষ নির্বাহী কে?
হুমায়রা আজম (ট্রাস্ট ব্যাংক)
18. ‘হাজারা’ কোন দেশের প্রান্তিক জনগোষ্ঠী?
পাকিস্তান
19. বাংলাদেশি কোন টেবিল টেনিস খেলোয়াড় ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পান?
জোবেরা রহমান লিনু
20. ঐতিহ্যবাহী 'লুক্সর' শহর কোন দেশে অবস্থিত?
মিসর (নীল নদের তীরে)
21. দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ারটি কোথায় নির্মিত হচ্ছে?
তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা
22. ‘স্বাধীনতা, এ শব্দটি কিভাবে আমাদের হলো’ কবিতাটি কে লিখেছেন?
কবি নির্মলেন্দু গুণ
23. বিশ্ব অটিজম সচেতনতা দিবস -
২ এপ্রিল
24. দেশে কবে করোনার গণটিকাদান কর্মসূচির আওতায় দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়?
৮ এপ্রিল, ২০২১
25. ঢাকায় কবে দশম ডি-৮ (ডেভেলপমেন্ট এইট) সম্মেলন ২০২১ শুরু হয়?
৫ এপ্রিল, ২০২১
26. কোন ভিটামিন ধমনীতে চর্বি জমা রোধ করে?
D
27. দেশের বৃহত্তম জাতীয় পতাকা কোথায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রদর্শিত হয়েছে?
বাগুরা
28. বঙ্গবন্ধু ও জাতীয় শিশু দিবসের এই বছরের জন্মদিনের মূল প্রতিপাদ্যটি কী ছিল?
বঙ্গবন্ধুর জন্মদিনে বাচ্চাদের জীবন আরও বর্ণিল হয়ে উঠুক
29. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং মুজিব বর্ষের বিশাল আকারের মানব লোগো কোথায় প্রদর্শিত হয়?
বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল
হিমছড়ি
30. নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?
আনসার
31. জাঁ জাক রুশোর বহুল প্রচলিত বই-
সামাজিক চুক্তি
32. পানিতে দ্রবণীয় ভিটামিন-
ভিটামিন বি কমপ্লেক্স
33. ‘Indo Pacific Strategy (IPS)’ কোন দেশের সম্পর্কগত প্রকল্প?
যুক্তরাষ্ট্র
কলম্বিয়া
34. সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আকবর আলি খান এর বিখ্যাত বই -
পরার্থপরতার অর্থনীতি (নতুন বই- বাংলাদেশ বাজেট;অর্থনীতি ও রাজনীতি)
35. কয়টি উপায়ে তাপ সঞ্চালিত হয়?
তিনটি - পরিবহন, পরিচলন, বিকিরণ
36. থায়াবিন(B1) এর অভাবে ______ রোগ হয়!
বেরিবেরি
37. মিয়ানমারের সাথে আন্তঃসীমান্ত নদী -
৩ টি
38. কোন দেশে মাত্র ২০ দিনের ব্যবধানে ৪০,০০০ ভূমিকম্প হয়েছে?
আইসল্যান্ড
39. 'হুমায়ুন নামা' লিখেছিলেন-
গুলবাদন বেগম
40. অনলাইনে বৈশ্বিক কেনাকাটায় বর্তমানে শীর্ষ দেশ কোনটি?
রাশিয়া (৭ শতাংশ)
41. ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন বা উন্নয়নশীল-৮ -এর বর্তমান সভাপতি কে?
=> ডি-৮ সদস্য দেশ - বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, মিসর, ইরান ও নাইজেরিয়া
শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ
42. আন্তর্জাতিক আর্থিক প্রকাশনা ‘এশিয়ামানি’ কোন ব্যাংক কে বাংলাদেশের ‘সেরা ডোমেস্টিক ব্যাংক ২০২১’ হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)
43. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
অ্যাডা লাভলেস
0 Comments