Recents in Beach

General Knowledge in Bengali Language



General Knowledge in Bengali Language ( বাংলা GK  )


(১) নিন্মলিখিতগুলির মধ্যে কোনটিকে প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয়?

(ক)জল

(খ) খনিজ লবণ

(গ) ফ্যাট

(ঘ) শর্করা


উত্তরঃ শর্করা

(২)নীচের কোনটি  ফিতা কৃমির রেচন অঙ্গ?

(ক) সবুজ গ্রন্থি

(খ) নেফ্রিডিয়া

(গ) ফ্লেম কোষ

(ঘ) কোনটাই নয়


উত্তরঃ ফ্লেম কোষ


(৩) হিমোগ্লোবিনের গড় আয়ু কত দিন?


(ক) ৯০ দিন


(খ) ১০০ দিন


(গ) ১১০ দিন


(ঘ) ১২০ দিন


উত্তরঃ ১২০ দিন


(৪) নীচের কোনটি কেঁচোর গমনাঙ্গের নাম?


(ক) নেফ্রিডিয়া


(খ) ক্ষণ পদ


(গ) সিটা


(ঘ) পা


উত্তরঃ সিটা


(৫) বৃহত্তম এককোষী শৈবালের নাম কি?


(ক) ইস্ট


(খ) অ্যাসিটেবুলেরিয়া


(গ) অ্যামিবা


(ঘ) কোনটাই নয়


উত্তরঃ অ্যাসিটেবুলেরিয়া


(৬) মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?


(ক) লিভার


(খ) পিটুইটারী


(গ) অগ্নাশয়


(ঘ) কোনটাই নয়


উত্তরঃ লিভার


(৭) রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়?


(ক) ভিটামিন এ


(খ) ভিটামিন বি


(গ) ভিটামিন সি


(ঘ) ভিটামিন ডি


উত্তরঃ ভিটামিন ডি


(৮) কোন কোষ অঙ্গানুকে সুইসাইড ব্যাগ বলা হয়?


(ক) রাইবোজোম


(খ) লাইসোজোম


(গ) গলগি বডি


(ঘ) কোনটাই নয়


উত্তরঃ লাইসোজোম


(৯) বার্ড ফ্লু ভাইরাসের নাম কি?


(ক) H1N1


(খ) H5N1


(গ) N1N1


(ঘ) কোনটাই নয়


উত্তরঃ H5N1


(১০) আরশোলার রেচন অঙ্গের নাম কি?


(ক) ফ্লেম কোষ


(খ) ম্যালপিজিয়াম নালিকা


(গ) সবুজ গ্রন্থি


(ঘ) কোনটাই নয়


উত্তরঃ ম্যালপিজিয়াম নালিকা


General Knowledge in Bengali Language ( বাংলা GK)


(১) ওজোন স্তরে গর্ত হবার জন্য দায়ী কোন গ্যাসটি?


(ক) অক্সিজেন


(খ) হাইড্রোজেন


(গ) ক্লোরোফ্লুরো কার্বন


(ঘ) কার্বন ডাই অক্সাইড


উত্তরঃ ক্লোরোফ্লুরো কার্বন


(২) ফল পাকানোর জন্য নীচের কোন রাসায়ানিক ব্যবহার করা হয়?


(ক) ইথিলিন


(খ) বেঞ্জিন


(গ) ফরম্যালডিহাইড


(ঘ) ক্লোরফর্ম


উত্তরঃ ইথিলিন


(৩) বেকিং পাউডারের রাসয়ানিক নাম হল ___


(ক) সোডিয়াম হাইড্রাক্সাইড


(খ) ক্যালসিয়াম কার্বোনেট


(গ) সোডিয়াম বাই কার্বোনেট


(ঘ) ক্যালসিয়াম হাইড্রাক্সাইড


উত্তরঃ সোডিয়াম বাই কার্বোনেট


(৪) উষ্ণতার বা তাপমাত্রার এস আই একক কোনটি?


(ক) সেলসিয়াস


(খ) ফারেনহাইট


(গ) কেলভিন


(ঘ) কোনটিও নয়


উত্তরঃ কেলভিন


(৫) নীচের কোনটি ধাতু?


(ক) জল


(খ) পারদ


(গ) তেল


(ঘ) সালফিউরিক অ্যাসিড


উত্তরঃ পারদ


(৬) ভারী জল আসলে ___


(ক) প্রোটিয়াম অক্সাইড


(খ) হাইড্রোজেন পারাক্সাইড


(গ) ডয়টোরিয়াম অক্সাইড


(ঘ) ট্রাইটিয়াম অক্সাইড


উত্তরঃ ডয়টোরিয়াম অক্সাইড


(৭) “দার্শনিক এর উল” কোনটিকে বলা হয়?


(ক) জিঙ্ক অক্সাইড


(খ) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড


(গ) কিউপ্রিক অক্সাইড


(ঘ) ফেরিক অক্সাইড


উত্তরঃ জিঙ্ক অক্সাইড


(৮) রোধের একক কোনটি?


(ক) ওহম


(খ) ওয়াট


(গ) অ্যাম্পিয়ার


(ঘ) কুলম্ব


উত্তরঃ ওহম


(৯) কোন মৌলের নিউক্লিয়াসে নিউটন থাকেনা?


(ক) অক্সিজেন


(খ) নাইট্রোজেন


(গ) হাইড্রোজেন


(ঘ) কার্বন


উত্তরঃ  হাইড্রোজেন


(১০) মরীচিকা আসলে আলোকের কোন ধর্মের জন্য হয়ে থাকে?


(ক) আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন


(খ) প্রতিসরণ


(গ) বিচ্ছুরণ


(ঘ) আলোকের সরলরৈখিক গতি


উত্তরঃ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন


General Knowledge in Bengali Language ( বাংলা GK ) 


(১) দুটি সংখ্যার গ সা গু ২৫ ও তাদের ল সা গু ১৯২৫। একটি সংখ্যা ১৭৫ হলে অপরটি কত?


(ক) ২৭৫


(খ) ৩০৫


(গ) ১৫৫


(ঘ) উপরের কোনটাই নয়  


উত্তরঃ ২৭৫


(২) তিনটি সংখ্যার অনুপাত ৩:৪:৬। সংখ্যাগুলির গ সা গু ১২। সংখ্যাগুলির ল সা গু কত হবে?


(ক) ৪৮


(খ) ১৪৪


(গ) ২৫৬


(ঘ) উপরের কোনটাই নয়  


উত্তরঃ ১৪৪


(৩) দুটি সংখ্যার যোগফল ২০। বিয়োগফল ৪। সংখ্যাদ্বয়ের গ সা গু কত?


(ক) ৩


(খ) ৪


(গ) ৫


(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ ৪  


(৪) রাকেশ ও রাজেশের বেতনের অনুপাত ৩:৫। প্রত্যেকের বেতন ৩০০ টাকা করে বৃদ্ধি করলে অনুপাত হয় ১৫:২৪। রাকেশের বেতন কত?


(ক) ২৪০০ টাকা


(খ) ২৭০০ টাকা


(গ) ৪৫০০ টাকা


(ঘ) উপরের কোনটাই নয়  


উত্তরঃ ২৭০০ টাকা


(৫) এ ও বি এর আয়ের অনুপাত ৩:২ এবং তাদের ব্যয়ের অনুপাত হল ৫:৩। যদি প্রত্যেকে ১০০০ টাকা করে জমায় তাহলে বি এর আয় কত?


(ক) ৩০০০ টাকা


(খ) ৪০০০ টাকা


(গ) ৫০০০ টাকা


(ঘ) উপরের কোনটাই নয়  


উত্তরঃ ৪০০০ টাকা


(৬) তিনটি গাড়ির গতিবেগের অনুপাত ২:৩:৪। ওই তিনটি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগবে তার অনুপাত কত?


(ক) ২:৩:৪


(খ) ৪:৩:৬


(গ) ৬:৪:৩


(ঘ) উপরের কোনটাই নয়  


উত্তরঃ ৬:৪:৩


(৭) একটি ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের জন্য লতার প্রকৃত ওজন ৮০ কেজির পরিবর্তে ৭২ কেজি হয়। তাহলে শতকরা ত্রুটির পরিমাণ কত?


(ক) ৮%


(খ) ৯%


(গ) ১০%


(ঘ) উপরের কোনটাই নয়  


উত্তরঃ ১০%


(৮) পিন্টু ৪টি ঝুড়ি করে যথাক্রমে ১৫ টি, ১৮ টি, ২১ টি ও ২২ টি আম কিনে আনল। এর মধ্যে একটি ঝুড়ি বাড়ি নিয়ে গেল। বাকি তিন ঝুড়ি আম পাঁচ বন্ধুর মধ্যে সমান ভাবে ভাগ করে দিল। সে যে ঝুড়িটি বাড়ি নিয়ে গিয়েছিল তাতে কটি আম ছিল?


(ক) ১৫ টি


(খ) ১৮ টি


(গ) ২১ টি


(ঘ) উপরের কোনটাই নয়  


উত্তরঃ ২১ টি


(৯) ২ টি লেবু, ৩ টি কলা ও ৪ টি আপেলের মোট দাম ১৫ টাকা। ৩ টি লেবু, ২ টি কলা ও ১ টি আপেলের দাম ১০ টাকা। তাহলে ৩ টি লেবু, ৩ টি কলা ও ৩ টি আপেলের মোট দাম কত?


(ক) ১০ টাকা


(খ) ১৫ টাকা


(গ) ২০ টাকা


(ঘ) উপরের কোনটাই নয়  


উত্তরঃ ১৫ টাকা


(১০) অনিল ১০ মিনিটে ৫০০ টি শব্দ টাইপ করতে পারে এবং নিশা ৫ মিনিটে ২০০ টি শব্দ টাইপ করতে পারে। তাহলে দুজনে একত্রে ৩৬০০ টি শব্দ টাইপ করতে কত সময় লাগবে?


(ক) ৪০ মিনিট


(খ) ৪৫ মিনিট


(গ) ৫০ মিনিট


(ঘ) উপরের কোনটাই নয়  


উত্তরঃ ৪০ মিনিট


General Knowledge in Bengali Language ( বাংলা GK ) Step 5 – Constitution GK:


(১) সংবিধান সভার উপদেষ্টা কে ছিলেন?


(ক) বি আর আম্বেদকার


(খ) মহাত্মা গান্ধী


(গ) রাজেন্দ্র প্রসাদ


(ঘ) বি এন রাও


উত্তরঃ বি এন রাও


(২) সংবিধান সভা বা গণ পরিষদের প্রথম সভা কবে হয়েছিল?


(ক) ৯ই ডিসেম্বর ১৯৪৬


(খ) ১১ই ডিসেম্বর ১৯৪৬


(গ) ১১ই ডিসেম্বর ১৯৪৭


(ঘ) ১৬ই জুলাই ১৯৪৭


উত্তরঃ ৯ই ডিসেম্বর ১৯৪৬


(৩) ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিলেন?


(ক) ভি বি প্যাটেল


(খ) গান্ধীজী


(গ) জহরলাল নেহেরু


(ঘ) জে বি কৃপালিনী


উত্তরঃ জহরলাল নেহেরু


(৪) ভারত ও পাকিস্থান দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল নিন্মলিখিত কোন আইনের দ্বারা?


(ক) ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স অ্যাক্ট


(খ) পিটস অ্যাক্ট


(গ) কম্যুউনাল অ্যাক্ট


(ঘ) গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আক্ট


উত্তরঃ ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স অ্যাক্ট


(৫) ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল?


(ক) ২৬শে জানুয়ারী ১৯৫০


(খ) ২৬শে জানুয়ারী ১৯৫১


(গ) ২৬শে নভেম্বর ১৯৪৯


(ঘ) ১৫ই আগস্ট ১৯৪৭


উত্তরঃ ২৬শে নভেম্বর ১৯৪৯


(৬) নীচের কোন ব্যক্তি গণ পরিষদের সদস্য ছিলেন না?


(ক) ভি বি প্যাটেল


(খ) জে বি কৃপালিনী


(গ) জয় প্রকাশ নারায়ণ


(ঘ) কে এন মুন্সী


উত্তরঃ জয় প্রকাশ নারায়ণ


(৭) ফান্ডামেন্টাল রাইটস ও মাইনরিটি কমিটির চেয়ারম্যান কে ছিলেন?


(ক) নেহেরু


(খ) ভি বি প্যাটেল


(গ) রাজেন্দ্র প্রসাদ


(ঘ) রাজা গোপালাচারী


উত্তরঃ ভি বি প্যাটেল


(৮) নীচের কোন আইনের দ্বারা ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল?


(ক)গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আক্ট ১৯১৯


(খ) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৮৬১


(গ) রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩


(ঘ) কোনটাই নয়


উত্তরঃ রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩


(৯) গণ পরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন?


(ক) রাজেন্দ্র প্রসাদ


(খ) জহরলাল নেহেরু


(গ) ডঃ সচ্চিদানন্দ সিনহা


(ঘ) উপরের কেউই নয়


উত্তরঃ ডঃ সচ্চিদানন্দ সিনহা


(১০) ভারতের সংবিধান তৈরী করতে কত দিন সময় লেগেছিল?


(ক) ২ বছর ৭ মাস ২৩ দিন


(খ) ২ বছর ১১ মাস ১৮ দিন


(গ) ৩ বছর ৭ মাস ৫ দিন


(ঘ) ২ বছর ৬ মাস ২১ দিন


উত্তরঃ ২ বছর ১১ মাস ১৮ দিন


General Knowledge in Bengali Language ( বাংলা GK ) 


(১) “Planned Economy for India” – গ্রন্থের রচয়িতা কে?


(ক) Sir M Visvesvarayya


(খ) জে পি নারায়ণ (J P Narayan)


(গ) এস এন আগারবাল (S N Agarwal)


(ঘ) উপরের কেউই নয়


উত্তরঃ Sir M Visvesvarayya


(২) জাতীয় পরিকল্পনা কমিশন (National Planning Commission) এর চেয়ারম্যান কে ছিলেন?


(ক) বি আর আম্বেদকার


(খ) বি এন রাও


(গ) জহরলাল নেহেরু


(ঘ) উপরের কেউই নয়


উত্তরঃ জহরলাল নেহেরু


(৩) প্লানিং কমিশনের চেয়ারম্যান কে হন?


(ক) প্রধানমন্ত্রী


(খ) রাষ্ট্রপতি


(গ) অর্থমন্ত্রী


(ঘ) উপরের কেউই নয়


উত্তরঃ প্রধানমন্ত্রী


(৪) প্লানিং কমিশন কবে গঠিত হয়েছিল?  


(ক) ১৫ই আগস্ট ১৯৪৭


(খ) ২৬শে জানুয়ারী ১৯৪৯


(গ) ১৫ই মার্চ ১৯৫০


(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ ১৫ই মার্চ ১৯৫০


(৫) প্লানিং কমিশন হল ___


(ক) এক্সট্রা কনসটিটিউশনাল, নন স্টাটুটরি বডি (Extra Constitutional, Non Statutory body)


(খ) এক্সট্রা কনসটিটিউশনাল এবং এক্সট্রা লিগ্যাল বডি (Extra Constitutional and extra – legal body)



 

(গ) কনসটিটিউশনাল, স্টাটুটরি বডি (Constitutional, Statutory body)


(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ এক্সট্রা কনসটিটিউশনাল, নন স্টাটুইটরি বডি (Extra Constitutional, Non Statutory body)


(৬) ন্যাশানল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয়েছিল?


(ক) ৭ই জানুয়ারী ১৯৬১


(খ) ৬ই আগস্ট ১৯৫২


(গ) ২৬শে ফেব্রুয়ারী ১৯৫১


(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ ৬ই আগস্ট ১৯৫২


(৭) ন্যাশানল ডেভেলপমেন্ট কাউন্সিল এর চেয়ারম্যান কে হন?


(ক) রাষ্ট্রপতি


(খ) রাষ্ট্রপতি


(গ) প্রধানমন্ত্রী


(ঘ) অর্থমন্ত্রী


উত্তরঃ প্রধানমন্ত্রী


(৮) প্লানিং কমিশন যে পরিকল্পনা তৈরী করে, সেটি সর্বপ্রথম কার অনুমোদন এর প্রয়োজন হয়?


(ক) রাষ্ট্রপতি


(খ) অর্থমন্ত্রী


(গ) রাজ্যসভা


(ঘ) ন্যাশানল ডেভেলপমেন্ট কাউন্সিল


উত্তরঃ ন্যাশানল ডেভেলপমেন্ট কাউন্সিল


(৯) স্টেট প্লানিং বোর্ডের চেয়ারম্যান কে হন?


(ক) মুখ্যমন্ত্রী


(খ) রাজ্যপাল


(গ) অর্থমন্ত্রী


(ঘ) উপরের কেউই নয়


উত্তরঃ মুখ্যমন্ত্রী


(১০) কমিউনিটি ডেভলেপমেন্ট প্রোগাম কবে চালু হয়?


(ক) ১৯৫০ সালে


(খ) ১৯৫২ সালে


(গ) ১৯৫৬ সালে


(ঘ) ১৯৬১ সালে


উত্তরঃ ১৯৫২ সালে


General Knowledge in Bengali Language ( বাংলা GK ) Step 7 – Sports GK:


(১) আমেরিকার জাতীয় খেলা কোনটি?


(ক) ক্রিকেট


(খ) হকি


(গ) বডি বিল্ডিং


(ঘ) বেসবল


উত্তরঃ  বেসবল


(২) ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা?


(ক) অস্ট্রেলিয়া


(খ) ভারত


(গ) বাংলাদেশ


(ঘ) ওয়েস্ট ইন্ডিজ


উত্তরঃ অস্ট্রেলিয়া


(৩) রাশিয়ার জাতীয় খেলার নাম কি?


(ক) দাবা


(খ) ফুটবল


(গ) রাগবি


(ঘ) আইস হকি


উত্তরঃ দাবা


(৪) ফুট বল খেলায় প্রত্যেক দলে কতজন করে খেলোয়াড় খাকে?


(ক) ৭ জন


(খ) ১১ জন


(গ) ৬ জন


(ঘ) ২ জন


উত্তরঃ ১১ জন


(৫) ওয়াটার পোলো খেলা প্রত্যেক দলের সদস্য সংখ্যা কত?


(ক) ২ জন 


(খ) ৯ জন


(গ) ৭ জন


(ঘ) ১০ জন


উত্তরঃ ৭ জন


(৬) ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?


(ক) ফুটবল


(খ) ক্রিকেট


(গ) পোলো


(ঘ) টেনিস


উত্তরঃ ফুটবল


(৭) “ফুটবলের আইনস্টাইন” বলা হয় কোন ফুটবলার কে?


(ক) জিকো


(খ) ডেভিড বেকহ্যাম


(গ) গোষ্ঠপাল


(ঘ) মারাদোনা


উত্তরঃ ডেভিড বেকহ্যাম


(৮) প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল কোন দেশ?


(ক) ভারত


(খ) ইংল্যান্ড


(গ) অস্ট্রেলিয়া


(ঘ) ওয়েস্ট ইন্ডিজ


উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ


(৯) বক্সিং খেলা কোথায় প্রথম চালু হয়েছিল?


(ক) আমেরিকা


(খ) ভারত


(গ) রোম


(ঘ) ইংল্যান্ড


উত্তরঃ রোম


(১০) প্রথম অলিম্পিক খেলা কবে শুরু হয়েছিল?


(ক) ৭৭৬ খ্রীষ্ট পূর্বাব্দে


(খ) ১৮৫৭ খ্রীষ্টাব্দে


(গ) ১৯০৮ খ্রীষ্টাব্দে


(ঘ) ১৯২৮ খ্রীষ্টাব্দে


উত্তরঃ ৭৭৬ খ্রীষ্ট পূর্বাব্দে


(১১) “রাজীব গান্ধী খেলরত্ন” পুরষ্কার কবে থেকে চালু হয়েছিল?


(ক) ১৯৬২


(খ) ১৯৭৮


(গ) ১৯৮৪


(ঘ) ২০০২


উত্তরঃ ১৯৬২


(১২) প্রথম ফুটবল বিশ্বকাপ চাম্পিয়ান হয়েছিল কোন দেশ?


(ক) ব্রাজিল


(খ) ইতালি


(গ) উরুগুয়ে


(ঘ) আর্জেন্টিনা


উত্তরঃ উরুগুয়ে


(১৩) ফুটবল বিশ্বকাপের ম্যাসকট কবে থেকে চালু হয়েছিল?


(ক) ১৯৬২


(খ) ১৯৬৬


(গ) ১৯৭৫


(ঘ) ১৯৯৮


উত্তরঃ ১৯৬৬


(১৪) কোন ভারতীয় ক্রিকেটার “জাম্বো” নামে পরিচিত?


(ক) শচীন তেন্ডুলকার


(খ) অজয় জাদেজা


(গ) অনিল কুম্বলে


(ঘ) রবি শাস্ত্রী


উত্তরঃ অনিল কুম্বলে


(১৫) “ইডেন গার্ডেন” স্টেডিয়াম কোন খেলার সাথে যুক্ত?


(ক) ক্রিকেট


(খ) টেনিস


(গ) হকি


(ঘ) কবাডি


উত্তরঃ ক্রিকেট


General Knowledge in Bengali Language ( বাংলা GK ) 

(১) IBM এর অর্থ হল ____


(ক) International Business Machine


(খ) Internet Business Machine


(গ) Internal Business Machine


(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ International Business Machine


(২) নীচের কোন গুলি আউটপুট ডিভাইস?


(ক) মনিটর ও প্রিন্টার


(খ) সি ডি ও ডি ভি ডি


(গ) কিবোর্ড ও মাউস


(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ মনিটর ও প্রিন্টার


(৩) লেজার প্রিন্টার বা ইঞ্জেক্ট প্রিন্টার হল _________


(ক) ইমপ্যাক্ট প্রিন্টার


(খ) ননইমপ্যাক্ট প্রিন্টার


(গ) ডট ম্যাট্রিক্স প্রিন্টার


(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ ননইমপ্যাক্ট প্রিন্টার


(৪) নীচের কোনটি একটি কম্পিউটার মেমোরি?


(ক) RAM


(খ) USB


(গ) LAN


(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ RAM


(৫) এক বাইট সমান কত বিট?


(ক) ১ বিট


(খ) ৪ বিট


(গ) ৮ বিট


(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ ৮ বিট


(৬) নীচের কোনটি একটি প্রোগামিং ল্যাঙ্গুয়েজ নয়?


(ক) C


(খ) C++


(গ) JAVA


(ঘ) Corel draw


উত্তরঃ Corel draw


(৭) কোন ওয়েব পেজ লিখতে হয় নীচের কোনটি ব্যবহার করে?


(ক) DOS


(খ) RAR


(গ) HTML


(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ HTML


(৮) MS EXCEL এ ভাগের চিহ্ন কোনটি?


(ক) /


(খ) \


(গ) D


(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ /


(৯) MICR এর C অর্থ হল __________


(ক) Code


(খ) Colour


(গ) Character


(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ Character


(১০)  নীচের কোনটি কম্পিউটার হার্ডওয়ারের মধ্যে পড়ে না?

(ক) মনিটর

(খ) মাউস

(গ) উইন্ডোজ

(ঘ) উপরের কোনটাই নয়


উত্তরঃ উইন্ডোজ


#time4learningschools

General Knowledge in the Bengali Language

Post a Comment

0 Comments