(ভেঙ্গে ভেঙ্গে অনুবাদ)
*****************************

==It has been mentioned in article 15 of our constitution to provide basic necessities including food, clothing, shelter, education and medical care to every citizen.
>>আমাদের সংবিধানের ১৫ অনুচ্ছেদে=in article 15 of our constitution
>>প্রত্যেক নাগরিককে=to every citizen
>>অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসাসহ=including food, clothing, shelter, education and medical care
>>মৌলিক উপকরণের ব্যবস্থা করার=to provide basic necessities
>>=বলা হয়েছে=It has been mentioned/said

==But even after 50 years of independence,it couldn’t be ensured.The healthcare system of the country was always fragile.The ongoing corona infection has further increased that vulnerability.
>>কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও=But even after 50 years of independence
>>তা নিশ্চিত করা যায়নি=it couldn’t be ensured
>>দেশের স্বাস্থ্যসেবাব্যবস্থা=The healthcare system of the country
>>বরাবরই ভঙ্গুর ছিল=was always fragile
>>চলমান করোনা সংক্রমণ=The ongoing corona infection
>>সেই ভঙ্গুরতা আরও বাড়িয়ে দিয়েছে=has further increased that vulnerability

==Specially, when the corona infection was its peak level,many patients who were about to die were seen wandering from the hospital to hospital to seek medical services.
#about to die= মুমূর্ষু
>>বিশেষ করে=Specially
>>করোনা সংক্রমণ যখন উচ্চমাত্রায় ছিল=when the corona infection was its peak level
>>তখন বহু মুমূর্ষু রোগীকে হাসপাতালে হাসপাতালে=many patients who were about to die
>>ঘুরতে দেখা গেছে=were seen wandering
>>চিকিৎসাসেবা পাওয়ার জন্য=to seek/get medical services

==Many hospital authorities have also refused dying patients on the pretext of the lack of necessary beds, ICUs, oxygen and trained doctors.
#on the pretext of=অজুহাতে
>>অনেক হাসপাতাল কর্তৃপক্ষ=Many hospital authorities
>>মুমূর্ষু রোগীকেও ফিরিয়ে দিয়েছে=have also refused dying patients
>>প্রয়োজনীয় শয্যা, আইসিইউ, অক্সিজেন ও প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক না থাকার অজুহাতে=on the pretext of the lack of necessary beds, ICUs, oxygen and trained doctors
শিরোনামঃ‘ডাক্তার যদি রাজনীতি করে তাহলে আমরা কী করব’
#‘ডাক্তার যদি রাজনীতি করে তাহলে আমরা কী করব’
• ডাক্তার- doctor
• যদি-if
• রাজনীতি - politics
• যদি রাজনীতি করে-if it does politics
• ডাক্তার যদি রাজনীতি করে-if the doctor does politics
• তাহলে-then
• আমরা –we
• কী –what
• করা –do
• করব –will do
• আমরা কী করব-what we will do (what will we do হবে না কারন “?” নাই)
• তাহলে আমরা কী করব’-then what we will do
• ‘ডাক্তার যদি রাজনীতি করে তাহলে আমরা কী করব’- if the doctor does politics then what we will do
#স্বাস্থ্য খাত ও বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে জাতীয় সংসদে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলের সদস্যরা।
• স্বাস্থ্য - health
• খাত - sector
• স্বাস্থ্য খাত - health sector
• ও –and
• বেসরকারি - private
• স্বাস্থ্যসেবা- healthcare/health service
• বেসরকারি স্বাস্থ্যসেবা - private health service
• নিয়ে-taking /with / over / about /on
• বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে- about private health service
• স্বাস্থ্য খাত ও বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে- about the health sector and private health service
• জাতীয়-national
• সংসদ-parliament
• জাতীয় সংসদ- national parliament/ national assembly
• জাতীয় সংসদে- at the national parliament
• তীব্র-intensive / hard / deep /bitter/severe/acute
• সমালোচনা করা –criticize /denounce
• সমালোচনা করেছেন- denounced
• তীব্র সমালোচনা করেছেন- denounced hardly
• বিরোধী –anti /opposition
• দল-group/team
• বিরোধী দল- opposition team / opposition group / opposition
• বিরোধী দলের –of the opposition
• সদস্যরা-members
• বিরোধী দলের সদস্যরা- members of the opposition
• তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলের সদস্যরা- members of the opposition denounced hardly
• জাতীয় সংসদে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলের সদস্যরা- members of the opposition denounced hardly at the national parliament
• বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে জাতীয় সংসদে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলের সদস্যরা- members of the opposition denounced hardly at national parliament about private health service
• স্বাস্থ্য খাত ও বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে জাতীয় সংসদে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলের সদস্যরা- members of the opposition denounced hardly at national parliament about health sector and private health service
#একের পর এক বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের যৌক্তিকতা, সেখানকার শিক্ষার মান, চিকিৎসকদের রাজনীতি করা, বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয়, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস—এমন বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন বিএনপি ও জাতীয় পার্টির সদস্যরা।
• একের পর এক –one by one /one after one /continuously
• বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের যৌক্তিকতা, - logic for setting up a private medical college
• সেখানকার শিক্ষার মান, - the quality of education there
• চিকিৎসকদের রাজনীতি করা, - Physicians’ politics
• বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয়, -health expenses of private hospitals
• চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস— Physicians’ private practice
• এমন বিভিন্ন বিষয়ে –on many of such issues
• প্রশ্ন তোলেন বিএনপি ও জাতীয় পার্টির সদস্যরা- BNP and Jatiya Party members raised questions
• এমন বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন বিএনপি ও জাতীয় পার্টির সদস্যরা- BNP and Jatiya Party members raised questions on many of such issues
• বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয়, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস—এমন বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন বিএনপি ও জাতীয় পার্টির সদস্যরা- BNP and Jatiya Party members raised questions on many of such issues like health expenses of private hospitals, Physicians’ private practice
• সেখানকার শিক্ষার মান, চিকিৎসকদের রাজনীতি করা, বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয়, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস—এমন বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন বিএনপি ও জাতীয় পার্টির সদস্যরা- BNP and Jatiya Party members raised questions on many of such issues like quality of education there, Physicians’ politics, health expenses of private hospitals, Physicians’ private practice
• একের পর এক বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের যৌক্তিকতা, সেখানকার শিক্ষার মান, চিকিৎসকদের রাজনীতি করা, বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয়, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস—এমন বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন বিএনপি ও জাতীয় পার্টির সদস্যরা- BNP and Jatiya Party members raised questions on many of such issues like logic for setting up a private medical college one by one, quality of education there, Physicians’ politics, health expenses of private hospitals, Physicians’ private practice.
#মেডিকেল কলেজ নিয়ে একটি বিলের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, বর্তমানে স্বাস্থ্যব্যবস্থা বেহাল।
• বেহাল- Worn out
• স্বাস্থ্যব্যবস্থা বেহাল-health system is worn out
• বর্তমানে স্বাস্থ্যব্যবস্থা বেহাল- health system is worn out now
• বলেন, বর্তমানে স্বাস্থ্যব্যবস্থা বেহাল-said, the health system is worn out now
• হারুনুর রশীদ বলেন, বর্তমানে স্বাস্থ্যব্যবস্থা বেহাল - Harunur Rashidsaid, health system is worn out now
• সাংসদ হারুনুর রশীদ বলেন, বর্তমানে স্বাস্থ্যব্যবস্থা বেহাল- MP Harunur Rashidsaid, health system is worn out now
• বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, বর্তমানে স্বাস্থ্যব্যবস্থা বেহাল- BNP MP Harunur Rashidsaid, health system is worn out now
• অংশ নিয়ে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, বর্তমানে স্বাস্থ্যব্যবস্থা বেহাল- Participating, BNP MP Harunur Rashidsaid, health system is worn out now
• আলোচনায় অংশ নিয়ে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, বর্তমানে স্বাস্থ্যব্যবস্থা বেহাল- Participating in the discussion, BNP MP Harunur Rashidsaid, health system is worn out now
• একটি বিলের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, বর্তমানে স্বাস্থ্যব্যবস্থা বেহাল- Participating in the discussion of a bill, BNP MP Harunur Rashidsaid, health system is worn out now
• কলেজ নিয়ে একটি বিলের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, বর্তমানে স্বাস্থ্যব্যবস্থা বেহাল- Participating in the discussion of a bill on college, BNP MP Harunur Rashidsaid, health system is worn out now
• মেডিকেল কলেজ নিয়ে একটি বিলের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, বর্তমানে স্বাস্থ্যব্যবস্থা বেহাল- Participating in the discussion of a bill on medical college, BNP MP Harunur Rashidsaid, health system is worn out now
#Your Turn (Break-Translate-Rearrange)
যাঁরা সরকারি হাসপাতালে কর্মরত, তাঁরাই আজকে বেসরকারি হাসপাতালের ব্যবসা করছেন।
0 Comments